ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সশরীর নিয়মিত ক্লাস চলবে আগামী বৃহস্পতিবার (১৩ মার্চ) পর্যন্ত। এরপর ১৪ থেকে ২০ মার্চ পর্যন্ত অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। তবে নির্ধারিত পরীক্ষাগুলো যথারীতি চলবে। আজ মঙ্গলবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনদেশের আরও তিনটি মাধ্যমিক বিদ্যালয় সরকারি হলো৩ ঘণ্টা আগে

৬ মার্চ উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত ডিনস কমিটির এক সভায় পবিত্র রমজান মাস উপলক্ষে অনলাইন ক্লাস চালু রাখার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত পরীক্ষাগুলো যথারীতি চলবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ধর্ষণচেষ্টা: চলন্ত অটোরিকশা থেকে কিশোরীর লাফ

সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত অটোরিকশায় এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। নিজেকে বাঁচাতে ওই কিশোরী অটোরিকশা থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) জেলার দিরাই-মদনপুর সড়কের গণিগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও কিশোরীর পরিবার বলেছে, বৃহস্পতিবার বিকেলে দিরাই বাজারে কেনাকাটা করতে যায় ওই কিশোরী (১৪)। কেনাকাটা শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে একটি অটোরিকশায় উঠে। এ সময় অটোরিকশাটিতে আরো দুই যুবক উঠে। কিন্তু, অটোরিকশাটি ভুক্তভোগীর বাড়ির দিকে না গিয়ে দিরাই-মদনপুর সড়কের দিকে যায়। ভুল পথ দেখে কিশোরী অটোরিকশা থামাতে বলে। কিন্তু, চালক না থামিয়ে চলতে থাকেন। একপর্যায়ে দুই যুবক কিশোরীর হাত-মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগী অটোরিকশা থেকে লাফ দেয়। এতে তার এক চোখের অংশ, মুখ ও হাত থেঁতলে গেছে।

আরো পড়ুন:

চোখে রাসায়নিক দ্রব্য লাগিয়ে কলেজছাত্রীকে শ্লীলতাহানি, গ্রেপ্তার ২

হবিগঞ্জে আছিয়ার গায়েবানা জানাজা ও কফিন মিছিল

ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘‘ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সন্দেহভাজন হিসেবে দুই জনকে আটক করা হয়েছে। কী ঘটেছে সেটা জানার চেষ্টা করছি।’’

ঢাকা/মনোয়ার/রাজীব

সম্পর্কিত নিবন্ধ