বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘‘যার মধ্যেই হাসিনার চরিত্র ফুটে উঠবে, যাদের মধ্যে ফ্যাসিজম তৈরি হবে, আমরা তাদের বিরুদ্ধে।’’ 

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে রাজশাহী কলেজের রজনীকান্ত সেন মঞ্চে ছাত্রশিবিরের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ১১ মার্চ ছাত্রশিবিরের শহীদ দিবস উপলক্ষে রাজশাহী মহানগর ছাত্রশিবির এ আলোচনাসভা ও পবিত্র কুরআন বিতরণের আয়োজন করে।

অনুষ্ঠান শেষে ২৫০ জন ছাত্র-ছাত্রীর মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়।

সভায় জাহিদুল ইসলাম বলেন, ‘‘শহীদ সাব্বির, শহীদ আইয়ুব—তাদের অপরাধ কী ছিল? তারা ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং সমাজের ছাত্রদের সৎ পথে চলার আহ্বান জানিয়েছিলেন। তাদের এই আহ্বানে ছাত্রসমাজ সাড়া দিতে শুরু করলে, সমাজ ও ক্যাম্পাসে অন্যদের অপকর্ম বাধাগ্রস্ত হয়। আর এটিই তাদের বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছিল।’’

তিনি বলেন, ‘‘অতীত ও বর্তমান নিয়ে পড়ে থাকলে ভবিষ্যৎ গড়া সম্ভব নয়। অতীতেও আমাদের নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করা হয়েছে, এখনো করা হয়। ১৯৮২ সালে যখন আমাদের ভাইদের হত্যা করা হয়েছিল, তখন অনেকে ভেবেছিল ছাত্রশিবির শেষ হয়ে গেছে, ইসলামী আন্দোলন নিঃশেষ হয়ে যাবে কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন।’’

তিনি আরো বলেন, ‘‘শাহবাগ আন্দোলনের সময়ও তারা মনে করেছিল, বাংলাদেশ তাদের দখলে চলে গেছে, ন্যায়ের পক্ষে কথা বলার মতো কেউ থাকবে না। কিন্তু সময় প্রমাণ করেছে, মানুষ এখনো আছে, ২০২৪ সালে তরুণ প্রজন্ম সেটাই দেখিয়ে দিয়েছে।’’

আগামী দিনে বাংলাদেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘শুধুমাত্র ন্যায়বিচার প্রতিষ্ঠা করলেই শহীদ আলী রায়হান, আবু সাঈদ, শান্ত ও মুগ্ধদের আত্মা শান্তি পাবে।’’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি শামীম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য ও ডেভেলপমেন্ট সম্পাদক নাহিদুল ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ হোসাইন আহমেদ মেহেদী। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি ইমরান নাজির।

ঢাকা/কেয়া/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসল ম

এছাড়াও পড়ুন:

নদী গবেষণা ইনস্টিটিউটে নবম গ্রেডে চাকরির সুযোগ

নদী গবেষণা ইনস্টিটিউটে রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশি নাগরিকেরা নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন করতে পারবেন। 

অনলাইন ছাড়া কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর ১৫ এপ্রিল সকাল ১০টা থেকে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২৩ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী কোটা নির্ধারিত হবে। 

নদী গবেষণা ইনস্টিটিউট এ নিয়োগে নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করেছে। নদী গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইটের নোটিশ বোর্ডে আবেদনের বিস্তারিত তথ্য পাওয়া যাবে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি অথবা প্রার্থীর মুঠোফোনে এসএমএসের মাধ্যমে যথাসময়ে জানানো হবে।

পদের বিবরণ ও বিস্তারিত

১. বৈজ্ঞানিক কর্মকর্তা

পদসংখ্যা: ১৫

গ্রেড: নবম

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

আবেদনের বয়স: ৩২ বছর

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে (ক) পুরকৌশল, তড়িৎকৌশল, যন্ত্রকৌশল, পানিসম্পদ কৌশল, কৃষি ইঞ্জিনিয়ারিং, রিভার ইঞ্জিনিয়ারিং, হাইড্রলিকস, হাইড্রলজি, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; অথবা (খ) পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, গণিত, ফলিত গণিত, মৃত্তিকাবিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি বা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।

আবেদন ফি

পরীক্ষার ফি বাবদ ২২৩ টাকা আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে আবেদনকারীদের।

আবেদনের শেষ সময়

আবেদনপত্র জমার শেষ তারিখ ১৫ মে ২০২৫, বিকেল ৫টা।

আবেদনের বিস্তারিত জানতে ও দেখতে এখানে ক্লিক করুন।

সম্পর্কিত নিবন্ধ