মাত্র ২০ লাখ রুপিতে গত আইপিএল খেলেছেন। প্রথমবার আইপিএল মৌসুমে খেলেন মাত্র ৪ ম্যাচ। এই ৪ ম্যাচে মায়াঙ্ক যাদব যে গতির ঝড় তোলেন, তাতে ২০ লাখ রুপির মায়াঙ্কের দাম বেড়ে এবার হয়েছে ১১ কোটি রুপি, আগেরবারের চেয়ে যা ৫৫ গুণ বেশি। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস তাঁকে নিলামেই তোলেনি। এত রুপি খরচ করে ধরে রাখা মায়াঙ্ককে এবারও পুরো মৌসুমের জন্য পাচ্ছে না লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ২২ বছর বয়সী এই পেসার টুর্নামেন্টের প্রথম অংশে থাকছেন না। পিঠের নিচের অংশের চোট কাটিয়ে মাত্রই বোলিং শুরু করেছেন মায়াঙ্ক। সবকিছু ঠিকঠাক থাকলেই টুর্নামেন্টের শেষ দিকে মাঠে দেখা যাবে এই পেসারকে।

নিজের প্রথম আইপিএলে সাইড স্ট্রেইন চোটে পড়া মায়াঙ্কের গত অক্টোবরে ভারতের হয়ে অভিষেক হয়। বাংলাদেশের বিপক্ষে সেই সিরিজে চোট থেকে ফিরেই ১৫০ কিলোমিটারের আশপাশে বোলিং করেছেন। যদিও তাঁর জন্য এটি আহামরি কিছু ছিল না। আইপিএলের প্রথম মৌসুমে ঘণ্টায় ১৫৬ কিলোমিটার গতিতেও বোলিং করেছিলেন এই পেসার।

মায়াঙ্ক যাদব ১৫৬ কিলোমিটার গতিতেও বোলিং করেছেন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

টার্মিনালে বসে ছিলেন নড়াইল এক্সপ্রেসের সুপারভাইজার মুসা, হঠাৎ এসে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা

নড়াইল এক্সপ্রেস পরিবহনের সুপারভাইজার মোশারফ মুন্সি মুসাকে (৪৫) ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার কালে নড়াইলের নতুন বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। নিহত মুসা সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর এলাকার শামসুর রহমান মুন্সীর ছেলে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, সকাল ৬টার দিকে গাড়ির সুপারভাইজার মুসা নতুন বাস টার্মিনালে বসে ছিলেন। এ সময় কয়েক দুর্বৃত্ত এসে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুসাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম সমকালকে বলেন, ‘নতুন বাস টার্মিনাল এলাকায় একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জেনেছি। তবে তাৎক্ষণিকভাবে কী ঘটনার জেরে তাকে ছুরিকাঘাত করা হয়েছে তা জানা যায়নি।'

ওসি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে মর্গে নেয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত নিবন্ধ