দেশের বাজারে ৫ হাজার ৮০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসহ ৪৫ ওয়াটের সুপারভুক চার্জিং প্রযুক্তির নতুন স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে অপো। ‘অপো এ৫ প্রো’ মডেলের ফোনটিতে সুপারভুক চার্জিং প্রযুক্তি থাকায় ৭৬ মিনিটের মধ্যে শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ করা যায়। ফলে ফোনের চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না। গত রোববার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এক অনুষ্ঠানে ফোনটি প্রদর্শন করা হয়। ফোনটির দাম ধরা হয়েছে ২৩ হাজার ৯৯০ টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অপো বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাবল–টেম্পার্ড গ্লাস ও ওয়াটারপ্রুফ প্রযুক্তি থাকায় ফোনটি হাত থেকে পড়ে গেলে বা পানিতে ভিজলে নষ্ট হয় না, ধুলাও জমে না। এ ছাড়া এআই ইরেজার, এআই রিফ্লেকশন রিমুভার, এআই আনব্লার, এআই ক্লিয়ারিটি এনহেনসার ও এআই স্টুডিও–সুবিধা থাকায় সহজেই ছবিতে থাকা অবাঞ্ছিত অংশ মুছে ফেলার পাশাপাশি ভালো মানের ছবি সম্পাদনা করা সম্ভব।

আরও পড়ুনস্মার্টফোনের ব্যাটারির চার্জ বেশিক্ষণ ধরে রাখবেন যেভাবে১১ জুন ২০২৪

৬.

৬৭ ইঞ্চি পর্দার ফোনটিতে স্ন্যাপড্রাগনের শক্তিশালী প্রসেসর থাকায় একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায়। ফোনটির পর্দার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ফোনটির পেছনে ৫০ ও ২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা রয়েছে। সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ফলে সহজেই ভালো মানের ছবি তোলার পাশাপাশি ভিডিও করা যায়। ৮ গিগাবাইট র‍্যামযুক্ত ফোনটির ধারণক্ষমতা ১২৮ গিগাবাইট। আগামী বৃহস্পতিবার থেকে বাজারে পাওয়া যাবে স্মার্টফোনটি।

আরও পড়ুনস্মার্টফোনের ব্যাটারির কার্যকারিতা কমে যাওয়ার ৪ কারণ২৫ এপ্রিল ২০২৩

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

চবিতে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্মরণ চত্বর থেকে শুরু হয়ে জারুল তলায় এসে এ শোভাযাত্রা শেষ হয়।

নববর্ষ উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, আমন্ত্রিত ব্যান্ড দল ‘সরলা’ এর পরিবেশনা, পুতুল নাচ, নাগরদোলা, বলি খেলা, বউচি খেলা এবং  কাবাডি খেলা।

আরো পড়ুন:

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে চবিতে বিক্ষোভ

দেশের প্রথম জাহাজ নিয়ন্ত্রণ অফিস ‘দেয়াঙ কেল্লা’

নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, “পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। তবে এ উৎসব ঘিরে যাতে কোনো সাংস্কৃতিক বিকৃতি না ঘটে, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। আজকের বৈশাখের দিনে আমাদের উজ্জীবিত হতে হবে নিজস্ব সংস্কৃতির উন্নয়নে। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমাদের সংস্কৃতিবানদের কাছে এমনটা দেখতে পাচ্ছি না। এদিনে শুধু একটিই গান শুনি- ‘এসো হে বৈশাখ’। কেনো বৈশাখের উপরে কি দশবিশটা গান থাকতে পারে না?”

তিনি আরো বলেন, “নিজস্ব সংস্কৃতির চেতনায় যদি আমরা উদ্বুদ্ধ হতে চাই, নিজস্ব শেকড়ের গান রচনা করতে হবে। বৈশাখের চেতনা হচ্ছে- অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, সুস্থতার লালন করা।”

ঢাকা/মিজান/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ