তিনি ফিরলেন, এক ম্যাচ খেললেন, আবার অবসরে গেলেন
Published: 11th, March 2025 GMT
সামনেই পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ। সেই টুর্নামেন্টের জন্য দল গড়তে লাহোর রিজওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজন করেছে ট্রায়াল ম্যাচ। এমনই এক ম্যাচে দেখা গেল পাকিস্তান জাতীয় দলের সাবেক এক ক্রিকেটারকে। সেই ক্রিকেটার যিনি কিনা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর তো নিয়েছেনই, ২০২৩ সালের পর কোনো স্বীকৃত ক্রিকেটও খেলেননি! ছিলেন পাকিস্তান দলের প্রধান নির্বাচকও।
সেই ক্রিকেটারের নাম ওয়াহাব রিয়াজ। আলিগড় গ্রাউন্ডে লাহোর গ্রিনসের হয়ে মাঠে নেমে ব্যাট-বলে দ্যুতিও ছড়িয়েছেন এই ফাস্ট বোলার। ৩ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন, ব্যাট হাতে ৩ ছক্কায় করেছেন ৩১ রান। তবে কি ৩৯ বছর বয়সী ওয়াহাব রিয়াজ আবারও পেশাদার ক্রিকেটে ফিরছেন, পাকিস্তানের ক্রিকেট মহলে গুঞ্জরিত হলো এই প্রশ্নে।
তবে ওয়াহাবের এভাবে ফিরে আসাটা ভালো চোখে দেখেননি অনেকেই। ঘরোয়া ক্রিকেটে তরুণদের জায়গা কেন নেবেন সাবেক খেলোয়াড়েরা, এই প্রশ্ন তুলে সমালোচনা কম হয়নি।
পাকিস্তানের হয়ে ২৭টি টেস্ট, ৯১টি ওয়ানডে ও ৩৬টি টি–টোয়েন্টি খেলেছেন ওয়াহাব রিয়াজ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ঈদ উপলক্ষে সরকারি কর্মকর্তা–কর্মচারীরা চলতি মাসের বেতন–ভাতা পাবেন ২৩ মার্চ
ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা–কর্মচারীরা চলতি মাসের বেতন–ভাতা ২৩ মার্চ পাবেন। অবসরপ্রাপ্ত পেনশনাররাও একই দিনে তাঁদের অবসরের ভাতা পাবেন।
আজ রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ–সংক্রান্ত চিঠি হিসাব মহানিয়ন্ত্রক, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স ও অতিরিক্ত মহাপরিচালককে (অর্থ) পাঠানো হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট সব সংস্থা ও দপ্তরেও পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, ২০২৫ সালের সরকারি বর্ষপঞ্জি অনুযায়ী, ৩১ মার্চ (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে বিধায় সরকার এ সিদ্ধান্ত গ্রহণ করেছে যে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী (গেজেটেড ও নন–গেজেটেড), সামরিক (কমিশন্ড ও নন–কমিশন্ড) কর্মকর্তাদের ২০২৫ সালের মার্চ মাসের বেতন–ভাতা ২৩ মার্চ দেওয়া হবে। একই দিনে অবসরপ্রাপ্ত পেনশনাররাও তাঁদের অবসরের ভাতা পাবেন।
বাংলাদেশ ট্রেজারি রুলসের অধীনে প্রণীত সাবসিডিয়ারি রুলস ১১৩ (২) ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে। অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবদুল গফুর এই আদেশে সই করেন।