সামনেই পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ। সেই টুর্নামেন্টের জন্য দল গড়তে লাহোর রিজওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজন করেছে ট্রায়াল ম্যাচ। এমনই এক ম্যাচে দেখা গেল পাকিস্তান জাতীয় দলের সাবেক এক ক্রিকেটারকে। সেই ক্রিকেটার যিনি কিনা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর তো নিয়েছেনই, ২০২৩ সালের পর কোনো স্বীকৃত ক্রিকেটও খেলেননি! ছিলেন পাকিস্তান দলের প্রধান নির্বাচকও।

সেই ক্রিকেটারের নাম ওয়াহাব রিয়াজ। আলিগড় গ্রাউন্ডে লাহোর গ্রিনসের হয়ে মাঠে নেমে ব্যাট-বলে দ্যুতিও ছড়িয়েছেন এই ফাস্ট বোলার। ৩ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন, ব্যাট হাতে ৩ ছক্কায় করেছেন ৩১ রান। তবে কি ৩৯ বছর বয়সী ওয়াহাব রিয়াজ আবারও পেশাদার ক্রিকেটে ফিরছেন, পাকিস্তানের ক্রিকেট মহলে গুঞ্জরিত হলো এই প্রশ্নে।

তবে ওয়াহাবের এভাবে ফিরে আসাটা ভালো চোখে দেখেননি অনেকেই। ঘরোয়া ক্রিকেটে তরুণদের জায়গা কেন নেবেন সাবেক খেলোয়াড়েরা, এই প্রশ্ন তুলে সমালোচনা কম হয়নি।

পাকিস্তানের হয়ে ২৭টি টেস্ট, ৯১টি ওয়ানডে ও ৩৬টি টি–টোয়েন্টি খেলেছেন ওয়াহাব রিয়াজ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পোল্যান্ডের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি ময়নুল ইসলাম

সদ্য সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামকে পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত করেছে সরকার। ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনীর ভঙ্গুর অবস্থার মধ্যে তাঁকে আইজিপির দায়িত্ব দেওয়া হয়েছিল।

আজ বৃহস্পতিবার তাঁকে পোল্যান্ডের রাষ্ট্রদূত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগের দিন গতকাল বুধবার সরকারি চাকরি থেকে তিনি স্বাভাবিক অবসরোত্তর ছুটিতে (এলপিআর) যান। এখন তাঁর অবসরোত্তর ছুটি স্থগিত করে পরবর্তী দুই বছরের জন্য তাঁকে রাষ্ট্রদূত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিত করে, অন্য সব পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করার শর্তে ১০ এপ্রিল থেকে দুই বছরের জন্য ময়নুল ইসলামকে পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ৭ আগস্ট দ্বাদশ বিসিএস ব্যাচের কর্মকর্তা ময়নুল ইসলামকে আইজিপির দায়িত্ব দেওয়া হয়। ভেঙে পড়া পুলিশি ব্যবস্থার মধ্যে সাড়ে তিন মাস আইজিপির দায়িত্ব পালন করেন তিনি। আইজিপি হওয়ার আগে এই কর্মকর্তা ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট ছিলেন।

এরপর ২০ নভেম্বর অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বাহারুল আলমকে ময়নুল ইসলামের স্থলাভিষিক্ত করে আইজিপি হিসেবে নিয়োগ দেয় সরকার। ২৬ নভেম্বর রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য ময়নুল ইসলামের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। তবে সে সময় তাঁকে কোনো দূতাবাসে পাঠানো হয়নি। সরকারি চাকরিবিধি অনুযায়ী ৯ এপ্রিল তিনি অবসরে যান।

সম্পর্কিত নিবন্ধ

  • বিএমডিএর ৩ প্রকৌশলীকে অবসর-বরখাস্তের আদেশ স্থগিত
  • পোল্যান্ডের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি ময়নুল ইসলাম