মেহেরপুরে গাংনী উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের এক প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। ঘুষের টাকা নিয়ে তাঁর সঙ্গে এক ঠিকাদারের বাগ্‌বিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।  

অভিযুক্ত ব্যক্তির নাম শহিদুল ইসলাম। তিনি গাংনী উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত।

২ মিনিট ১০ সেকেন্ডের ওই ভিডিও একটি অনলাইন পোর্টালের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। ভিডিওটিতে এম এ মান্নান নামের ওই ঠিকাদারের সঙ্গে উপসহকারী প্রকৌশলী শহিদুল ইসলামকে তাঁর কার্যালয়ে কথা বলতে শোনা যায়। শহিদুলের উদ্দেশে মান্নান বলেন, ‘১ পার্সেন্ট কীভাবে নেবেন আপনি?’ জবাবে শহিদুল বলেন, ‘তর্ক করেন না তো।’ মান্নান আবার বলেন, ‘না, না তর্ক করা না তো। আপনি সাইটে গেলেও ২–৩ হাজার করে নেবেন এক দিনে। আবার এদিকে ট্যাকা ১ পার্সেন্ট করেও নেবেন। হেই আমি কীভাবে দেব?’ এ সময় শহিদুলকে বলতে শোনা যায়, ‘চেঁচাচ্ছেন কেন?’

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, গাংনীর রায়পুর ইউনিয়নের শালদহ গ্রাম্য বাজার থেকে কৃষিমাঠ পর্যন্ত ৬৯৩ মিটার পাকা সড়ক তৈরির কাজ পেয়েছেন মেহেরপুর পৌর শহরের বাসিন্দা কাজী শাহিন বিশ্বাস। তবে কাজটি করছেন গাংনী উপজেলার এম এ মান্নান। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬৪ লাখ টাকা। ২০২৪ সালের অক্টোবরে শুরু হয়ে চলতি বছরের জুলাইয়ে শেষ হওয়ার কথা।

খোঁজ নিয়ে জানা যায়, গত রোববার উপসহকারী প্রকৌশলী শহিদুল ইসলামের কার্যালয়ের যান ঠিকাদার এম এ মান্নান। তখন তাঁদের মধ্যে এসব কথোপকথন হয়। ওই কার্যালয়ের দুজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, চলমান উন্নয়ন প্রকল্পগুলোর ওয়ার্ক অর্ডারের ভিত্তিতে প্রতি প্রকল্প থেকে ১ শতাংশ হারে ঘুষ দাবি করেন উপসহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম। কিছু প্রকল্পে তিনি চাহিদামতো ঘুষের টাকা পাননি। এ জন্য তিনি আরও বেশি টাকা দাবি করেন। এতে ক্ষুব্ধ হন ঠিকাদার এম এ মান্নান। একপর্যায়ে তাঁদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।

ঠিকাদার এম এ মান্নান অভিযোগ করেন, প্রকৌশলী শহিদুল নিয়মিতভাবে ঘুষ আদায়ে চাপ দেন। চলমান কাজ পরিদর্শনের সময় প্রতিদিন ৩-৫ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে কাজের বিভিন্ন অজুহাতে প্রতিবন্ধকতা তৈরির পাশাপাশি অসৌজন্যমূলক আচরণ করেন। অনেক সময় বাধ্য হয়ে টাকা দিতে হয়, না হলে কাজ আটকে যায়।

এসব অভিযোগ অস্বীকার করেছেন উপসহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম। তিনি বলেন, ‘ঠিকাদার এম এ মান্নান একটি কাজের বিল উত্তোলনের জন্য কয়েক দিন ধরে চাপ দিচ্ছিলেন। কাজ শেষ না করে বিল দিলে ঝামেলায় পড়তে হবে, এ কারণে তাঁকে কাজ শেষ করার তাগিদ দেওয়া হয়েছিল। তিনি একজনকে সঙ্গে এনে ভিডিও ধারণ করে নিয়ে গেছেন। সেখানে তিনি একাই কথা বলছেন। আমাকে হেয় করার জন্য ভিডিওটি ফেসবুকে ছেড়ে দেওয়া হয়েছে।’

ঘুষের টাকার লেনদেনের বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা হবে বলে জানিয়েছেন গাংনী উপজেলা এলজিইডি প্রকৌশলী ফয়সাল হোসেন। মেহেরপুর এলজিইডির প্রধান প্রকৌশলী আবদুর রশিদ মিয়া বলেন, ‘সরকারি কর্মকর্তাদের ঘুষ নেওয়ার সুযোগ নেই। যদি কেউ ঘুষ নেন, তাহলে তাঁর বিরুদ্ধে সরকারি নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ঠ ক দ র এম এ ম ন ন ন উপসহক র প রকল প উপজ ল

এছাড়াও পড়ুন:

ট্রাম্পের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আসছেন বুধবার, গুরুত্ব পাবে গণতান্ত্রিক উত্তরণ, শুল্ক ও মিয়ানমার পরিস্থিতি

যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী তিন দিনের সফরে আগামী বুধবার ভোরে ঢাকায় আসছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রথম প্রতিনিধিদলের এই সফরে বাংলাদেশে সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, রোহিঙ্গা সংকটে সহায়তা এবং মিয়ানমারের পরিস্থিতিসহ ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও ওয়াশিংটনে নিয়োজিত বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার প্রথমে ঢাকায় পৌঁছাবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। পরে আরেকটি ফ্লাইটে আসবেন যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। বাংলাদেশে অ্যান্ড্রু হেরাপের সফরসঙ্গী হিসেবে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনের যোগ দেওয়ার কথা রয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী সফরের প্রথম দিনের শুরুতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। এরপর তাঁরা পর্যায়ক্রমে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। আগামী বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানসহ সরকারের জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী।

# গণতান্ত্রিক উত্তরণ, শুল্ক ও মিয়ানমার পরিস্থিতি গুরুত্ব পাবে
# বুধবার পৃথক ফ্লাইটে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন প্রথম আলোকে বলেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটি হতে যাচ্ছে দেশটির উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধিদলের প্রথম বাংলাদেশ সফর। ফলে দুই দেশের সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হবে। প্রাসঙ্গিকভাবে ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের বিষয়টি আলোচনায় আসতে পারে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ সফরের সময় নিকোল চুলিক অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে সংস্কারপ্রক্রিয়া বিশেষ করে গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে আলোচনা করবেন। চলমান সংস্কার নিয়ে সরকারের সঙ্গে আলোচনার সময় যুক্তরাষ্ট্র কীভাবে সহযোগিতা করতে পারে, তা জানতে চাইবেন। তিনি বিএনপি, জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করতে পারেন।

অন্যদিকে অ্যান্ড্রু হেরাপের সফরে মিয়ানমার ও রোহিঙ্গা পরিস্থিতি গুরুত্ব পাবে। মিয়ানমারের কিছু এলাকা ছাড়া দেশটির বাকি অংশে জান্তা সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। মিয়ানমার মাদক চোরাচালান, অবৈধ অস্ত্র, বিভিন্ন দেশের নাগরিকদের অপহরণ করে আটকে রাখা, নারী ও শিশুসহ মানব পাচারের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে। এর সঙ্গে রোহিঙ্গা পরিস্থিতি তো রয়েছেই। ফলে অ্যান্ড্রু হেরাপের ঢাকা সফরে পুরো পরিস্থিতিই আলোচনায় আসবে।

সম্পর্কিত নিবন্ধ

  • ট্রাম্পের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আসছেন বুধবার
  • ট্রাম্পের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আসছেন বুধবার, গুরুত্ব পাবে গণতান্ত্রিক উত্তরণ, শুল্ক ও মিয়ানমার পরিস্থিতি