টুঙ্গিপাড়ায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা
Published: 11th, March 2025 GMT
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীকে তথ্য দিয়ে আসামি ধরিয়ে দেওয়ার সন্দেহে দৈনিক প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধি রকিবুল ইসলাম আফ্রিদিকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।
টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়ন পরিষদ এলাকায় সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় হামলার ঘটনাটি ঘটে। টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরদেশ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত সাংবাদিক রকিবুল ইসলাম আফ্রিদি জানান, বেশ কয়েক দিন আগে টুঙ্গিপাড়ায় সেনাবাহিনী অভিযান চালিয়ে মন্টু মুন্সীসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। আজ জামিনে এসে সাংবাদিক রকিবুল ইসলামকে দেখে তথ্য দিয়ে ধরিয়ে দেওয়ার সন্দেহে মন্টু মুন্সীসহ আসামিরা তার উপর হামলা চালায়। এসময় রকিবুল ইসলামকে পিটিয়ে আহত করে তারা।
পরে বাসায় গেলে মন্টু মুন্সীর নেতৃত্বে হামলা চালিয়ে আবারো পিটিয়ে আহত করে। পরে ৯৯৯ ফোন করলে পুলিশ ও খবর শুনে সহকর্মীরা গিয়ে রকিবুল ইসলামকে উদ্ধার করে।
পরে তাকে মারাত্মক আহতাবস্থায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় সাংবাদিকরা তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম জানান, ঘটনার খবর শুনে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো.
ঢাকা/বাদল/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর ফুটপাতে, মেকানিক নিহত
কিশোরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টর ফুটপাতে উঠে যায়। এসময় গাড়িটির নিচে চাপা পড়ে মারা গেছেন নারায়ণ চন্দ্র বিশ্বাস (৫৮) নামে এক মোটরসাইকেল মেকানিক।
মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শহরের গাইটাল পেট্রোল পাম্প এলাকায় ঘটনাটি ঘটে। কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন এতথ্য জানান।
মারা যাওয়া নারায়ণ চন্দ্র বিশ্বাস (৫৮) সদর উপজেলার কাতিয়ারচর এলাকার মৃত গোপাল চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি মোটরসাইকেল মেকানিকের কাজ করতেন।
আরো পড়ুন:
রাজশাহীতে ৩ মোটরসাইকেল চালক নিহত
দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত
কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, “মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি সংলগ্ন লক্ষী নারায়ণ এন্টারপ্রাইজ দোকানের সামনের ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন নারায়ণ চন্দ্র বিশ্বাস। এ সময় ইট বোঝাই একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ফুটপাতে উঠে নারায়ণ চন্দ্র বিশ্বাসকে চাপা দেয়। এলাকাবাসী গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নারায়ণ চন্দ্র বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।”
তিনি আরো বলেন, “ঘটনার পর ট্রাক্টর রেখে পালিয়ে যান চালক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ঢাকা/রুমন/মাসুদ