পেশাদার ক্রিকেট ছেড়ে কোচ হয়ে গেছেন মোহাম্মদ আশরাফুল। তবে খেলোয়াড় হিসেবে এখনও কোথাও ডাক পড়লে ছুটে যান। তেমনই তার ডাক পড়েছিল ভারতের অনুষ্ঠিত এশিয়ান লিজেন্ডস টুর্নামেন্টে।

শুধু আশরাফুল নন, বাংলাদেশের আরো বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে গড়ে উঠেছিল বাংলা টাইগার্স নামের একটি দল। যেখানে ইলিয়াস সানী, রুবেল হোসেন, নাজিমউদ্দিন, নাদিফ চৌধুরী, মুক্তার আলীর মতো ক্রিকেটাররাও ছিলেন। তারা উড়ে গিয়েছিলেন ভারতের উদয়পুরে মিরাজ গ্রুপের আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিতে।

কিন্তু মাঠে নামার আগে তারা জানতে পারেন আইসিসি ও বিসিসিআইয়ের অনুমোদন পায়নি এশিয়ান লিজেন্ডস লিগ। তাতেই বিপাকে পড়ে যান তারা। যদিও বিসিবির ভাষ্য, ক্রিকেটারদের আগেই সতর্ক করা হয়েছিল। কিন্তু আয়োজকদের ভুল ব্যাখ্যায় তারা ভারত যেতে বাধ্য হন।

আরো পড়ুন:

শ্রীলঙ্কায় যুবাদের ছয় ওয়ানডে

পাকিস্তানের বিপক্ষে না খেলে, আইপিএল খেলবেন স্যান্টনার-রাচিনরা

এশিয়ান লিজেন্ডস লিগ সম্পর্কে সতর্ক করে ৩ মার্চ বিসিবিকে চিঠি দেয় আইসিসি। যেখানে লিখা হয়, এই লিগ আয়োজন নিয়ে বিসিসিআই তদারকি করছে না এবং আইসিসির স্বীকৃতিও দিচ্ছে না।  বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী জানান, আইসিসির মেইল পাওয়ার পরই ক্রিকেটারদের সতর্ক করা হয়েছিল। অথচ আয়োজকরা ভুল বুঝিয়ে ক্রিকেটারদের খেলার জন্য নিয়ে গেছে।

গতকাল মিরাজ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ইন্ডিয়ান্স রয়েলসের সঙ্গে ম্যাচ ছিল টাইগার্সের। সেই ম্যাচে মাঠে নামেননি আশরাফুল, সানীরা। আজ মঙ্গলবার বিকেলে দিল্লি থেকে রওনা হয়েছেন তারা। কয়েকজন দুয়েকদিন পর ঢাকা ফিরবেন বলে খবর। বিসিবি থেকে অনাপত্তিপত্র ছাড়া ক্রিকেটাররা ভারতের চলে যাওয়ায় প্রবল সমালোচনা হচ্ছে। ক্রিকেটারদের মধ্যে বেশ কয়েকজন বর্তমানে বিসিবির অধীনে চাকরি করছেন। কেউ চুক্তিভুক্ত ক্রিকেটার হিসেবে খেলা চালিয়ে যাচ্ছেন। তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি।

তবে আইসিসির নির্দেশনা থাকলে বিসিবি শাস্তি গ্রহণ করবে বলেই খবর।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আইস স

এছাড়াও পড়ুন:

মানুষ ভাবতেন আমি কেবল চুমু খেতে পারি, অভিনয় নয়: ইমরান হাশমি

অনুরাগ বসু নির্মিত বহুল আলোচিত বলিউড সিনেমা ‘মার্ডার’। মহেশ ভাট প্রযোজিত এ সিনেমা ২০০৪ সালে মুক্তি পায়। এতে জুটি বেঁধে অভিনয় করেন মল্লিকা শেরাওয়াত ও ইমরান হাশমি। সিনেমাটিতে তাদের রোমান্স, ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে হইচই পড়ে গিয়েছিল। মূলত, এরপরই বলিউডে ‘সিরিয়াল কিসার’ হিসেবে পরিচিতি পান ইমরান হাশমি। 

ইমরান হাশমির সঙ্গে ‘সিরিয়াল কিসার’ তকমা এমনভাবে লেগে গিয়েছিল যে মানুষ ভাবতেন, ইমরান হাশমি কেবল চুমুই খেতে পারেন, অভিনয় নয়। রণবীর এলাহাবাদিয়ার পডকাস্টে উপস্থিত হয়ে এমন মন্তব্য করেন ইমরান হাশমি। 

ক্যারিয়ারের শীর্ষ অবস্থানে থাকার সময়ের কথা বর্ণনা করতে গিয়ে ইমরান হাশমি বলেন, “২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছি। যেমন— ‘জান্নাত টু’, ‘রাজ টু’, ‘রাজ থ্রি’, ‘দ্য ডার্টি পিকচার’, ‘মার্ডার টু’। এরপর আমি চলচ্চিত্র সমালোচকদের প্রশংসা পাই।”

আরো পড়ুন:

শ্রীলীলার প্রেমে মজেছেন কার্তিক

সালমানের যত ফ্লপ-ব্লকবাস্টার সিনেমা

সমালোচকদের প্রশংসাসূচক উক্তি উল্লেখ করে ইমরান হাশমি বলেন, “মানুষ ভেবেছিলেন, ইমরান হাশমি পর্দায় শুধু চুমু খেতে পারেন। কিন্তু আসলে সে অভিনয়ও করতে পারেন।’ ‘সাংহাই’ সিনেমা মুক্তির পর আমি সমালোচকদের প্রশংসা পেয়েছি। আমি আমার সেরাটা পেয়েছি। সেই সময়ে আমার ক্যারিয়ার সাফল্যের শীর্ষে ছিল। অভিজ্ঞতা সবসময়ই ভালো; ক্যারিয়ারজুড়ে আমার অভিজ্ঞতা সমৃদ্ধ হয়েছে।”

ইমরান হাশমি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টাইগার থ্রি’। ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির এ সিনেমা ২০২৩ সালের ১২ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায়। এতে আইএসআই-এর প্রাক্তন ডেপুটি ডিরেক্টর জেনারেলের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি।

বর্তমানে ইমরান হাশমির হাতে তেলেগু ভাষার ‘ওজি’ সিনেমার কাজ রয়েছে। সুজিত পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করছেন— পবন কল্যাণ, প্রকাশ রাজ, অর্জুন দাস প্রমুখ। ২৫০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হচ্ছে অ্যাকশনার ঘরানার এই সিনেমা। তা ছাড়াও তেলেগু ভাষার ‘জি-টু’, ‘গ্রাউন্ড জিরো’, ‘আওয়ারাপান টু’ সিনেমার কাজও ইমরান হাশমির হাতে রয়েছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ