কঠিন সময়ও ‘না’ বলার সাহস দেখিয়েছিলাম: আমির খান
Published: 11th, March 2025 GMT
১৪ মার্চ ৬০তম জন্মদিন উদ্যাপন করবেন বলিউড সুপারস্টার আমির খান। এবারের জন্মদিনটি বিশেষভাবে উদ্যাপন করার পরিকল্পনা এই তারকার। আর তাই ১৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত ‘আমির খান: সিনেমা কা জাদুকর’ শীর্ষক চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। এই চলচ্চিত্র উৎসবে আমির অভিনীত জনপ্রিয় ছবিগুলো প্রদর্শন করা হবে। এই আয়োজন সামনে রেখে গত রোববার ‘আমির খান: সিনেমা কা জাদুকর’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই আসরে উপস্থিত ছিলেন স্বয়ং আমির খান ও লেখক-গীতিকার জাভেদ আখতার। আমির ও জাভেদ সংবাদ সম্মেলনে কিছু জানা ও কিছু অজানা কথা তুলে ধরেছেন।
গত রোববার মুম্বাইয়ের এক মাল্টিপ্লেক্সে ‘আমির খান: সিনেমা কা জাদুকর’ চলচ্চিত্র উৎসবের ট্রেলার প্রকাশ করা হয়। এই চলচ্চিত্র উৎসবে আমিরের কোন কোন আইকনিক ছবি প্রদর্শিত হতে চলেছে, তা সংবাদ সম্মেলনে জানানো হয়। ভারতজুড়ে উদ্যাপিত হবে এই বিশেষ চলচ্চিত্র উৎসব। তাই দর্শক আমিরের আইকনিক কিছু ছবি আবার বড় পর্দায় দেখার আনন্দ নিতে পারবেন।
এদিনের অনুষ্ঠানে আমির ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা স্মরণ করেন, ‘আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময়তেও ‘না’ বলার সাহস দেখিয়েছিলাম আমি। তাই আমি এখনো এমন ব্যবহার করতে পারছি। আমি যদি ওই সময়ে সমঝোতা করতাম, তাহলে আমার পুরো ক্যারিয়ার সমঝোতার ওপরই টিকে থাকত।’ নিজের ক্যারিয়ারের সংগ্রামের দিনগুলোর প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার জীবনের সবচেয়ে বাজে সময়ে মহেশ ভাটের এক ছবিতে সুযোগ পেয়েছিলাম। কিন্তু আমার ছবিটা পছন্দ হয়নি। আমি সাহস করে মহেশ ভাটকে এ কথা বলেছিলাম।’
আমির খান.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চলচ চ ত র উৎসব আম র খ ন
এছাড়াও পড়ুন:
খুশির খবর দিয়ে মেহজাবীন লিখলেন, ‘কী সুন্দর একটি সকাল’
সকালে ভক্তদের সঙ্গে খুশির খবর ভাগাভাগি করলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তিনি খবরটি ভাগাভাগি করে লিখেছেন, ‘কী সুন্দর একটি সকাল।’ সুখবরটি এসেছে মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’ থেকে। এটি গতকাল বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে প্রতিযোগিতামূলক এশিয়ান বিভাগে পুরস্কার পেয়েছে। উৎসবের অফিশিয়াল পোস্টার ভাগাভাগি করে মেহজাবীন আরও লিখেছেন, তাঁর প্রথম সিনেমার এই অর্জনে তিনি টিমের সবাইকে অভিনন্দন জানান।
`সাবা’ সিনেমার দৃশ্যে মেহজাবীন চৌধুরী