আহত হয়েছেন বলিউড অভিনেতা হৃতিক রোশান। ‘ওয়ার টু’ সিনেমার গানের রিহার্সেল করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন এই অভিনেতা। চিকিৎসকরা তাকে ৪ সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। বলিউড হাঙ্গামা এ খবর প্রকাশ করেছে।
একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, “ওয়ার টু’ সিনেমার একটি গানে একসঙ্গে পারফর্ম করবেন জুনিয়র এনটিআর ও হৃতিক রোশান। এ গানের রিহার্সেলের সময়ে পায়ে আঘাত পান হৃতিক।”
বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ তথ্য জানিয়ে সূত্রটি বলেন, “ব্যথা পাওয়ার পর অস্বস্তিবোধ করছিলেন হৃতিক রোশান। পরে চিকিৎসকরা পরীক্ষা করে ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেন। গানটির শুটিংয়ের আগে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।”
আরো পড়ুন:
ভুল বোঝাবুঝি থেকে হৃতিক-সুজানের বিচ্ছেদ: রাকেশ রোশান
‘কহো না পেয়ার হ্যায়’ সিনেমার রজত জয়ন্তী: স্মৃতির ডায়েরি খুললেন হৃতিক
হৃতিক বিশ্রামে থাকায় সিনেমাটিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। তা জানিয়ে সূত্রটি বলেন, “ওয়ার টু’ সিনেমার এই গানের দৃশ্যধারণের কাজ হবে আগামী মে মাসে। সিনেমাটির প্রধান অভিনেতারা তাদের অংশের শুটিং শেষ করেছেন। পোস্ট প্রোডাকশনের কাজ শুরু করেছেন নির্মাতারা। এটি খুবই ছোট ব্যাপার, এতে করে সিনেমাটির প্রচার কিংবা বিপণনে নেতিবাচক কোনো প্রভাব পড়বে না।”
২০১৯ সালে মুক্তি পায় ‘ওয়ার’ সিনেমা। এটি পরিচালনা করেন সিদ্ধার্থ আনন্দ। সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। তারই ধারাবাহিকতায় নির্মিত হচ্ছে সিনেমাটির সিক্যুয়েল। এবার দ্বিতীয় পার্ট পরিচালনা করছেন অয়ন মুখার্জি।
‘ওয়ার টু’ সিনেমায় হৃতিক রোশানের বিপরীতে অভিনয় করছেন কিয়ারা আদভানি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ওসমানী মেডিকেলের বহির্বিভাগে তালা দিয়ে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে বা বহির্বিভাগে তালা দিয়ে বিক্ষোভ করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। এ সময় মারাত্মক দুর্ভোগে পড়েন রোগী ও তাদের স্বজনরা।
সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এই অবস্থা। দাবি মানা না হলে মঙ্গলবার পূর্ণ দিবস কর্মবিরতিরও ঘোষণা দেওয়া হয়। ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধসহ পাঁচ দফা দাবিতে গত কয়েকদিন ধরে কর্মবিরতি ও বিক্ষোভ করছেন ইন্টার্ন চিকিৎসকরা।
ইন্টার্ন চিকিৎসকরা বলেন, ডাক্তার পদবি শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারীদের জন্য সীমিত রাখতে হবে। দেশে প্রচলিত আইন অনুযায়ী এমবিবিএস অথবা বিডিএস ছাড়া কেউ চিকিৎসক পরিচয় দিতে পারবে না। দ্রুত ১০ হাজার চিকিৎসক নিয়োগ এবং বিসিএসের চাকরিতে প্রবেশ বয়সসীমা ৩৪ বছর পর্যন্ত বাড়ানো, মানহীন বেসরকারি মেডিকেল কলেজগুলো বন্ধ, বিএমডিসি চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের রায় বিলম্ব না করার দাবি জানানো হয়।
ইন্টার্ন চিকিৎসকরা বলেন, সকাল সাড়ে ১১টা থেকে থেকে দুপুর ২টা পর্যন্ত হাসপাতালের আউটডোরে তালা দিয়ে বিক্ষোভ করা হয়েছে। এ সময় দুর্ভোগ পোহাতে হয় রোগী ও তাদের স্বজনকে।
এ ব্যাপারে সিওমেকহা ইন্টার্ন চিকিৎসক সমন্বয় কমিটির সমন্বয়ক ডা. ইমদাদ হাসান বলেন, আমরা দাবি জানিয়ে আসছি। দাবি না মানলে আগামীকাল মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হবে। তিনি তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
এদিকে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে দুপুরে বিক্ষোভে অংশ নেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মিড লেভেলের চিকিৎসকরা।