আফগানিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
Published: 11th, March 2025 GMT
তালেবানশাসিত আফগানিস্তান ক্রিকেট দলের সদস্যপদ স্থগিত করতে আইসিসিকে আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান হিউম্যান রাইটস ওয়াচ। আইসিসির কাছে পাঠানো ই–মেইল বার্তায় নির্বাসিত আফগানিস্তান নারী ক্রিকেট দলকে স্বীকৃতি দেওয়ার আহ্বানও জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে মেয়েদের অনুশীলন ও খেলার অনুমতি এবং আইসিসির পূর্ণাঙ্গ অর্থনৈতিক সহায়তাও চাওয়া হয়েছে।
আফগানিস্তান ক্রিকেট দলের আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণের বিষয়ে নিষেধাজ্ঞা চেয়ে চিঠিটি পাঠানো হয়েছে সরাসরি আইসিসি সভাপতি জয় শাহকে উদ্দেশ্য করে। গত ৩ ফেব্রুয়ারি চিঠিটি পাঠানো হলেও সেটি প্রকাশ্যে এসেছে ৭ মার্চ। যেখানে বিষয় হিসেবে লেখা হয়েছে : ‘আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে স্থগিত করা এবং মানবাধিকার নীতি বাস্তবায়ন।’
হিউম্যান রাইটস ওয়াচ মূলত স্বাধীন, আন্তর্জাতিক, বেসরকারি সংস্থা, যারা গবেষণার পাশাপাশি বিশ্বব্যাপী সরকারি এবং বেসরকারি পর্যায়ে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সহায়তা প্রধান করে থাকে।
আইসিসিকে পাঠানো ই–মেইল বার্তায় সংস্থাটি লিখেছে, ‘আমরা এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) তালেবানশাসিত আফগানিস্তানের আইসিসি সদস্যপদ স্থগিত করার এবং দেশটির আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ নিষিদ্ধ অনুরোধ জানাচ্ছি। যত দিন পর্যন্ত নারী এবং মেয়েরা আবারও শিক্ষা এবং খেলাধুলায় অংশগ্রহণ করতে পারছে না, তত দিন পর্যন্ত এই পন্থা অবলম্বন করা হোক। পাশাপাশি আইসিসিকে আমরা জাতিসংঘের ব্যবসা এবং মানবাধিকার নির্দেশনা নীতিমালা মেনে মানবাধিকার নীতি বাস্তবায়নেরও আহ্বান জানাচ্ছি।’
আরও পড়ুনম্যাচটি দেশ ছেড়ে পালানো আফগান নারী ক্রিকেটারদের অধিকার আদায়ের২৯ জানুয়ারি ২০২৫চিঠিতে নারী ক্রিকেটের উন্নতির ব্যাপারে আইসিসির প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়ে আফগানিস্তানের নারীদের প্রতি কী ধরনের বৈষম্য করা হচ্ছে, তা–ও উল্লেখ করা হয়, ‘২০২১ সালের আগস্টে আবারও ক্ষমতা গ্রহণের পর তালেবানরা মেয়েদের ওপর নিয়মনীতির দীর্ঘ এক তালিকা চাপিয়ে দিয়েছে, যা নারী ও মেয়েদের তাদের মৌলিক অধিকারের চর্চা থেকে বিরত রেখেছে। যেখানে মতপ্রকাশ ও চলাফেরার স্বাধীনতা, অনেক ধরনের চাকরিতে নিষেধাজ্ঞা ও ৬ষ্ঠ শ্রেণির ওপরে না পড়ানোর মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে। এগুলো তাদের জীবন, জীবিকা, আশ্রয়, স্বাস্থ্যসেবা, খাদ্য, পানীয়সহ কার্যত সব অধিকারকে ক্ষতিগ্রস্ত করছে।’
এই ই–মেইল বার্তায় আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসির বৈষম্যবিরোধী নীতির কথাও মনে করিয়ে দেওয়া হয়। যে নীতি অনুসারে ক্রিকেট যে জায়গাতেই খেলা হোক, সব ধরনের মানুষের তা উপভোগের অধিকার রয়েছে। অর্থাৎ লিঙ্গ, বৈবাহিক অবস্থা কিংবা মাতৃত্বকালীন অবস্থাতেও কোনো ধরনের ভয়ভীতি ছাড়া ক্রিকেট উপভোগ করতে পারবে।
পেশাদার ক্রিকেটে ফিরে চায় আফগানিস্তান নারী ক্রিকেট দল.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আফগ ন স ত ন আইস স র ধরন র গ রহণ
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৬ এপ্রিল ২০২৫)
আইপিএল, পিএসএল ও ইংলিশ প্রিমিয়ার লিগে আছে একটি করে ম্যাচ। উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ দুটি কোয়ার্টার ফাইনাল আজ।আইপিএল
দিল্লি ক্যাপিটালস–রাজস্থান রয়্যালস
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
ইসলামাবাদ ইউনাইটেড–মুলতান সুলতানস
রাত ৯টা, নাগরিক টিভি ও পিটিভি স্পোর্টস
নিউক্যাসল–ক্রিস্টাল প্যালেস
রাত ১২–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
রিয়াল মাদ্রিদ–আর্সেনাল
রাত ১টা, সনি স্পোর্টস টেন ২
ইন্টার মিলান-বায়ার্ন মিউনিখ
রাত ১টা, সনি স্পোর্টস টেন ১