সার্ধশত উপলক্ষ্যে মেলবোর্নে দিবারাত্রির টেস্ট
Published: 11th, March 2025 GMT
ক্রিকেটের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী ফরম্যাট টেস্ট ক্রিকেট ১৫০ বছরে পা রাখছে। ক্রিকেট অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেটের এই সার্ধশত উপলক্ষ্যে মেলবোর্নে একটি দিবারাত্রির টেস্ট আয়োজন করবে।
টেস্ট ম্যাচটি হবে ২০২৭ সালের ১১-১৫ মার্চ। মুখোমুখি হবে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা প্রথম দুই দল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
ইতিহাসের প্রথম দ্বিপাক্ষিক স্বীকৃত টেস্ট ম্যাচ হয়েছিল ১৮৭৭ সালে। মেলবোর্নে দিনের আলোয় লাল বলে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের খেলা হয়েছিল।
একশ’ বছর পরে শতবর্ষ উপলক্ষ্যে মেলবোর্নে দিনের আলোয় ১৯৭৭ সালেও অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড টেস্ট খেলেছিল। সার্ধশত পূর্তিতেও মেলবোর্নে ম্যাচ হবে। তবে এবার দিবারাত্রির গোলাপি বলের টেস্টের আয়োজন করা হচ্ছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টোড গ্রিনবার্গ বলেন, ‘টেস্টের ১৫০ বছর পূর্তির আয়োজনটি ক্রিকেটের অন্যতম সেরা একটা ম্যাচ হবে। দিবারাত্রির টেস্টের মাধ্যমে ক্রিকেটের ঐতিহ্য উদযাপন করা ও টেস্ট ক্রিকেটের আধুনিক বিবর্তন স্মরণ করার উপলক্ষ্য হবে।’
দিবারাত্রির টেস্ট হওয়ায় ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ম্যাচটি দর্শকের মনোযোগ কাড়বে বলে মনে করা হচ্ছে। তবে ম্যাচটি পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হবে না। এটি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের বাইরের ম্যাচ হিসেবেই খেলা হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: উপলক ষ য
এছাড়াও পড়ুন:
সব মাদ্রাসায় নববর্ষ উদযাপনের নির্দেশ
দেশের সব মাদ্রাসায় দুই দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
বুধবার (৯ এপ্রিল) এক অফিস আদেশে, চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ এবং আদিবাসী জাতিগোষ্ঠীর নববর্ষ উপলক্ষে সব মাদ্রাসায় নিজস্ব ব্যবস্থাপনা উৎসবমুখর পরিবেশে ও সাড়ম্বরে এ উৎসব পালন করতে বলা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, জাতীয় চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাদ্রাসায় নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও সাড়ম্বরে দুই দিনব্যাপী অনুষ্ঠান উদযাপনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বিষয়টি নিয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার উপপরিচালক মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার বলেন, “শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে একটি নির্দেশনা জারি করে সব মাদ্রাসায় দুই দিনব্যাপী নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠানের মাধ্যমে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপন করতে বলা হয়েছে।”
এর আগে গত ২৩ মার্চ সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা নববর্ষ উদযাপনের সিদ্ধান্ত হয়।
ঢাকা/হাসান/ইভা