রংপুরের প্রাইভেট মেডিকেল কলেজের শিক্ষার্থী, ইন্টার্ন ও মধ্যম পর্যায়ের চিকিৎসকরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের চলমান আমলাতান্ত্রিক জটিলতার প্রতিবাদ এবং পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছেন। 

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে নগরীর সুমি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে তারা স্বাস্থ্য খাতে বিদ্যমান অসঙ্গতি দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে বক্তারা ম্যাটস চিকিৎসকদের ‘ডাক্তার’ পদবি ব্যবহারের বিষয়ে তীব্র আপত্তি জানান। পাশাপাশি, রেজিস্ট্রেশনপ্রাপ্ত চিকিৎসক ব্যতীত অন্য কেউ স্বাধীনভাবে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না মর্মে সরকারের পক্ষ থেকে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি তোলেন।

আরো পড়ুন:

নড়াইলে ‘বিনা লাভের দোকান’ চালু করেছে শিক্ষার্থীরা

পদ্মায় গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

পাঁচ দফা দাবির মধ্যে আরো ছিল- শূন্য পদে পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ, চিকিৎসকদের বিসিএস পরীক্ষার বয়সসীমা ৩৪ বছরে উন্নীতকরণ, চিকিৎসকদের জন্য বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন, স্বাস্থ্য খাতের দুর্নীতি ও প্রশাসনিক জটিলতা দূর করা এবং ইন্টার্ন চিকিৎসকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা.

নাফিস হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন- একই মেডিকেল কলেজের শিক্ষার্থী ফয়সাল, নাঈমসহ অন্যান্য ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা।

ঢাকা/আমিরুল/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম ড ক ল কল জ চ ক ৎসকদ র ইন ট র ন চ ক ৎসক

এছাড়াও পড়ুন:

লক্ষ্মীপুরে রাস্তার পাশে পাওয়া গেল নবজাতক, হাসপাতালে ভর্তি

লক্ষ্মীপুরে রাস্তার পাশে পড়ে থাকা নবজাতককে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণে রয়েছে শিশুটি।

শুক্রবার (১১ এপ্রিল) রাতে জেলা শহরে মিয়া রাস্তার মাথা এলাকার লক্ষ্মীপুর-রামগতি সড়কের পাশ থেকে পুলিশ শিশুটিকে উদ্ধার করে। 

এর আগে, শিশুটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। এসময় নবজাতককে দেখতে আশপাশের মানুষজন ভিড় জমায় ঘটনাস্থলে। পরে রাতেই পুলিশ শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা হাসপাতালে যান শিশুটির খোঁজ নিতে। এ সময় তার সঙ্গে ছিলেন- সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. শরীফ হোসেন।

আরো পড়ুন:

রামেক হাসপাতালে চিকিৎসাধীন কয়েদির মৃত্যু

ছেলে সন্তানের জন্ম দিল ‘ধর্ষণের শিকার’ কিশোরী

মিয়া রাস্তা এলাকার বাসিন্দা কামাল মাঝি বলেন, “অন্ধকার থেকে হঠাৎ শিশুর কান্না ভেসে আসে। প্রথমে চমকে উঠি। পরে শিশুটিকে কোলে নেই। শিশুটিকে দেখতে মানুষজনও জড়ো হতে থাকে। পরে পুলিশের কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়। কে বা কারা শিশুটিকে ফেলে গেছে তা কেউই দেখেননি।”

সদর হাসপাতালের চিকিৎসক কমলা শীষ রায় বলেন, “শিশুটিকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। শিশু বিশেষজ্ঞ চিকিৎসকরা এসে তাকে দেখবেন। তারা শিশুটির শারীরিক অবস্থা সম্পর্কে আরো ভালো বলতে পারবেন।”

লক্ষ্মীপুর সদর উপজেলার ইউএনও জামসেদ আলম রানা বলেন, “শিশুটিকে দেখতে হাসপাতালে গিয়েছি। চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে। সরকারি দায়িত্বে সে হাসপাতালে ভর্তি রয়েছে। তার পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। পরিচয় না মিললে আমরা চট্টগ্রাম শিশু নিবাসে তাকে হস্তান্তর করব। কেউ যদি শিশুটিতে নিতে চান, তাহলে আদালতের মাধ্যমে দেওয়া হবে।”

ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স: মারধরের প্রতিবাদে দ্বিতীয় দিনে চলছে চিকিৎসকদের কর্মবিরতি
  • ভোলা জেনারেল হাসপাতাল: হামলা ও হুমকির প্রতিবাদে চিকিৎসক ও নার্সদের কর্মবিরতি
  • লক্ষ্মীপুরে রাস্তার পাশে পাওয়া গেল নবজাতক, হাসপাতালে ভর্তি