সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে গঠিত ‘সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলে’ আইনজীবী প্রতিনিধি রাখার দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এজন্য এ সংক্রান্ত অধ্যাদেশ সংশোধন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও বার কাউন্সিলের প্রতিনিধি রাখার দাবি জানিয়েছে সংগঠনটি। 

মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। 

সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি এএম মাহবুব উদ্দিন খোকন বলেন, বিচারক নিয়োগের আইন করার যখন প্রস্তুতি চলছিল, তখনই আইনজীবীদের পক্ষ থেকে প্রস্তাব রাখা হয়েছিল। কিন্তু হঠাৎ করে গত ২১ জানুয়ারি যে আইনটা (অধ্যাদেশ) করা হয়েছে, সেটা ত্রুটিপূর্ণ হয়েছে। আমরা আশা করেছিলাম যে একটি বৈষম্যবিরোধী আইন করা হবে। কিন্তু বৈষম্যমূলক আইন হয়েছে। (হাইকোর্টে) শেষ নিয়োগে দেখা গেছে অনেকেই কোর্টে আসেননি বা ১২/১৪ বছরে তেমন মামলাও করেননি; বিচারপতি হয়ে গেছেন। এটা কাম্য নয়।’

তিনি আরও বলেন, ‘আমরা বলেছিলাম যে- সুপ্রিম কোর্ট বার বা বার কাউন্সিলকে যদি ইনভলভ করা হয়, তাহলে আমরা দেখাতে পারব যে- সে আসলে প্র্যাকটিস করে কি না; এবং সেটাই আলোচনায় এসেছিল।’

আরও পড়ুন: প্রধান বিচারপতিকে কাউন্সিলের নেতৃত্বে রাখা নিয়ে প্রশ্ন

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মাহবুব উদ্দিন খোকন আরও বলেন, বিচারকরাও (অধস্তন আদালতের) একটা দাবি জানিয়েছিলেন প্রধান বিচারপতি বরাবর। তারা ৭০ শতাংশ পদ দাবি করেন। তারা দাবি কীভাবে জানাবেন? সিবিএ নাকি তারা? তারা প্রজাতন্ত্রের কর্মচারী; আমরা সেটার প্রতিবাদ করেছি। তারা এটা করতে পারেন না। কিন্তু আইন করার সময় দেখা গেল- ঠিকই তাদের বক্তব্যই সঠিক হলো। অথচ আইনজীবীদের কোনো প্রতিনিধি রাখা হয়নি। পাশাপাশি বিচারকদের একজন প্রতিনিধি আছেন, তিনি বিচারক থেকে নিয়োজিত হাইকোর্ট বিভাগের কর্মে প্রবীণতম বিচারক। তিনি এ সময় আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারক স্বল্পতার প্রসঙ্গ টেনে দ্রুত বিচারক নিয়োগেরও দাবি জানিয়েছেন। 

সংবাদ সম্মেলনে সমিতির কার্যনিবার্হী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আইনজ ব

এছাড়াও পড়ুন:

আরেকজনকে হত্যা করতে গিয়ে আইনজীবীকে খুন, পাঁচজন কারাগারে

ছবি: সংগৃহীত

সম্পর্কিত নিবন্ধ

  • ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ: যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
  • ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভের কারণে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
  • চট্টগ্রামে মনোনয়ন ফরম নিতে পারেননি আওয়ামীপন্থী আইনজীবীরা
  • চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলায় ১১ আসামির জামিন নামঞ্জুর
  • আরেকজনকে হত্যা করতে গিয়ে আইনজীবীকে খুন, পাঁচজন কারাগারে
  • ভুল টার্গেটে খুন হন আইনজীবী সুজন: পুলিশ
  • ভুল টার্গেটে খুন আইনজীবী সুজন, গ্রেপ্তার ৫
  • সেনাবাহিনীর জন্য আলোচনার দরজা কখনো বন্ধ হয়নি: ইমরান খান
  • আদালতে নিজ আইনজীবীর ওপরে ক্ষোভ ঝাড়লেন হাজী সেলিম 
  • কাঠগড়ায় মেজাজ হারিয়ে চিৎকার-চেঁচামেচি হাজি সেলিমের, অন্যরা হতবাক