নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঞ্চল্যকর জোড়া খুনের প্রধান আসামি জুনায়েদ হোসেনকে (২২) গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (১১ মার্চ) র‌্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ এবং র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুরের যৌথ টিম ফরিদপুর জেলার নগরকান্দা থানার রসুলপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার জুনায়েদ হোসেন রূপগঞ্জের তারাব উত্তরপাড়ার রাজু মোল্যার ছেলে। সে রূপগঞ্জের বহুল আলোচিত রাশেদুল ইসলাম ও হৃদয় হত্যা মামলার প্রধান আসামি। র‌্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জের সিনিয়র এএসপি মো.

গোলাম মোর্শেদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‌্যাব জানায়, গত ৪ ফেব্রুয়ারি বিকাল তিনটার দিকে তারাব পৌরসভার ৮নং ওয়ার্ডের পুরান বাজার এলাকায় শিমুল গ্রুপ ও শ্রাবণ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। উভয় গ্রুপের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে।

এসময় শিমুল গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে প্রতিপক্ষের হৃদয় ও রাশেদুলকে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাতে আহত করে। পরে তাদেরকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৫ ফেব্রুয়ারি রাশেদুল ইসলাম ও হৃদয় মারা যান।

নিহত কিশোর রাশেদুল ইসলাম (১৮) তারাব দক্ষিণ এলাকার আমির হোসেনের ছেলে এবং হৃদয় (২০) রাজু মিয়ার ছেলে। ওই ঘটনায় নিহত হৃদয়ের চাচা মো. তৌহিদুল ইসলাম বাদি হয়ে রুপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আসামিদেরকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ তৎপরতা শুরু করে। মঙ্গলবার ফরিদপুর জেলার নগরকান্দার রসুলপুর এলাকা থেকে জুনায়েদ হোসেনকে গ্রেফতারে সক্ষম হয় র‌্যাবের যৌথ আভিযানিক দলটি।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে গ্রেফতার জুনায়েদকে রূপগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানায় র‌্যাব।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ দ ল ইসল ম র পগঞ জ

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে দগ্ধ মা-মেয়ের পর মারা গেলেন বাবাও, মৃতের সংখ্যা বেড়ে ৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের পাইপে লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় মা-মেয়ের পর মারা গেলেন বাবা সোহাগ আলী (২৩)। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট চারজনের মৃত্যু হলো।

আজ মঙ্গলবার ভোরে রাজধানীতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সোহাগ আলীর মৃত্যু হয়। তিনি পোশাক কারখানায় কাজ করতেন। তিনি নীলফামারীর কিশোরগঞ্জ থানার পানিয়ালপুকুর গ্রামের মাজেদুল ইসলামের ছেলে।

এর আগে ৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় সোহাগ আলীর দেড় বছরের মেয়ে সুমাইয়া ও প্রতিবেশী মো. হান্নানের মৃত্যু হয়। ৯ মার্চ মারা যান সোহাগ আলীর স্ত্রী রূপালী। হান্নানের শরীরের ৪৫ শতাংশ, শিশু সুমাইয়ার শরীরের ৪৪ শতাংশ, রূপালীর শরীরের ৩৪ শতাংশ এবং সোহাগ আলীর শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যুর খবরের তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে এই দুর্ঘটনায় চারজনের মৃত্যু হলো। দগ্ধ আরও চারজন চিকিৎসাধীন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুনসিদ্ধিরগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে শিশুসহ দুজনের মৃত্যু০৮ মার্চ ২০২৫

৩ মার্চ সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী শান্তিবাগ এলাকার একটি বাড়িতে গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই বাড়ির দুটি কক্ষে আগুন ধরে যায়। ভাড়াটে দুটি পরিবারের শিশু-নারীসহ আটজন দগ্ধ হন।

সম্পর্কিত নিবন্ধ

  • সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ৪৪ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা (তালিকা)
  • সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ৪৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
  • বন্দরে যানবাহন চলাচল ও ধুলাবালি নিয়ন্ত্রণের দাবিতে প্রতিবাদ সভা ও স্মারকলিপি
  • সাংবাদিক রবিন ও জীবনকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ, সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ’র নিন্দা
  • “সাংগঠনিক নিয়ম বিরোধী কার্যক্রমের দায় যুবদল নিবে না”
  • গত ৫৪ বছর ধরে আমরা স্বাধীন ছিলাম না : মাও. মঈনুদ্দিন
  • ফতুল্লায় কাভার্ডভ্যান চাপায় পোশাক শ্রমিক নিহত
  • আড়াইহাজারে গৃহবধুর আত্মহত্যা, পরিবারের দাবি হত্যা 
  • নারায়ণগঞ্জে দগ্ধ মা-মেয়ের পর মারা গেলেন বাবাও, মৃতের সংখ্যা বেড়ে ৪