উত্তরা ব্যাংকের প্রবেশনারি অফিসার পদের ফল প্রকাশ, নিয়োগ পাচ্ছেন ১৫০ জন
Published: 11th, March 2025 GMT
বেসরকারি বাণিজ্যিক ব্যাংক উত্তরা ব্যাংক পিএলসির ‘প্রবেশনারি অফিসার’ পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট ১৫০ জনকে এ পদে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে। উত্তরা ব্যাংকের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তরা ব্যাংকে প্রবেশনারি অফিসার পদে মোট ১৫০ জনকে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। নির্বাচিত প্রার্থীদের বর্তমান ও স্থায়ী ঠিকানায় ইতিমধ্যে নিয়োগপত্র পাঠানো হয়েছে।
নির্বাচিত প্রার্থীদের আগামী ৮ এপ্রিল দুপুর ১২টার মধ্যে পারসোনেল ডিপার্টমেন্ট, মানবসম্পদ বিভাগ, উত্তরা ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়, ৪৭, শহীদ বীর উত্তম আশফাকুস সামাদ সড়ক, (সাবেক ৯০, মতিঝিল বা/এ), ঢাকা-১০০০ ঠিকানায় যোগদানের জন্য রিপোর্ট করার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যথায় নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
যদি কেউ নিয়োগপত্র সময়মতো হাতে না পান, তাহলে আবেদনকারীকে নিয়োগপত্রের ডুপ্লিকেট কপির জন্য আগামী ৬ এপ্রিল অফিস সময়ের মধ্যে পারসোনেল ডিপার্টমেন্ট, মানবসম্পদ বিভাগের সঙ্গে যোগাযোগ করতে হবে।
নির্বাচিত প্রার্থীদের তালিকা এই লিংকে দেখা যাবে।
আরও পড়ুনখাদ্য অধিদপ্তরে বিশাল নিয়োগ, ১৩ থেকে ১৯তম গ্রেডে পদ ১৭৯১৩ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নদী গবেষণা ইনস্টিটিউটে নবম গ্রেডে চাকরির সুযোগ
নদী গবেষণা ইনস্টিটিউটে রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশি নাগরিকেরা নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন করতে পারবেন।
অনলাইন ছাড়া কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর ১৫ এপ্রিল সকাল ১০টা থেকে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২৩ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী কোটা নির্ধারিত হবে।
নদী গবেষণা ইনস্টিটিউট এ নিয়োগে নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করেছে। নদী গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইটের নোটিশ বোর্ডে আবেদনের বিস্তারিত তথ্য পাওয়া যাবে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি অথবা প্রার্থীর মুঠোফোনে এসএমএসের মাধ্যমে যথাসময়ে জানানো হবে।
পদের বিবরণ ও বিস্তারিত
১. বৈজ্ঞানিক কর্মকর্তা
পদসংখ্যা: ১৫
গ্রেড: নবম
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
আবেদনের বয়স: ৩২ বছর
আবেদনে শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে (ক) পুরকৌশল, তড়িৎকৌশল, যন্ত্রকৌশল, পানিসম্পদ কৌশল, কৃষি ইঞ্জিনিয়ারিং, রিভার ইঞ্জিনিয়ারিং, হাইড্রলিকস, হাইড্রলজি, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; অথবা (খ) পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, গণিত, ফলিত গণিত, মৃত্তিকাবিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি বা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।
আবেদন ফি
পরীক্ষার ফি বাবদ ২২৩ টাকা আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে আবেদনকারীদের।
আবেদনের শেষ সময়
আবেদনপত্র জমার শেষ তারিখ ১৫ মে ২০২৫, বিকেল ৫টা।
আবেদনের বিস্তারিত জানতে ও দেখতে এখানে ক্লিক করুন।