শিক্ষকদের জ্যেষ্ঠতার দ্বন্দ্বে বন ও পরিবেশবিজ্ঞান বিভাগের প্রধান হলেন সহ–উপাচার্য
Published: 11th, March 2025 GMT
বিভাগীয় প্রধানের দায়িত্বকে সামনে রেখে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিজ্ঞান বিভাগের দুই শিক্ষকের মধ্যে জ্যেষ্ঠতার দ্বন্দ্ব তৈরি হয়েছে। এমন অবস্থায় বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির সহ–উপাচার্য মো. সাজেদুল করিম।
বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ রেদোয়ান ও অধ্যাপক স্বপন কুমার সরকারের মধ্যে জ্যেষ্ঠতার এই দ্বন্দ্ব তৈরি হয়েছে।
বিভাগ সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব শেষ করেন অধ্যাপক রোমেল আহমেদ। নতুন বিভাগীয় প্রধান হিসেবে জ্যেষ্ঠতার ভিত্তিতে পরবর্তী সময়ে একজন দায়িত্ব পাওয়ার কথা থাকলেও আরেক শিক্ষকের জ্যেষ্ঠতার জটিলতার কারণে তা সম্ভব হয়নি। এতে বিভাগীয় কার্যক্রমেও ব্যাঘাত ঘটার শঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে উপাচার্যের নির্দেশে ১ মার্চ থেকে বিভাগীয় প্রধানের দায়িত্ব পেয়েছেন সহ–উপাচার্য মো.
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতির বর্তমান নিয়মানুযায়ী, যেসব শিক্ষক অধ্যাপকের দ্বিতীয় গ্রেডের যোগ্যতা পূরণের পর যথাসময়ে আবেদন করবেন, তাঁরা প্রাপ্যতার দিন থেকে দ্বিতীয় গ্রেডের জ্যেষ্ঠতা ও আর্থিক সুবিধা প্রাপ্য হবেন। দেরি করে আবেদনকারী শিক্ষকদের দ্বিতীয় গ্রেডের জ্যেষ্ঠতা ও আর্থিক সুবিধা সিন্ডিকেটের পরদিন থেকে কার্যকর হবে। গত বছরের ৬ জুন ২৩২তম সিন্ডিকেটে নিয়মটি পাস হয়।
খোঁজ নিয়ে জানা যায়, বিভাগে যোগদানের দিক থেকে জ্যেষ্ঠ শিক্ষক হলেন মোহাম্মদ রেদোয়ান। তবে যোগ্যতা অর্জন করে সঠিক সময়ে দ্বিতীয় গ্রেডে আবেদন না করায় তাঁর জ্যেষ্ঠতা নির্ধারণের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ তুলেছেন তিনি। গত বছরের ১২ ডিসেম্বর ২৩৩তম সিন্ডিকেটে মোহাম্মদ রেদোয়ান ও অধ্যাপক স্বপন কুমার সরকারের দ্বিতীয় গ্রেডে পদোন্নতির সিদ্ধান্ত হয়। এর মধ্যে স্বপন কুমার সরকার দ্বিতীয় গ্রেডে যোগ্যতা অর্জনের যথাসময়ে আবেদন করায় যোগ্যতা অর্জনের দিন থেকে তাঁর জ্যেষ্ঠতা নির্ধারণ করা হয়।
অন্যদিকে নিয়মানুযায়ী সিন্ডিকেটের পরদিন থেকে মোহাম্মদ রেদোয়ানের দ্বিতীয় গ্রেডে পদোন্নতি হওয়ার কথা। কিন্তু এর আগে গত বছরের ২০ নভেম্বর তিনি কর্তৃপক্ষ বরাবর বৈষম্যের কথা উল্লেখ করে চিঠি দেওয়ায় তাঁর পদোন্নতির চিঠি আপাতত স্থগিত আছে। মোহাম্মদ রেদোয়ানের আবেদনের কারণে ২৩৩তম সিন্ডিকেটেই তাঁর ‘দ্বিতীয় গ্রেড প্রাপ্তির তারিখ সংশোধনসংক্রান্ত সুপারিশ’ প্রদানের জন্য একটি কমিটি গঠন করে কর্তৃপক্ষ। কমিটিতে সহ–উপাচার্য মো. সাজেদুল করিমকে সভাপতি করা হয়। পরবর্তী সময়ে এ কমিটির কাজের কোনো অগ্রগতি না দেখে ১৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আরেকটি চিঠি দেন মোহাম্মদ রেদোয়ান।
মোহাম্মদ রেদোয়ান অভিযোগ করেন, ‘দ্বিতীয় গ্রেডের যোগ্যতা অর্জনের পর আমি গত বছরের ২১ মার্চ পদোন্নতির জন্য আবেদন করি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য কয়েকজনের সলাপরামর্শে আমার জ্যেষ্ঠতা আটকানোর জন্য গত বছরের ৬ জুন ২৩২তম সিন্ডিকেটে দ্বিতীয় গ্রেড দেননি। আমাকে দ্বিতীয় গ্রেডে পদোন্নতি না দিতে ওই সিন্ডিকেটে একটি কালো আইন করে রেখে যান। কিন্তু আগে এ আইন ছিল না। এ জন্য জুলাই গণ–অভ্যুত্থান–পরবর্তী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমার সঙ্গে করা পদোন্নতি নিয়ে বৈষম্যের কথা অবহিত করি।’
বিভাগীয় প্রধানের পদকে সামনে রেখে জ্যেষ্ঠতার দ্বন্দ্বের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক স্বপন কুমার সরকার বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে যেহেতু সহ–উপাচার্য মহোদয় দায়িত্ব নিয়েছেন এবং নিয়মের ভেতর দিয়ে যে সমাধান দরকার, বিশ্ববিদ্যালয় সেটা করবে। আমি এটাকে সানন্দেচিত্তে বরণ করি, যা হবে বিভাগের ভালোর জন্যই হবে। এসব ছোটখাটো বিষয় নিয়ে আন্দোলন করার কিছু নেই।’
এ বিষয়ে সহ–উপাচার্য মো. সাজেদুল করিম বলেন, অধ্যাপক মোহাম্মদ রেদোয়ানের পদোন্নতির বিষয়টি তদন্ত করে তাঁর জ্যেষ্ঠতার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম হ ম মদ র দ য় ন স জ দ ল কর ম গত বছর র দ বন দ ব য গ যত র জন য
এছাড়াও পড়ুন:
পহেলা বৈশাখে হতে পারে বৃষ্টি, কমবে তাপমাত্রা
বৈশাখ শুরুর সপ্তাহখানেক আগে থেকেই তাপপ্রবাহ বিরাজ করছিল দেশের কয়েকটি অঞ্চলে। গত দুই দিনে এ তাপপ্রবাহ প্রশমিত হয়েছে। বৃষ্টি হয়েছে রাজধানীসহ অনেক জায়গায়। এবার আগামী পাঁচ দিন টানা বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
এই পাঁচ দিন বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেয়ে তাপমাত্রা কমে যেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। ফলে, দুই দিন পর পহেলা বৈশাখেও বৃষ্টি হতে পারে।
শনিবার (১২ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাস থেকে এসব তথ্য জানা গেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও ঢাকা বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামীকাল রোববার (১৩ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আগামী সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আগামী মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আগামী বুধবার (১৬ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আগামী পাঁচ দিনে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
ঢাকা/হাসান/রফিক