লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় করতে পারছে না চট্টগ্রাম সিটি করপোরেশন। অর্থবছরের আট মাস পার হয়ে গেলেও মাত্র ৪০ শতাংশ গৃহকর পেয়েছে সংস্থাটি। এখন আয় বাড়াতে শক্ত অবস্থান নিয়েছে সিটি করপোরেশন। লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ কর কর্মকর্তা ও কর আদায়কারীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁদের গাফিলতির কারণে প্রত্যাশিত রাজস্ব আয় হচ্ছে না বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

চলতি অর্থবছরে (২০২৪–২৫) গৃহকর খাতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা হচ্ছে ৩৯০ কোটি ৩৬ লাখ টাকা। ফেব্রুয়ারি পর্যন্ত আদায় হয়েছে ১৫৪ কোটি ৮৬ লাখ টাকা। লক্ষ্যমাত্রা পূরণ করতে চার মাসে সিটি করপোরেশনকে আয় করতে হবে ২৩৫ কোটি ৭৬ লাখ টাকা। যা অসম্ভব বলছেন রাজস্ব বিভাগের দায়িত্বশীল কর্মীরা।

সিটি করপোরেশনের সেবার পরিধি বাড়ছে। ব্যয়ও বেড়ে চলছে। তাই রাজস্ব আদায়ে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সিইও, চট্টগ্রাম সিটি করপোরেশন

চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব আয়ের দুটি বড় খাত হচ্ছে গৃহকর ও ট্রেড লাইসেন্স ফি। এসব খাত থেকে আসা অর্থ দিয়ে সংস্থাটির কর্মকর্তা–কর্মচারীদের বেতন–ভাতা পরিশোধ করা হয়। এ ছাড়া নগরের জলাবদ্ধতা নিরসনে নালা–নর্দমা পরিষ্কার, মশা মারার ওষুধ ক্রয় এবং উন্নয়নকাজসহ বিভিন্ন খাতে অর্থ ব্যয় করা হয়। রাজস্ব আদায় কমলে এসব কাজে এর প্রভাব পড়ে। বর্তমানে প্রায় ৩০০ কোটি টাকা বেতন–ভাতা খাতে পরিশোধ করতে হয়। দেনা আছে ৪০০ কোটি টাকার বেশি।

মেয়র শাহাদাত হোসেন দায়িত্ব নেওয়ার পর থেকে রাজস্ব আয় বাড়াতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। দফায় দফায় রাজস্ব বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এর পরও প্রত্যাশিত রাজস্ব আদায় করতে ব্যর্থ হওয়ায় আট রাজস্ব সার্কেলের সাত কর কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ দেওয়া হয় কর আদায়কারীদেরও।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, আগের অর্থবছরের তুলনায় এবার কর আদায় কম হওয়ায় মেয়র অসন্তোষ প্রকাশ করেছেন। আপনি আপনার অধীন থাকা কর্মীদের কাজ ঠিকভাবে তদারকি করেননি। যা আপনার ওপর অর্পিত দায়িত্ব পালনের অবহেলার শামিল। এ কারণে শাস্তিমূলক ব্যবস্থা কেন নেওয়া হবে না তার কারণ ব্যাখ্যা করতে হবে।

কারণ দর্শানোর নোটিশ পাওয়া দুই কর কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, এটি ঠিক কারণ দর্শানোর নোটিশ নয়। এমনিতেই চিঠি দেওয়া হয়েছে। আর চলতি অর্থবছর শুরু হওয়ার পর থেকে কোটাবিরোধী আন্দোলন শুরু হয়। পরে ছাত্র–জনতার অভ্যুত্থানে সরকারের পতন হয়। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে গৃহকর আদায় কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। তবে মার্চের শেষে আদায়ের হার বাড়বে।

সিটি করপোরেশনের কর কর্মকর্তারা দাবি করছেন, গৃহকর পরিশোধে বেসরকারি খাতের চেয়ে সরকারি প্রতিষ্ঠানগুলোর আগ্রহ কম। দাবি অনুযায়ী, গৃহকর পরিশোধ না করার কারণে লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয়নি।

রাজস্ব বিভাগের তথ্য অনুযায়ী, সরকারি প্রতিষ্ঠানগুলোর কাছে সিটি করপোরেশনের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ২২৯ কোটি ৮৭ লাখ টাকা। কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত পরিশোধ করেছে ৭৯ কোটি ৫৩ লাখ টাকা। পরিশোধের হার ৩৫ শতাংশ। এ ক্ষেত্রে ব্যক্তি বা বেসরকারি খাতে আদায়ের হার ৪৭ শতাংশ। বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে পাওনা ১৬০ কোটি ৪৮ লাখ টাকা। পরিশোধ করা হয়েছে ৭৫ কোটি ৩৩ লাখ টাকা।

এদিকে ট্রেড লাইসেন্স খাতে আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩৪ কোটি ৪৫ লাখ টাকা। যদি সিটি করপোরেশনের রাজস্ব বিভাগ আদায় করেছে ২৩ কোটি ৬২ লাখ টাকা।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশনের সেবার পরিধি বাড়ছে। ব্যয়ও বেড়ে চলছে। তাই রাজস্ব আদায়ের ওপর জোর দিচ্ছেন তাঁরা। এ জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। এর অংশ হিসেবে যাঁরা লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় করতে ব্যর্থ হচ্ছেন তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আবার যাঁরা পূরণ করছেন তাঁদের ধন্যবাদ পত্র দেওয়া হচ্ছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর কর মকর ত র কর মকর ত অন য য় গ হকর য় করত সরক র

এছাড়াও পড়ুন:

রাজস্ব লক্ষ্যমাত্রা কমানো নিয়ে দরকষাকষি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচির শর্ত অনুযায়ী চলতি অর্থবছরের শেষ তিন মাসে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দুই লাখ কোটি টাকার বেশি রাজস্ব আহরণ করতে হবে। একই সঙ্গে আগামী ২০২৫-২৬ অর্থবছরে সংস্থাটির অতিরিক্ত আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে ৫৭ হাজার কোটি টাকা। বর্তমান প্রেক্ষাপটে এ দুই লক্ষ্যমাত্রার কোনোটিই অর্জন সম্ভব নয়। তাই এ বিষয়ে যুক্তি তুলে ধরে রাজস্বের লক্ষ্যমাত্রা কমানোর অনুরোধ জানিয়েছেন এনবিআরের কর্মকর্তারা। 

গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে সংস্থাটির চেয়ারম্যানসহ কাস্টমস, আয়কর ও ভ্যাট অনুবিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সফররত আইএমএফ প্রতিনিধি দলের সদস্যরা। এসব বৈঠকে কর্মকর্তারা জানান, আইএমএফের শর্তের কথা মাথায় রেখে কিছু ক্ষেত্রে করহার বাড়ানো, কর অব্যাহতি তুলে দেওয়াসহ নীতিতে পরিবর্তন নিয়ে আসা হচ্ছে। এতে আশা করা হচ্ছে, রাজস্ব আহরণ বেশ বাড়বে। তবে যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে তা সার্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে বাস্তবসম্মত নয়। তাই এ লক্ষ্যমাত্রা যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার অনুরোধ করেন তারা। এ বিষয়ে আইএমএফ প্রতিনিধি দলের সদস্যরা বেশ ইতিবাচক বলেও বৈঠক সূত্রে জানা গেছে। 

বৈঠকের বিষয়ে এনবিআরের কর্মকর্তারা সমকালকে বলেন, গত জুন শেষে দেশের কর-জিডিপি অনুপাত ছিল ৭ দশমিক ৪ শতাংশ। এটি চলতি অর্থবছর শেষে বাড়িয়ে ৭ দশমিক ৯ শতাংশে উন্নীত করার শর্ত দিয়েছিল আইএমএফ। এর জন্য রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৫৫ হাজার কোটি টাকা। তবে চলতি অর্থবছরের মার্চ মাস পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ২ লাখ ৫২ হাজার কোটি টাকা। অর্থবছরের পরবর্তী তিন মাসে লক্ষ্যমাত্রার বাকি রাজস্ব আদায় করা কোনোভাবেই সম্ভব নয়। তারা আরও বলেন, লক্ষ্যমাত্রা অনুযায়ী আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাড়তি ৫৭ হাজার কোটি টাকা আদায় করতে হবে। এসব বাড়তি রাজস্ব কীভাবে আদায় হবে তা জানতে চেয়েছে আইএমএফ প্রতিনিধি দল। এনবিআরের পক্ষ থেকে বলা হয়েছে, এটি অসম্ভব। তাই লক্ষ্যমাত্রা কমানোর অনুরোধ করা হয়েছে।

কর্মকর্তারা আরও বলেন, দেশের রাজস্ব খাত সংস্কারে উদ্যোগী মনোভাবের কথাও তাদের জানানো হয়েছে। আইএমএফ প্রতিনিধি দল বিষয়টি অনুধাবন করতে পেরেছে। সামনে আরও বৈঠক হবে। আশা করা হচ্ছে, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কমিয়ে আনবে আইএমএফ।

আইএমএফের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ের আগে বাংলাদেশ কতটা শর্ত পূরণ করেছে, তা পর্যালোচনায় ঢাকা সফর করছে প্রতিনিধি দলটি। এ দুই কিস্তির জন্য গত ডিসেম্বর পর্যন্ত কর রাজস্বের যে লক্ষ্যমাত্রা ছিল, তার চেয়ে প্রায় ৫২ হাজার কোটি টাকা পিছিয়ে রয়েছে বাংলাদেশ। আইএমএফ গবেষণা বিভাগের ডেভেলপমেন্ট ম্যাক্রোইকোনমিকসের প্রধান ক্রিস পাপাজর্জিওর নেতৃত্বে প্রতিনিধি দলটি গত রোববার থেকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সঙ্গে বৈঠক শুরু করেছে। মিশনটি আগামী ১৭ এপ্রিল পর্যন্ত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। 

সম্পর্কিত নিবন্ধ

  • বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ পিছিয়ে কেন
  • গ্যাস–সংকটে সিইউএফএলে সার উৎপাদন বন্ধ
  • সুগন্ধি চাল রপ্তানির অনুমতি পেল ১৩৩ প্রতিষ্ঠান, মানতে হবে ৯ শর্ত
  • প্রবৃদ্ধি কমে দাঁড়াবে ৩.৯% থাকবে উচ্চ মূল্যস্ফীতি
  • রাজস্ব লক্ষ্যমাত্রা কমানো নিয়ে দরকষাকষি
  • জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.৯ শতাংশ হবে, বাড়বে মূল্যস্ফীতি