ধূমপান নিয়ে দুই তরুণীকে লাঞ্ছনা: অভিযুক্ত রিংকুকে গ্রেপ্তার দেখাল পুলিশ
Published: 11th, March 2025 GMT
রাজধানীর লালমাটিয়ায় দুই তরুণীকে লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত গোলাম মোস্তাকিম রিংকুকে (৬২) ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এর আগে সোমবার তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কথা জানানো হয়েছিল।
মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, সোমবার দুপুরে মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন। মামলা হলে সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গত ১ মার্চ সন্ধ্যায় লালমাটিয়া হাউজিং সোসাইটির বয়েজ হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে চায়ের দোকানে ধূমপান করছিলেন দুই তরুণী। তখন ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় গোলাম মোস্তাকিম রিংকু তাদের ধূমপান করতে নিষেধ করলে এ নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রিংকু তরুণীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং শারীরিকভাবে লাঞ্ছনার চেষ্টা করেন। এতে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আশেপাশের শতাধিক লোকজন ঘটনাস্থলে জড়ো হন। খবর পেয়ে মোহাম্মদপুর থানার টহল টিম সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
দেবদাসে শুরু, প্রথম ছবিতেই বাজিমাত
ফেসবুক