যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে একটি মেডিক্যাল হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন পাইলট এবং দুইজন হাসপাতালের কর্মী নিহত হয়েছেন। হেলিকপ্টারটি রোগী পরিবহন শেষে কলম্বাসে ফিরছিল।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার (১১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে ম্যাডিসন কাউন্টিতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

আরো পড়ুন:

ইউক্রেনের চেয়ে রাশিয়াকে সামলানো সহজ: ট্রাম্প

ইরানের সঙ্গে চুক্তি করতে চান ট্রাম্প

মিসিসিপি মেডিক্যাল সেন্টারের স্বাস্থ্য বিষয়ক উপাচার্য ড.

 লুঅ্যান উডওয়ার্ড এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, হেলিকপ্টারটির আরোহীরা সকলেই নিহত হয়েছেন। হেলিকপ্টারটিতে আরোহীদের মধ্যে মিসিসিপি মেডিকেল সেন্টারের দুইজন ক্রু সদস্য এবং অন্যজন পাইলট ছিলেন।

উডওয়ার্ড বলেন, “এ ঘটনায় পুরো মেডিক্যাল সেন্টার পরিবার মর্মাহত।”

দুর্ঘটনার কারণ জানতে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং অন্যান্য কর্তৃপক্ষ তদন্ত করছে।

মিসিসিপির গভর্নর টেট রিভস ফেসবুকে একটি পোস্টে বলেছেন, ‘এটি মিসিসিপির প্রথম প্রতিক্রিয়াশীলরা আমাদের নিরাপদ রাখার জন্য প্রতিদিন যে ঝুঁকি নেয় তার একটি মর্মান্তিক স্মারক। আমাদের রাজ্য এই বীরদের আত্মত্যাগ কখনো ভুলবে না।”

ঢাকা/ফিরোজ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ডেসটিনির রফিকুল আমীনের নেতৃত্বে নতুন দল ‘আ-আম জনতা পার্টি’

ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের নেতৃত্বে ‘বাংলাদেশ আমজনতা পার্টি’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। তিনি দলের আহ্বায়ক হিসেবে থাকছেন। এছাড়া সদস্যসচিব হয়েছেন ফাতিমা তাসনিম। আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীতে অবস্থিত শেরাটন হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করে দলটি।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থগুলো থেকে পাঠ করা হয়। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। জাতীয় সঙ্গীত শেষে শুভেচ্ছা বক্তব্য দেন রফিকুল আমীন। এ সময় তিনি এই দলের নাম ঘোষণা করেন।

ডেসটিনি গ্রুপ ছাড়াও মোহাম্মদ রফিকুল আমীন বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং দৈনিক ডেসটিনির সম্পাদক। অর্থ পাচার ও ডেসটিনি ট্রি প্লান্টেশন নিয়ে দুর্নীতি দমন কমিশনের করা দুটি মামলায় দীর্ঘ সময় কারাভোগ করেন তিনি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি কারামুক্তি পান।

এদিকে গত রোববার ফাতিমা তাসনিম গণঅধিকার পরিষদ থেকে উচ্চতর পরিষদের সদস্য থেকে পদত্যাগ করেন। আজ নতুন দলের সদস্যসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

সম্পর্কিত নিবন্ধ