আগামী এপ্রিল মাসে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ইতোমধ্যেই সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে।

আগামী ২৪ এপ্রিল প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু দুই দলের মধ্যকার এই সিরিজ। এরপর শুরু হবে ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৬ এপ্রিল। দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে ২৮ এপ্রিল, তৃতীয় ম্যাচ ১ মে। সিরিজের বাকি তিনটি ম্যাচ যথাক্রমে ৩, ৬ ও ৮ মে অনুষ্ঠিত হবে।

প্রস্তুতি ম্যাচসহ সবগুলো ম্যাচই আয়োজিত হবে হাম্বানটোটায়। তবে এখনো প্রতিটি ম্যাচের নির্দিষ্ট শুরুর সময় জানানো হয়নি।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

অটোভ্যানে ট্রাকের ধাক্কা, মা-মেয়ে নিহত

বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানে থাকা মা-মেয়ে নিহত হয়েছেন। বুধবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলার বেড়াগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ছাতুয়াপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকের স্ত্রী রোকসানা পারভীন এবং তাদের তিন বছর বয়সী মেয়ে রাহিয়া। 

এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাক আটক করে আগুন লাগিয়ে দেয়। তবে পালিয়ে যাওয়ায় ট্রাকে থাকা কাউকে আটক করা যায়নি। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।   

তিনি জানান, রোকসানা তাঁর তিন বছর বয়সী মেয়ে রাহিয়াকে নিয়ে জিয়ানগরের জলংগি গ্রামে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে কাহালুতে বাড়িতে ফেরার জন্য অটোভ্যানে রওনা হন। পথে বেড়াগ্রাম এলাকায় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই রাহিয়া মারা যায়। গুরুতর আহত অবস্থায় রোকসানা পারভীনকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকে আগুন লাগিয়ে দেয়। তবে পালিয়ে যাওয়ায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

সম্পর্কিত নিবন্ধ