রাজশাহীর চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের ঘোষণা
Published: 11th, March 2025 GMT
হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ও পাঁচদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য প্রাইভেট প্র্যাকটিস বন্ধের ঘোষণা দিয়েছেন রাজশাহীর সব চিকিৎসক।
মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ থেকে এ ঘোষণা দেন চিকিৎসকরা।
চিকিৎসকদের পক্ষ থেকে রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা.
এর আগে চিকিৎসকরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কমপ্লিট শাটডাউন কর্মসূচির পাশাপাশি বহির্বিভাগের চিকিৎসা সেবা বন্ধ করে দেন। এরপর বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের গেটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে ইন্টার্ন চিকিৎসকরা।
এদিকে ইন্টার্ন চিকিৎসকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সঙ্গে যোগ দিয়েছেন সিনিয়র চিকিৎসকরাও।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সব ইন্টার্ন চিকিৎসক কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে, দাবি না আদায় হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে।
ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলো হচ্ছে-
১। এমবিবিএস কিংবা বিডিএস ডিগ্রি ব্যতীত কেউ নামের আগে ডাক্তার শব্দ ব্যবহার না করা।
২। বিএমডিসির বিরুদ্ধে করা রিট প্রত্যাহার, আন্তর্জাতিক মান অনুযায়ী ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করা।
৩। স্বাস্থ্যখাতে চিকিৎসকের সংকট নিরসন, এমটিএস ও নিম্নমানের মেডিকেল কলেজ বন্ধ করা ও চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন।
৪। দ্রুত ১০ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে শূন্যপদ পূরণ করতে হবে।
৫। ডাক্তারদের বিসিএসের বয়সসীমা ৩৪ বছর পর্যন্ত করার দাবি।
আগামীকাল রায়ে একমত না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে হল ঘোষণা দেন শিক্ষার্থীরা।
কর্মসূচিতে রামেক অধ্যক্ষ ডা. খন্দকার ফয়সাল আলম, মেডিসিন বিশেষজ্ঞ ডা. আজিজুল হক আজাদসহ সিনিয়র শিক্ষকরা উপস্থিত ছিলেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: চ ক ৎসক ম ড ক ল কল জ চ ক ৎসকদ র চ ক ৎসকর
এছাড়াও পড়ুন:
প্রাইভেট ও কমিউনিটি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ৫ দাবি
রংপুরের প্রাইভেট মেডিকেল কলেজের শিক্ষার্থী, ইন্টার্ন ও মধ্যম পর্যায়ের চিকিৎসকরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের চলমান আমলাতান্ত্রিক জটিলতার প্রতিবাদ এবং পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে নগরীর সুমি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে তারা স্বাস্থ্য খাতে বিদ্যমান অসঙ্গতি দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা ম্যাটস চিকিৎসকদের ‘ডাক্তার’ পদবি ব্যবহারের বিষয়ে তীব্র আপত্তি জানান। পাশাপাশি, রেজিস্ট্রেশনপ্রাপ্ত চিকিৎসক ব্যতীত অন্য কেউ স্বাধীনভাবে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না মর্মে সরকারের পক্ষ থেকে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি তোলেন।
আরো পড়ুন:
নড়াইলে ‘বিনা লাভের দোকান’ চালু করেছে শিক্ষার্থীরা
পদ্মায় গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
পাঁচ দফা দাবির মধ্যে আরো ছিল- শূন্য পদে পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ, চিকিৎসকদের বিসিএস পরীক্ষার বয়সসীমা ৩৪ বছরে উন্নীতকরণ, চিকিৎসকদের জন্য বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন, স্বাস্থ্য খাতের দুর্নীতি ও প্রশাসনিক জটিলতা দূর করা এবং ইন্টার্ন চিকিৎসকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা. নাফিস হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন- একই মেডিকেল কলেজের শিক্ষার্থী ফয়সাল, নাঈমসহ অন্যান্য ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা।
ঢাকা/আমিরুল/মাসুদ