রাজশাহীর পুঠিয়া থানার ধর্ষণ চেষ্টার এক আসামিকে নাটোর থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল সোমবার (১০ মার্চ) মধ্যরাতে নাটোর সদর উপজেলার ছাতনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এতথ্য জানিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম সামিউল আলিম ওরফে শিহাব (২২)। রাজশাহীর পুঠিয়া উপজেলার সরিষাবাড়ি বাজারে তার বাড়ি। 

আরো পড়ুন:

ছেলের পর কিশোরীকে ‘ধর্ষণ’ করেন বাবা

কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

র‌্যাব জানায়, গত ২৬ ফেব্রুয়ারি শিহাব তার সম্পর্কের এক ভাগ্নির বাড়ি যায়। তখন তার ভাগনি নামাজ পড়ছিল। এসময় শিহাব পেছন থেকে তাকে জাপটে ধরে এবং শ্লীলতাহানি করে। এ ঘটনায় তার বিরুদ্ধে পুঠিয়া থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেন ভুক্তভোগী। মামলার পর থেকেই শিহাব পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাকে পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

ঢাকা/কেয়া/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বন্দরে বালুবাহী বাল্কহেড জব্দ, সুকানী ও গ্রীজার গ্রেপ্তার

বন্দরে রাতের বেলা বেপরোয়া গতিতে বালুবাহী বাল্কহেড চালানোর অপরাধে এমবি তানজিল নামের একটি বালু বোঝাই বাল্কহেড জব্দ ও বাল্কহেডের সুকানী ও গ্রীজারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত মঙ্গলবার (১১ মার্চ) রাতে বন্দর উপজেলার চরধলেশ্বরী এলাকার শীতলক্ষ্যা নদী  থেকে বাল্কহেড জব্দ ও দুইজনকে গ্রেপ্তার করা হয়।

ধৃতরা হলো সুদূর শরীয়তপুরের গোসাইর হাট থানার মাছুয়াখালী মাতবর বাড়ি গ্রামের আবদুর রশিদ মাতবরের ছেলে ও বাল্কহেডের সুকানী মোঃ দুলাল হোসেন(৪২) ও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার গজারিয়া পাড়া গ্রামের মৃত শাহ আলম মাতবরের ছেলে বাল্কহেডের গ্রীজার জয়নাল আবেদীন মাতবর(৪৬)। বুধবার (১২ মার্চ) গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করে পুলিশ। 

কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই  মোঃ রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা মঙ্গলবার রাতে বালু বোঝাই একটি বাল্কহেড নিয়ে বেপরোয়া গতিতে মেঘনা ব্রীজের দিকে যাচ্ছিল। পুলিশের একটি টহল দল স্পীড বোট নিয়ে ধাওয়া করে তাদের আটক করে। 
 

সম্পর্কিত নিবন্ধ