১৫০তম বছর পূর্তির অ্যাশেজ হবে পিংক বলে
Published: 11th, March 2025 GMT
টেস্ট ক্রিকেটে পিংক বলে সবচেয়ে বেশি খেলে অস্ট্রেলিয়া। দিবা-রাত্রির টেস্টে সফলতাও বেশি অজিদের। অস্ট্রেলিয়া এবার ক্রিকেট ভক্তদের জন্য নিয়ে আসছে একটা চমক। টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে এই দুই দল যে একটা টেস্ট খেলবে বলে ঠিক করে রেখেছিল, সেটা হতে যাচ্ছে পিংক বলে।
১৮৭৭ সালের ১৫ মার্চ যাত্রা শুরু হয়েছিল টেস্ট ক্রিকেটের। এই ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ক্রিকেটের জনক ইংল্যান্ড। টেস্ট ক্রিকেট সিরিজের ১৫০তম বছরের পূর্তি উপলক্ষে দুই দেশের ক্রিকেট বোর্ডই ২০২৭ সালের মার্চে একটা টেস্ট খেলতে রাজি হয়।
আর বড় খবর হচ্ছে এই ম্যাচটা অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ন স্টেডিয়ামের একটি মেলবর্নে। মার্চ ১১-১৫ তারিখে অনুষ্ঠিতব্য এই ম্যাচে বেশি দর্শক টানার জন্য টেস্টটি হবে দিবা-রাত্রির।
আরো পড়ুন:
দুই বছরের জন্য আইপিএল থেকে নিষিদ্ধ হওয়ার পথে ব্রুক
২১ নভেম্বর পার্থে শুরু অ্যাশেজ, ব্রিসবেনে দিবারাত্রি টেস্ট
ঐতিহাসিক ১৮৭৭ সালের প্রথম টেস্ট ও ১৯৭৭ সালের শততম বছর উপলক্ষে আয়োজিত সেন্টেনারি টেস্ট হয়েছিল লাল বলে। মজার বিষয় হচ্ছে ওই দুটি ম্যাচের ফলাফল একই ছিল। অস্ট্রেলিয়া ৪৫ রানে জয়ী হয়েছিল। পিংক বলে ভিন্ন ভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৫০তম বছর পূর্তি উপলক্ষে আয়োজিত টেস্টটি। তবে প্রথম আর সেন্টেনারি ম্যাচে হারার পর ওই আসন্ন ম্যাচটিতে ইংল্যান্ড জিতবে কিনা সেই উত্তর সময়ের হাতে তোলা থাক।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উপলক ষ হয় ছ ল
এছাড়াও পড়ুন:
সব মাদ্রাসায় নববর্ষ উদযাপনের নির্দেশ
দেশের সব মাদ্রাসায় দুই দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
বুধবার (৯ এপ্রিল) এক অফিস আদেশে, চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ এবং আদিবাসী জাতিগোষ্ঠীর নববর্ষ উপলক্ষে সব মাদ্রাসায় নিজস্ব ব্যবস্থাপনা উৎসবমুখর পরিবেশে ও সাড়ম্বরে এ উৎসব পালন করতে বলা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, জাতীয় চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাদ্রাসায় নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও সাড়ম্বরে দুই দিনব্যাপী অনুষ্ঠান উদযাপনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বিষয়টি নিয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার উপপরিচালক মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার বলেন, “শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে একটি নির্দেশনা জারি করে সব মাদ্রাসায় দুই দিনব্যাপী নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠানের মাধ্যমে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপন করতে বলা হয়েছে।”
এর আগে গত ২৩ মার্চ সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা নববর্ষ উদযাপনের সিদ্ধান্ত হয়।
ঢাকা/হাসান/ইভা