বেসরকারি বাণিজ্যিক ব্যাংক উত্তরা ব্যাংক পিএলসির ‘প্রবেশনারি অফিসার’ পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট ১৫০ জনকে এ পদে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে। উত্তরা ব্যাংকের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তরা ব্যাংকে প্রবেশনারি অফিসার পদে মোট ১৫০ জনকে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। নির্বাচিত প্রার্থীদের বর্তমান ও স্থায়ী ঠিকানায় ইতিমধ্যে নিয়োগপত্র পাঠানো হয়েছে।

নির্বাচিত প্রার্থীদের আগামী ৮ এপ্রিল দুপুর ১২টার মধ্যে পারসোনেল ডিপার্টমেন্ট, মানবসম্পদ বিভাগ, উত্তরা ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়, ৪৭, শহীদ বীর উত্তম আশফাকুস সামাদ সড়ক, (সাবেক ৯০, মতিঝিল বা/এ), ঢাকা-১০০০ ঠিকানায় যোগদানের জন্য রিপোর্ট করার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যথায় নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

যদি কেউ নিয়োগপত্র সময়মতো হাতে না পান, তাহলে আবেদনকারীকে নিয়োগপত্রের ডুপ্লিকেট কপির জন্য আগামী ৬ এপ্রিল অফিস সময়ের মধ্যে পারসোনেল ডিপার্টমেন্ট, মানবসম্পদ বিভাগের সঙ্গে যোগাযোগ করতে হবে।

নির্বাচিত প্রার্থীদের তালিকা এই লিংকে দেখা যাবে।

আরও পড়ুনখাদ্য অধিদপ্তরে বিশাল নিয়োগ, ১৩ থেকে ১৯তম গ্রেডে পদ ১৭৯১৩ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য গপত র

এছাড়াও পড়ুন:

‘গ্রিন এইচআর প্রফেশনালস বাংলাদেশের’ ইফতার ও দোয়া মাহফিল

মানবসম্পদ পেশাজীবীদের সংগঠন ‘গ্রিন এইচআর প্রফেশনালস বাংলাদেশ’-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের মানবসম্পদ বিশেষজ্ঞ, কর্পোরেট ব্যক্তিত্ব ও অন্যান্য পেশাজীবীরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রিন এইচআর প্রফেশনালস বাংলাদেশের সভাপতি রওশন আলী বুলবুল। প্রধান অতিথি ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইজিংবিডি ডটকম-এর প্রকাশক এস এম জাহিদ হাসান ও গ্রোথ এক্সিকিউশন-এর সিইও মোস্তফা কামাল।

বক্তারা মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণ, গবেষণা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এইচআর পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি দেশের কর্পোরেট খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের এইচআর বিশেষজ্ঞ ও গ্রিন এইচআর প্রফেশনালস বাংলাদেশের সদস্যরা অংশ নেন।

শেষে দোয়া অনুষ্ঠিত হয়, যেখানে দেশ ও জাতির কল্যাণ এবং মানবসম্পদ খাতের উন্নতির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

ঢাকা/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ

  • ‘গ্রিন এইচআর প্রফেশনালস বাংলাদেশের’ ইফতার ও দোয়া মাহফিল