ঝুঁকিপূর্ণ ট্র্যাকে এ কেমন অনুশীলন ক্যাম্প অ্যাথলেটিকসে
Published: 11th, March 2025 GMT
ছবির নিচে যদি কোনো বর্ণনা না থাকত আর তাহলে কেউ যদি এটাকে গ্রীষ্মের খরতাপে ফেটে চৌচির ফসলের মাঠ মনে করতেন, তাহলে কি তাঁকে দোষ দেওয়া যেত! ছবির নিচে বর্ণনা পড়ে এতক্ষণে অবশ্য বুঝে গেছেন এটা আসলে ঢাকার আর্মি স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাক।
কোনো অংশ ফেটে চৌচির, কোথাও উঁচু–নিচু, কোথাও আবার জোড়াতালি! আর্মি স্টেডিয়ামের এই ট্র্যাকেই চলছে জাতীয় অ্যাথলেটিকস ফেডারেশনের প্রশিক্ষণ ক্যাম্প। গতকাল এ নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা হয় ৪০০ মিটারে ১০ বার জাতীয় চ্যাম্পিয়ন হওয়া জহির রায়হানের। কিছুটা অস্বস্তি নিয়ে নৌবাহিনীর এই অ্যাথলেট বললেন, ‘আমি সাউথ এশিয়ানের পাশাপাশি ইনডোরের জন্য প্রস্তুতি নিচ্ছি। আসলে এমন ট্র্যাকে অনুশীলন করাটা বেশ ঝুঁকিপূর্ণ। তারপরও কিছু সাবধানতা মেনে আমরা প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছি। এভাবে কত দিন করতে পারব জানি না।’
যদ্দুর দেখলাম, ট্র্যাকের অবস্থা ভালো নয়। আমাদের মতো অ্যাথলেটদের এমন ট্র্যাকে দৌড়ানো খুবই কষ্টকর।ইসমাইল হোসেন, বাংলাদেশের দ্রুততম মানব ট্র্যাকের কিছু অংশ উঠে গেছে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যুদ্ধবিরতি নিয়ে পুতিন ছলনা করছেন: জেলেনস্কি
যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিক্রিয়াকে ‘ছলনা’ বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি শান্তিচুক্তি জোরদার করার জন্য রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।
জেলেনস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট প্রায়ই এমনটা করেন। তিনি সরাসরি না বলেন না। বরং এমন কিছু করেন, যা কেবল বিষয়গুলোকে বিলম্বিত করে বা সিদ্ধান্ত নেওয়াকে অসম্ভব করে তোলে।
এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট বলেছিলেন, তিনি যুদ্ধের অবসান ঘটাতে রাজি আছেন। কিন্তু একটি যুদ্ধবিরতির মধ্য দিয়ে এই সংকটের অন্তর্নিহিত কারণগুলোর অবসান ঘটিয়ে ‘স্থায়ী শান্তি’ নিশ্চিত করা উচিত বলেও জোর দেন তিনি।
বিবিসি মনিটরিংয়ের রাশিয়াবিষয়ক সম্পাদক বলেছেন, এই ‘হ্যাঁ’–এর ভেতরে ‘না’ লুকিয়ে আছে।
এদিকে ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাবে রাশিয়ার প্রতিনিধিদলের সঙ্গে দেখা করতে মস্কোয় রয়েছেন।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্টের বক্তব্যকে প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু ‘অসম্পূর্ণ’ বলে বর্ণনা করেছেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এর মধ্য দিয়ে স্নায়ুযুদ্ধের পর থেকে পশ্চিমাদের সঙ্গে মস্কোর সবচেয়ে বৃহৎ সংঘর্ষের সূত্রপাত হয়।
২০২৪ সালের মাঝামাঝি থেকে রুশ বাহিনী ইউক্রেনে অগ্রসর হচ্ছে। ইতিমধ্যে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিন বছর ধরে চলা যুদ্ধ বন্ধ চান তিনি।
গত বুধবার হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, তিনি আশা করেন, ক্রেমলিন ৩০ দিনের যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে সম্মত হবে। ইতিমধ্যে ইউক্রেন এতে সমর্থন জানিয়েছে।