গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ১ লাখ টাকা জরিমানা
Published: 11th, March 2025 GMT
গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় অভিযান চালিয়ে ৫টি বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া ২টি স্পটে ৩টি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) এক বার্তায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানায়, সোমবার (১০ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৫টি বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে মোট ১৭টি দ্বিমুখী অবৈধ চুলার সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন হয়েছে। এছাড়া ২টি স্পটে ৩টি রেস্তোরাঁয় অভিযান পরিচালিত হয়েছে। চার ভাই বোন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আল্লাহর দান হোটেল ও মামা ভাগ্নে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সম্পূর্ণ অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে অবৈধ গ্যাস পাইপলাইন বিচ্ছিন্নসহ হাউজলাইন অপসারণ করা হয় ও অবৈধ সরঞ্জামসমূহ জব্দ করা হয়। এ সময় ৭০ ফিট পাইপ লাইন জব্দ এবং মোট ৮টি রাইজারের সংযোগ বন্ধ করা হয়।
আরো পড়ুন:
আমিনবাজার পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা এলাকা
কাশিয়ানীতে ৫ মাসে ২৩ ট্রান্সফরমার চুরি, সেচ ব্যাহত
এছাড়া অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে চার ভাই বোন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা, আল্লাহর দান হোটেলকে ৩০ হাজার টাকা ও মামা ভাগ্নে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকাসহ মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ঢাকা/হাসান/এসবি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর অব ধ গ য স
এছাড়াও পড়ুন:
রূপালী ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা
সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি’র ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ‘ব্যবসায়িক পর্যালোচনা সভা ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তর কর্তৃক আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক শেখ মুনজুর করিম।
এ সময় বিভাগের আওতাধীন ৩ জন জোনাল ম্যানেজার, ৪৭টি শাখা ব্যবস্থাপক এবং ৪টি উপশাখার ইনচার্জ উপস্থিত ছিলেন।
ঢাকা/রাজীব