১৫০তম বছর পূর্তির অ্যাশেজ হবে পিংক বলে
Published: 11th, March 2025 GMT
টেস্ট ক্রিকেটে পিংক বলে সবচেয়ে বেশি খেলে অস্ট্রেলিয়া। দিবা-রাত্রির টেস্টে সফলতাও বেশি অজিদের। অস্ট্রেলিয়া এবার ক্রিকেট ভক্তদের জন্য নিয়ে আসছে একটা চমক। টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে এই দুই দল যে একটা টেস্ট খেলবে বলে ঠিক করে রেখেছিল, সেটা হতে যাচ্ছে পিংক বলে।
১৮৭৭ সালের ১৫ মার্চ যাত্রা শুরু হয়েছিল টেস্ট ক্রিকেটের। এই ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ক্রিকেটের জনক ইংল্যান্ড। টেস্ট ক্রিকেট সিরিজের ১৫০তম বছরের পূর্তি উপলক্ষে দুই দেশের ক্রিকেট বোর্ডই ২০২৭ সালের মার্চে একটা টেস্ট খেলতে রাজি হয়।
আর বড় খবর হচ্ছে এই ম্যাচটা অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ন স্টেডিয়ামের একটি মেলবর্নে। মার্চ ১১-১৫ তারিখে অনুষ্ঠিতব্য এই ম্যাচে বেশি দর্শক টানার জন্য টেস্টটি হবে দিবা-রাত্রির।
আরো পড়ুন:
দুই বছরের জন্য আইপিএল থেকে নিষিদ্ধ হওয়ার পথে ব্রুক
২১ নভেম্বর পার্থে শুরু অ্যাশেজ, ব্রিসবেনে দিবারাত্রি টেস্ট
ঐতিহাসিক ১৮৭৭ সালের প্রথম টেস্ট ও ১৯৭৭ সালের শততম বছর উপলক্ষে আয়োজিত সেন্টেনারি টেস্ট হয়েছিল লাল বলে। মজার বিষয় হচ্ছে ওই দুটি ম্যাচের ফলাফল একই ছিল। অস্ট্রেলিয়া ৪৫ রানে জয়ী হয়েছিল। পিংক বলে ভিন্ন ভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৫০তম বছর পূর্তি উপলক্ষে আয়োজিত টেস্টটি। তবে প্রথম আর সেন্টেনারি ম্যাচে হারার পর ওই আসন্ন ম্যাচটিতে ইংল্যান্ড জিতবে কিনা সেই উত্তর সময়ের হাতে তোলা থাক।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উপলক ষ হয় ছ ল
এছাড়াও পড়ুন:
রমজান উপলক্ষে ভাড়ায় ছাড় দিচ্ছেন কুড়িগ্রামের অটোরিকশাচালক সাইদুল
পবিত্র রমজান মাস উপলক্ষে যাত্রীদের জন্য নির্ধারিত ভাড়া থেকে ৫ থেকে ১০ টাকা কম নিচ্ছেন অটোরিকশাচালক সাইদুল ইসলাম। রোজার মাসে তাঁর এমন ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করছেন সবাই।
সাইদুল ইসলাম কুড়িগ্রামের উলিপুর উপজেলার রুপার খামার এলাকার বাসিন্দা। পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে আছে। পাঁচ বছর ধরে তিনি কুড়িগ্রাম থেকে চিলমারী ৩০ কিলোমিটার পথে অটোরিকশা চালান। সেই আয়েই চলে তাঁর সংসার। গত দুই বছর ধরে তিনি রমজান মাসে যাত্রীদের জন্য এই বিশেষ ছাড় দিয়ে আসছেন।
খবরে দেখেছেন, পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যে ছাড় দেওয়া হয়; সে থেকে অনুপ্রাণিত হয়ে এমন উদ্যোগ নিয়েছেন বলে জানালেন সাইদুল। বড় কিছু করার সামর্থ্য তাঁর নেই, তবে অটোরিকশাচালক হিসেবে তিনি ভাড়াটুকুতে ছাড় দেওয়ার সামর্থ্য রাখেন। তাই সেটাই করেছেন। তিনি নির্ধারিত ভাড়া থেকে ৫ টাকা, আবার কখনো ১০ টাকা কম নেন জানিয়ে বললেন, পুরো রমজানেই এটা তিনি চালিয়ে যাবেন।
উলিপুর-চিলমারী পথের নিয়মিত যাত্রী স্কুলশিক্ষক জরীফ উদ্দীন বলেন, রমজানে সাইদুল ইসলামের উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়। এটি সমাজের জন্য একটি দারুণ দৃষ্টান্ত।
বালাচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার আরবি প্রভাষক মাওলানা সিরাজুল ইসলাম বলেন, রমজান মানুষকে আরও দয়ালু ও মানবিক হতে শেখায়। সাইদুল তাঁর দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর দেখাদেখি আরও অনেকে রোজাদারদের সহায়তায় এগিয়ে আসবেন বলে আশা তাঁর।