হাসিনার চরিত্র ফুটে উঠলে আমরা তাদের বিরুদ্ধে: শিবির সভাপতি
Published: 11th, March 2025 GMT
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘‘যার মধ্যেই হাসিনার চরিত্র ফুটে উঠবে, যাদের মধ্যে ফ্যাসিজম তৈরি হবে, আমরা তাদের বিরুদ্ধে।’’
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে রাজশাহী কলেজের রজনীকান্ত সেন মঞ্চে ছাত্রশিবিরের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ১১ মার্চ ছাত্রশিবিরের শহীদ দিবস উপলক্ষে রাজশাহী মহানগর ছাত্রশিবির এ আলোচনাসভা ও পবিত্র কুরআন বিতরণের আয়োজন করে।
অনুষ্ঠান শেষে ২৫০ জন ছাত্র-ছাত্রীর মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়।
সভায় জাহিদুল ইসলাম বলেন, ‘‘শহীদ সাব্বির, শহীদ আইয়ুব—তাদের অপরাধ কী ছিল? তারা ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং সমাজের ছাত্রদের সৎ পথে চলার আহ্বান জানিয়েছিলেন। তাদের এই আহ্বানে ছাত্রসমাজ সাড়া দিতে শুরু করলে, সমাজ ও ক্যাম্পাসে অন্যদের অপকর্ম বাধাগ্রস্ত হয়। আর এটিই তাদের বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছিল।’’
তিনি বলেন, ‘‘অতীত ও বর্তমান নিয়ে পড়ে থাকলে ভবিষ্যৎ গড়া সম্ভব নয়। অতীতেও আমাদের নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করা হয়েছে, এখনো করা হয়। ১৯৮২ সালে যখন আমাদের ভাইদের হত্যা করা হয়েছিল, তখন অনেকে ভেবেছিল ছাত্রশিবির শেষ হয়ে গেছে, ইসলামী আন্দোলন নিঃশেষ হয়ে যাবে কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন।’’
তিনি আরো বলেন, ‘‘শাহবাগ আন্দোলনের সময়ও তারা মনে করেছিল, বাংলাদেশ তাদের দখলে চলে গেছে, ন্যায়ের পক্ষে কথা বলার মতো কেউ থাকবে না। কিন্তু সময় প্রমাণ করেছে, মানুষ এখনো আছে, ২০২৪ সালে তরুণ প্রজন্ম সেটাই দেখিয়ে দিয়েছে।’’
আগামী দিনে বাংলাদেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘শুধুমাত্র ন্যায়বিচার প্রতিষ্ঠা করলেই শহীদ আলী রায়হান, আবু সাঈদ, শান্ত ও মুগ্ধদের আত্মা শান্তি পাবে।’’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি শামীম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য ও ডেভেলপমেন্ট সম্পাদক নাহিদুল ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ হোসাইন আহমেদ মেহেদী। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি ইমরান নাজির।
ঢাকা/কেয়া/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর ফুটপাতে, মেকানিক নিহত
কিশোরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টর ফুটপাতে উঠে যায়। এসময় গাড়িটির নিচে চাপা পড়ে মারা গেছেন নারায়ণ চন্দ্র বিশ্বাস (৫৮) নামে এক মোটরসাইকেল মেকানিক।
মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শহরের গাইটাল পেট্রোল পাম্প এলাকায় ঘটনাটি ঘটে। কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন এতথ্য জানান।
মারা যাওয়া নারায়ণ চন্দ্র বিশ্বাস (৫৮) সদর উপজেলার কাতিয়ারচর এলাকার মৃত গোপাল চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি মোটরসাইকেল মেকানিকের কাজ করতেন।
আরো পড়ুন:
রাজশাহীতে ৩ মোটরসাইকেল চালক নিহত
দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত
কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, “মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি সংলগ্ন লক্ষী নারায়ণ এন্টারপ্রাইজ দোকানের সামনের ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন নারায়ণ চন্দ্র বিশ্বাস। এ সময় ইট বোঝাই একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ফুটপাতে উঠে নারায়ণ চন্দ্র বিশ্বাসকে চাপা দেয়। এলাকাবাসী গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নারায়ণ চন্দ্র বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।”
তিনি আরো বলেন, “ঘটনার পর ট্রাক্টর রেখে পালিয়ে যান চালক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ঢাকা/রুমন/মাসুদ