৯ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় পদযাত্রা করেছে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামে একটি প্ল্যাটফর্ম। তবে শাহবাগ পার হওয়ার পর পুলিশ তাদের আটকে দেয়। এ সময় আন্দোলনকারী ও পুলিশের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। 

মঙ্গলবার (১১ মার্চ) বিকেল পৌনে ৪টায় উপদেষ্টার অপসারণ, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনসহ ৯ দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে যাত্রা শুরু করে পদযাত্রাটি। শাহবাগ হয়ে বাংলামোটর পৌঁছালে সেখানে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়।

এ সময় আন্দোলনকারীরা বলেন, সারা দেশে অব্যাহতভাবে খুন, ধর্ষণ ও নিপীড়নের ঘটনা ঘটছে। যা ঠেকাতে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন। তাকে দ্রুত অপসারণ করতে হবে। এসব নিপীড়নের বিচার করতে হবে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে। একই সঙ্গে সাম্প্রতিক ধর্ষণের ঘটনাসহ সব ধর্ষণকাণ্ডের বিচার অংশীজনদের আইনের আওতায় আনা হোক। আর এগুলো দ্রুত করতে না পারলে প্রয়োজনে আমরা বৃহত্তর আন্দোলন ঘোষণা করবো।


 

ঢাকা/মাকসুদ/এনএইচ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট এ সময র ঘটন

এছাড়াও পড়ুন:

ছুরি কাঁচির নিয়ে শুয়েও কেন নিজের প্রিয় গান গেয়েছিলেন ফেরদৌস ওয়াহিদ

নন্দিত পপশিল্পী ফেরদৌস ওয়াহিদ। তাঁর কিছু গান এখনও শ্রোতাদের মুখে ফিরে। গানই তাঁর জীবন । গানই প্রাণ। অপারেশন টেবিলের ছুরি কাঁচির নিচে শুয়েও তাঁর প্রিয় গান ‘আগে যদি জানতাম/ তবে মন ফিরে চাইতাম/ এই জ্বালা আর প্রাণে সহে না ও মন  রে/ কিসের তরে রয়ে গেলি তুই’– গানটি করেছিলেন এই কন্ঠশিল্পী।

এ প্রসঙ্গে কন্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ আজ দুপুরে সমকালকে বলেন, বলেন, সম্প্রতি আমার পায়ে ছোট একটা অপারেশন হয়েছিল। ওই অপারেশ টেবিলেই আমি গুন গুন করে আমার প্রিয় গান ‘আগে যতিদ জানতাম’ গাইছিলাম। তখন ডাক্তার সাহেবরা বললেন,‘ যদি গাইছেনই আরও একটু জোরে গান। আমাদেরও শোনান’। তখন তাদের অনুরোধেই একটি গান করেছিলাম। এ কারণে তাদের অপারেশনটা করতে তাদের সুবিধা হয়েছিল।’ 

ওই অপারেশন টেবিলে ছিলেন ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল ও রিসার্চ ইনষ্টিটিউটের সার্জারি বিভাগের প্রধান সাকলয়েন রাসেল। তার ভাষ্যে, প্রিয় শিল্পী ফেরদৌস ওয়াহিদ এর অপারেশন [গুরুতর নয়] করছিলাম। তাকিয়ে দেখি তাঁর হার্ট রেট বেশী। তাকে বললাম আপনার প্রিয় একটি গান শোনান। প্রান দিয়েই ‘আগে যদি জানতাম’ গাইলেন গানটি। মুগ্ধতা ছড়িয়ে পড়লো পুরো অপারেশন থিয়েটারে। মজার ব্যাপার হলো ওই গানটি গাওয়ার সঙ্গে সঙ্গে তার হার্টরেট স্বাভাবিক হয়ে এলো।’
 

সম্পর্কিত নিবন্ধ