মঙ্গলবার ও বুধবার রাতের খেলা দিয়ে শেষ হতে যাচ্ছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর মহারণ। এই রাউন্ডের সবচেয়ে বড় ম্যাচটা আজ মঙ্গলবার (১১ মার্চ, ২০২৫) দিবাগত রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে লিভারপুল ও পিএসজির মাঝে।

অন্যদিকে এই ম্যাচের আগে নিজেদের ভাগ্যবান ভাবতেই পারে লিভারপুল। আগের ম্যাচে পার্ক দে প্রিন্সে গিয়ে যে অল রেডরা বড় ব্যবধানে হেরে আসেনি, এটাই বিশ্বয়ের। উল্টো ১-০ ব্যবধানের জয় নিয়ে ফেরা লিভারপুল নিজেদের ভাগ্যবান ভাবতে পারে। অন্যদিকে প্রথম লেগে প্রতিপক্ষের পোস্টে ২৭ শট নিয়েও গোল করতে না পারাটাই হয়ে যেতে পারে পিএসজির কোয়ার্টারে উঠতে না পারার সবচেয়ে বড় কারণ।

এই ম্যাচের আগে অল রেড ম্যানেজার আর্নে স্লট তো বলেই ফেললেন তিনি যত ক্লাবকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন এই মৌসুমে তার মাঝে পিএসজিই সবচেয়ে পরিপূর্ণ।

আরো পড়ুন:

পিএসজি হারল ‘বিশ্ব সেরা’ গোলরক্ষকের বিপক্ষে!

লিভারপুলের মানসিকতার প্রশংসায় স্লট  

স্লট জানান, “হ্যাঁ, আমার এটিই মনে হয় (লিভারপুলকে মৌসুমের সেরা পারফরম্যান্স মেলে ধরতে হবে)। কারণ এই মৌসুমে আমাদের মুখোমুখি হওয়া সবচেয়ে পরিপূর্ণ দল এটিই। অবশ্যই আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির সঙ্গে খেলেছি আমরা। খুব বড় ব্যবধান নেই (পিএসজির সঙ্গে)। তবে পিএসজি যে তীব্রতা দিয়ে খেলে, সঙ্গে তাদের মান তো আছেই। তাদের আছে দারুণ এক ম্যানেজার, যিনি প্রতিটি ফুটবলারের সেরাটা বের করে আনেন।”

আগের ম্যাচে গোলকিপার আলিসন বেকার পিএসজির নিশ্চিত ৯টা গোল বাঁচিয়েছিলেন। অন্যদিকে শেষ দিকে বদলি নামা হার্ভি ইলিয়টের গোলে শেষ পর্যন্ত নাটকীয় জয় পেয়ে যায় লিভারপুলই। অন্যদিকে তারা শেষ ৪ ম্যাচে অপরাজিত।

তবে এতকিছুর পরও অলরেডরা নিজেদের মাঠে খুব একটা স্বস্তিতে নেই। কারণ প্রতিপক্ষ পিএসজির ব্যাকরণে যে রক্ষণাত্বক ফুটবল বলতে কিছুই নেই। আর ব্যবধানটা যেহেতু মাত্র ১ গোলের তাই যে কোন কিছুই হতে পারে অ্যানফিল্ডে।

ফ্রেঞ্চ লিগ ওয়ানে রেনেসের বিপক্ষে ৪-১ গোলের বড় ব্যবধানে জেতে পিএসজি। তবে এরপরও দলে ৮টি পরিবর্তন করার বিলাসিতা দেখাতে পেরেছিলেন দলটির ম্যানেজার লুই এনরিক। তাই এই স্প্যানিশ কোচ ইংলিশ ক্লাবটির বিপক্ষে ক্লান্তিহীন এক একাদশ মাঠে নামাতে পারবেন।

ঘরের মাঠে লিভারপুলের বিপক্ষে হারার আগে পিএসজির টানা ২২ ম্যাচ অপরাজিত ছিল। সুতরাং বুঝায় যাচ্ছে ছন্দে আছে দলটি। সাথে আছে আত্মবিশ্বাস। তাই তো দলটির স্প্যানিশ ম্যানেজার লুই এনরিকে জানান, “যদি আমরা প্রথম লেগের মতো পারফরম্যান্স করতে পারি, তাহলে পরের রাউন্ডে যেতেই পারি। অ্যানফিল্ড খেলার জন্য অবশ্যই কঠিন জায়গা। তবে আমরা আমাদের মতোই খেলব। আগেও এ রকম ব্যবধান আমরা ঘুচিয়েছি এবংন ফিরে এসেছি। আবারও সেই চেষ্টা করার জন্যই সেখানে যাব।”  

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প এসজ চ য ম প য়নস ল গ প এসজ র ব যবধ ন সবচ য়

এছাড়াও পড়ুন:

ক্রিকেটারদের ‘সন্দেহজনক’ পারফরম্যান্স, গুরুতর অভিযোগ পারটেক্স কোচের

এ মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে পারটেক্সের অধিনায়কত্ব করা সাব্বির রহমানকে নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ওদিকে পারটেক্সের ক্রিকেটাররা পারিশ্রমিক না পাওয়ায় বিসিবিতে অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছেন। এসবের মধ্যেই বড় বোমা ফাটিয়েছেন পারটেক্সের কোচ আনোয়ারুল মোস্তাকিম। তাঁর দাবি, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কিছু কিছু খেলোয়াড় এমন নেতিবাচক ক্রিকেট খেলছেন, যা সন্দেহজনক। অনেকেই নাকি তাঁর কাছে সন্দেহ প্রকাশ করেছেন, ‘ম্যাচ ফিক্সিং’ করছেন পারটেক্সের ক্রিকেটাররা।

আনোয়ারুল মোস্তাকিমের অভিযোগ, ‘আমাদের অফিশিয়ালরা ইনস্ট্রাকশন দিয়েছে একরকম। তারা (ক্রিকেটাররা) খেলছে আরেক রকম। আমাদের অফিশিয়ালরা ইনস্ট্রাকশন দিচ্ছে, আমার দল ১০০ রানে অলআউট হয়ে যাক, কিন্তু ইতিবাচক খেলা চাই। কিন্তু ওরা গিয়ে নেগেটিভ ক্রিকেট খেলেছে।’

আবাহনীর বিপক্সে পারটেক্স অধিনায়ক সাব্বির রহমান

সম্পর্কিত নিবন্ধ

  • বার্সেলোনা নয়, মেসি মায়ামিতেই থাকছেন
  • ‘ফুটবল ইশ্বর আমাদের সঙ্গে নেই’- স্পার্স কোচ
  • ওনানার মারাত্মক দুই ভুলে ইউরোপায় ড্র করল ইউনাইটেড
  • আবাহনীর জয়ে উজ্জ্বল অলরাউন্ডার মোসাদ্দেক
  • ক্রিকেটারদের ‘সন্দেহজনক’ পারফরম্যান্স, গুরুতর অভিযোগ পারটেক্স কোচের