ঢাকার রাশিয়ান হাউজে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
Published: 11th, March 2025 GMT
উৎসব আয়োজনের মধ্য দিয়ে ঢাকার রাশিয়ান হাউজে উদযাপন করা হয় আন্তর্জাতিক নারী দিবস।
ঢাকা রুশ ভবনে সোভিয়েত বা রুশ প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনের সাথে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে গত ৬ মার্চ এক আনন্দঘন সন্ধ্যার আয়োজন করা হয়। উষ্ণ পরিবেশে ১০০-র বেশি অতিথি একত্রিত হয়ে এই বসন্ত উৎসবে নারীদের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে বিশেষভাবে ৫০ জন নারীকে ঢাকাস্থ রাশিয়ান হাউজের পক্ষ থেকে স্মরণীয় ক্রেস্ট এবং ফুল উপহার হিসেবে প্রদান করা হয়, যা ভালোবাসা, শ্রদ্ধা ও সংস্কৃতি এবং শিক্ষার বিকাশে তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ দেওয়া হয়েছে।
আরো পড়ুন:
রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা ইউক্রেনের
কুরস্কে আরো ৩ এলাকা পুনরুদ্ধারের দাবি রাশিয়ার
এ বছর এই অনুষ্ঠান পবিত্র রমজান মাসে হওয়ায় ঢাকার রাশিয়ান হাউজ একটি সম্মিলিত ইফতারের আয়োজন করে।ধর্ম নির্বিশেষে অতিথিরা ঐতিহ্যবাহী খাবার উপভোগ করেন। যা ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধার চেতনাকে আরো সুদৃঢ় করে।
অনুষ্ঠানটি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনার মাধ্যমে অব্যাহত থাকে, যেখানে নতুন সাংস্কৃতিক উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়। যা শিক্ষা, শিল্প এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বাংলাদেশ ও রাশিয়াকে আরো ঘনিষ্ঠভাবে সংযুক্ত করবে বলে আশা করা হয়।
ঢাকা/হাসান/এসবি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পঞ্চম শ্রেণি-বাংলা : ‘এই দেশ এই মানুষ’ প্রবন্ধের বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪. সঠিক বহুনির্বাচনিতে টিক চিহ্ন দাও।
১. মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব কয়টি?
ক. একটি খ. দুটি
গ. তিনটি ঘ. চারটি
২. রাজবংশীদের বসবাস কোন জেলায়?
ক. রাজশাহীতে খ. পাবনায়
গ. জামালপুরে ঘ. কুমিল্লায়
৩. সাংগ্রাই ও বিজু কাদের উৎসব?
ক. চাকমা ও গারো খ. রাখাইন ও চাকমা
গ. গারো ও রাখাইন ঘ. মুরং ও গারো
৪. বাংলাদেশের মানুষের জনজীবন কেমন?
ক. খুব সাধারণ খ. ভারি বৈচিত্র্যময়
গ. সাধারণ ঘ. কঠিন
৫. হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব কোনটি?
ক. লক্ষীপূজা খ. বৌদ্ধ পূর্ণিমা
. দূর্গাপূজা ঘ. রথ উৎসব
৬. দেশটা আমাদের কাছে কিসের মতো?
ক. বন্ধুর মতো খ. প্রকৃতির মতো
গ. মায়ের মতো ঘ. মাটির মতো
৭. দেশ আমাদের কী দিয়ে বাঁচিয়ে রেখেছে?
ক. আলো ও বাতাস খ. বাতাস ও পানি
গ. পানি ও আলো ঘ. আলো, বাতাস ও সম্পদ
৮. বৌদ্বদের সবচেয়ে বড় উৎসব কোনটি?
ক.দূর্গাপুজা খ. বৌদ্ধপূর্ণিমা
গ. ইস্টারসানডে ঘ. লক্ষীপূজা
৯. বাংলাদেশের কোনটি ভারি বৈচিত্রময়?
ক. প্রকৃতি খ. জীবন
গ. আবহাওয়া ঘ. প্রকৃতি ও জনজীবন
১০. ইস্টার সানডে ও বড়দিন উৎসব কারা পালন করে থাকে?
ক. চাকমারা খ. হিন্দুরা
গ. বৌদ্ধরা ঘ. খ্রিষ্টানরা
উত্তর : ১. খ ২.গ ৩. খ ৪. খ ৫. গ ৬. গ ৭. ঘ ৮.খ ৯.ঘ ১০.ঘ
৫. নিচের অনুচ্ছেদ অবলম্বনে ৩টি প্রশ্ন তৈরি করি।
দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র—এই সব। দেশ হলো মায়ের মতো। মা যেমন আমাদের স্নেহ-মমতা, ভালোবাসা দিয়ে আগলে রাখেন, দেশও তেমনই আমাদের বাঁচিয়ে রেখেছে। এ দেশকে আমাদের ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন।
উত্তর
অনুচ্ছেদ অবলম্বনে ৩টি প্রশ্ন দেওয়া হলো—
১. ‘দেশ’ মানে কী?
২. কেন দেশকে ভালোবাসতে হবে ?
৩. আমাদের জীবন কীভাবে সার্থক হয়ে উঠবে?
৬. বিপরিত শব্দ জেনে বাক্য তৈরি করি।
বাঙালি– অবাঙালি, বন্ধু–শত্রু, দেশ– বিদেশ, সার্থকতা–ব্যর্থতা
উত্তর
ক. আমাদের বাংলাদেশের বাইরেও অনেক—— আছে।
খ. আমরা সবাই পরস্পরের——।
গ. —— হলো মায়ের মতো।
ঘ. আমাদের— — যে আমরা এদেশে জন্মেছি।
৭. নিচের বাক্য পড়ে পদ বের করি।
মনির খুব ভালো ছেলে। রবিন তার বন্ধু। মনির ও রবিন একত্রে মাঠে খেলে।
উত্তর
এখানে—
মনির, রবিন—বিশেষ্য পদ
খুব ভালো—বিশেষণ পদ
তার—সর্বনাম পদ
ও—অব্যয় পদ
খেলে—ক্রিয়া পদ।
লেখক: খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা