“সংসারে বৃদ্ধ মা-বাবা, স্ত্রী-ছেলে মেয়ে রয়েছে। সারা দিন রিকশা চালাই। কোন দিন ৫০০ কোন দিন ৬০০ টাকা কামাই হয়। রিকশা ভাড়া আড়াইশ’ টাকা দিয়ে ইনকাম থাকে আড়াইশ’ থেকে ৩০০ টাকা। তা দিয়ে সংসার চালামু না কি ইফতার করুম? সারা দিন বাইরে বাইরে থ্যাইকা রিকশা চালাই। তাই বাসায় যাইতে পারি না। এইখানে ইফতার করায়, তাই চইল্যা আসি ইফতার করনের লাইগ্যা।”

গোপালগঞ্জে শহরের পৌর পার্কে ইফতার করতে এসে এ কথাগুলোই বলছিলেন রিকশা চালক মো.

রনি গাজী। শুধু তিনিই নন, এমন কথা বলেন ইফতার করতে আসা আরো অনেক রোজাদার।

এক বেলার ইফতার নিয়ে এমন সব মানুষের পাশে এসে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রজ্জ্বলিত গোপালগঞ্জ।’ প্রতিদিন কর্মহীন মানুষের মাঝে ইফতার বিতরণ করছে তারা।

ইফতারে বসেছেন সমাজের নিম্ন আয়ের মানুষেরা

গোপালগঞ্জে শহরের লঞ্চঘাট এলাকার শেখ রাসেল উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, প্রতিদিন দুপুর থেকে ইফতার তৈরির কাজ শুরু করে ‘প্রজ্জ্বলিত গোপালগঞ্জ’ এর একদল সদস্য। এরমধ্যে কেউবা স্কুল আবার কেউ বা পড়ছে কলেজে। এসব সদস্যরা নিজেদের হাত খরচ, পরিবার আর পরিচিতজনদের কাছ থেকে সহযোগিতা নিয়ে প্রতিদিন শতাধিক মানুষের মুখে এক বেলা ইফতার তুলে দিচ্ছেন। এসব ইফতারের মধ্যে কোনদিন রয়েছে মুড়ি-ছোলা-বেগুনি, কোন দিন দই-চিড়া, কোন দিন খিচুড়ি আবার কোনদিন রয়েছে বিরিয়ানী। যেদিন যেমন আর্থিক সাহায্য পান সেই সেইরকমই খাবার তৈরি করেন তারা।

পরে ইফতারের আগে খাবারগুলো নিয়ে আসা হয় গোপালগঞ্জে শহরের পৌর পার্ক চত্ত্বরে। সেখানেই এসব অসহায় ও দিনমজুর মানুষেকে ইফতার করানো হয়।

ইফতার করতে আসা কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামের বাসিন্দা রিকশা চালক আব্দুস সত্তার শেখ বলেন, “প্রতিদিন ৭০০ থেকে ৮০০ টাকা রোজগার করি। রিকশা ভাড়া দিয়ে পরিবারের জন্য ইফতার কিনতে পারি না। এখান থেকে প্রতিদিন ইফতার নিয়ে পরিবারের সদস্যদের নিয়ে ইফতার করছি।”

অপর রিকশা চালক লিটন মোল্লা বলেন, “আগের মত তেমন একটা আয় রোজগার নেই। পরিবারের জন্য ভাল কোন ইফতার কিনতেও পারি না। প্রতিদিন চলতি পথে এনাদের থেকে ইফতার নিয়ে যাই। কোন কোন দিন বাসায় যেতে না পারলে এখানে বসেই ইফতার করি।”

স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রজ্জ্বলিত গোপালগঞ্জ’ এর সদস্য মো. নূর নবী, আসিফ করিম বলেন, “আমরা নিজেদের হাত খরচ, পরিবার ও প্রতিবেশি এবং পরিচিতজনদের কাছ থেকে সাহায্য নিয়ে এসব খাবার বিতরণ করছি। নিজেদের মনের আনন্দ পেতে কষ্ট হলেও কিছুটা করার চেষ্টা করছি। বিত্তবানদের কাছে আমাদের আবেদন তারা যেন এসব অসহায় মানুষদের দিকে একটু সাহায়্যের হাত বাড়িয়ে দেয়।”

খিচুড়ি রান্নায় ব্যস্ত ‘প্রজ্জ্বলিত গোপালগঞ্জ’ - এর সদস্যরা

সংগঠনের অপর সদস্য আহম্মদ আলী থান, শীরিন আক্তার তানহা বলেন, “অনেক দুঃস্থ, অসহায়, গরিব মানুষ আর্থিক সমস্যার কারণে ঠিকমত ইফতার করতে পারছে না। আমরা তাদের কথা বিবেচনা করে নিজেদের সামর্থ্য অনুযায়ী রান্না করা ইফতার বিতরণ করছি। প্রতিদিন শতাধিক মানুষের মাঝে এসব খাবার বিতরণ করে থাকি।”

‘প্রজ্জ্বলিত গোপালগঞ্জ’ - এর যুগ্ম সাধারণ সম্পাদক রেজোয়ান আহমাদ চৌধুরী বলেন, “২০১৭ সাল থেকে আমরা সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছি। প্রতিবারের মত এবারের রোজাদার ও কর্মহীন মানুষের মুখে একবেলা ইফতার তুলে দিতে চেষ্টা করে যাচ্ছি। নিজেদের সামর্থ্য অনুযায়ী রান্না করা ইফতার এসব মানুষেদের হাতে তুলে দিচ্ছি। যাতে তারা অন্তত এক বেলা পেট ভরে খাবার খেতে
পারে।”

তিনি আরো বলেন, “সমাজের বিত্তবানেরও এসব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন। তারা আর্থিক বা বিভিন্ন উপকরণ দিয়ে এসব মানুষের এক বেলার খাবার যোগাতে পারেন। তারপরেও যতটুকু সম্ভব পুরো রমজান মাস ধরে আমাদের এ কার্যক্রম চলবে।”

ঢাকা/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইফত র করত ইফত র ক ত র কর পর ব র এক ব ল র সদস সদস য অসহ য়

এছাড়াও পড়ুন:

নদী গবেষণা ইনস্টিটিউটে নবম গ্রেডে চাকরির সুযোগ

নদী গবেষণা ইনস্টিটিউটে রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশি নাগরিকেরা নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন করতে পারবেন। 

অনলাইন ছাড়া কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর ১৫ এপ্রিল সকাল ১০টা থেকে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২৩ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী কোটা নির্ধারিত হবে। 

নদী গবেষণা ইনস্টিটিউট এ নিয়োগে নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করেছে। নদী গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইটের নোটিশ বোর্ডে আবেদনের বিস্তারিত তথ্য পাওয়া যাবে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি অথবা প্রার্থীর মুঠোফোনে এসএমএসের মাধ্যমে যথাসময়ে জানানো হবে।

পদের বিবরণ ও বিস্তারিত

১. বৈজ্ঞানিক কর্মকর্তা

পদসংখ্যা: ১৫

গ্রেড: নবম

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

আবেদনের বয়স: ৩২ বছর

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে (ক) পুরকৌশল, তড়িৎকৌশল, যন্ত্রকৌশল, পানিসম্পদ কৌশল, কৃষি ইঞ্জিনিয়ারিং, রিভার ইঞ্জিনিয়ারিং, হাইড্রলিকস, হাইড্রলজি, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; অথবা (খ) পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, গণিত, ফলিত গণিত, মৃত্তিকাবিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি বা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।

আবেদন ফি

পরীক্ষার ফি বাবদ ২২৩ টাকা আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে আবেদনকারীদের।

আবেদনের শেষ সময়

আবেদনপত্র জমার শেষ তারিখ ১৫ মে ২০২৫, বিকেল ৫টা।

আবেদনের বিস্তারিত জানতে ও দেখতে এখানে ক্লিক করুন।

সম্পর্কিত নিবন্ধ