দক্ষিণ কোরিয়ার সহায়তা সংস্থায় চাকরি, বেতন দেবে ডলারে
Published: 11th, March 2025 GMT
দক্ষিণ কোরিয়ার সহায়তা সংস্থা কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি প্রোগ্রাম অফিসার পদে একজন বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ই-মেইলে পাঠাতে হবে।
পদের নাম: প্রোগ্রাম অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা: পাবলিক হেলথ, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক রিলেশন বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাবলিক হেলথ বা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ওডিএ প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট বা এ ধরনের ক্ষেত্রে অন্তত সাত থেকে আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। পাবলিক হেলথ বা কমিউনিকেশনে প্রশিক্ষণ থাকলে এবং কোনো বেসরকারি সংস্থায় প্রজেক্ট ম্যানেজমেন্ট ও প্রশাসনিক কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ইংরেজি ভাষায় রিপোর্ট রাইটিংয়ে দক্ষ হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। মাইক্রোসফট অফিস ও ইন্টারনেটের কাজ জানতে হবে।
চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (নবায়ণযোগ্য)
কর্মস্থল: বাংলাদেশ অফিস
বেতন-ভাতা: ১,০০০ থেকে ১,২০০ মার্কিন ডলার (১,২১,৪২০ থেকে ১,৪৫,৭০৫ টাকা প্রায়)। এ ছাড়া বছরে মোট বেতনের সমপরিমাণ দুটি উৎসব বোনাস দেওয়া হবে।
আরও পড়ুনখাদ্য অধিদপ্তরে বিশাল নিয়োগ, ১৩ থেকে ১৯তম গ্রেডে পদ ১৭৯১১ ঘণ্টা আগেআবেদন যেভাবেআগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা ফরম পূরণ করে [email protected] ঠিকানায় ই-মেইল করতে হবে। ই-মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ সময়: ২০ মার্চ ২০২৫।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প বল ক
এছাড়াও পড়ুন:
ঢাকায় পাকিস্তানি গায়ক মুস্তাফা জাহিদের কনসার্ট হয়নি, আয়োজক লাপাত্তা
‘মেলোডি আনলিশড’ শিরোনামের কনসার্টে অংশ নিতে ঢাকায় এসেছেন পাকিস্তানি শিল্পী মুস্তাফা জাহিদ। কিন্তু কনসার্টের ঘণ্টাখানেক আগে এক ফেসবুক পোস্টে কনসার্ট স্থগিতের ঘোষণা দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন। এমনকি প্রতিষ্ঠানটির সঙ্গে কনসার্টের শিল্পীরাও যোগাযোগ করতে পারছেন না।
এতে ঢাকার সংগীতশিল্পী এ কে রাহুল, ব্যান্ড লেভেল ফাইভ ও এনকোরের অংশ নেওয়ার কথা ছিল। ঢাকার শিল্পীরাও জানেন না, কনসার্টটির ভবিষ্যৎ কী! অনেকে অভিযোগ করেছেন, ভেন্যু নিশ্চিত না করেই টিকিট বিক্রি করেছে আয়োজক প্রতিষ্ঠানটি।
কনসার্ট স্থগিতের বিষয়ে জানতে আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া গেছে। ঢাকার একাধিক শিল্পী জানান, বিষয়টি শুধু বিব্রতকর নয়, লজ্জারও।
এ কে রাহুল আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘এটা দেশের শিল্পীসমাজের জন্য লজ্জার। একজন বিদেশি অতিথি এসেছেন, গতকাল প্র্যাকটিসও করেছেন। কনসার্টের পূর্বমুহূর্তে যদি কারও সঙ্গে কোনো যোগাযোগ না করে এমন একটা সিদ্ধান্ত নেওয়া হয়, তবে তা খুবই হতাশাজনক।’
ব্যান্ড লেভেল ফাইভের ম্যানেজার শাহরিয়ার নাফিস আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘এর আগে যখন কনসার্ট স্থগিত করা হয়, আমাদের অনেক আগেই জানানো হয়েছিল। কিন্তু এবার আমাদের কিছুই জানায়নি আয়োজক প্রতিষ্ঠান। কয়েক দিন ধরে আমাদের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেয় প্রতিষ্ঠানটি, এমনকি গতকাল আমাদের কিছু পেমেন্ট করার কথা থাকলেও তা করেনি তারা। তখন থেকেই কিছুটা আঁচ পেয়েছিলাম আমরা। এটা ভালো উদাহরণ হয়ে রইল না।’