ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর ঢাকার সঙ্গে বেইজিংয়ের সম্পর্কের বিষয়ে বাংলাদেশের প্রায় ৭৬ শতাংশ উত্তরদাতা ইতিবাচক ধারণা পোষণ করেছেন। আর নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের বিষয়ে নেতিবাচক ধারণা পোষণ করেছেন ৫৯ শতাংশ উত্তরদাতা।

গবেষণা প্রতিষ্ঠান সেন্টার পর অলটারনেটিভসের এক জনমত জরিপে এই চিত্র উঠে এসেছে। ঢাকা-বেইজিং সম্পর্কের পাঁচ দশক পূর্তি এবং জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে জরিপটি চালানো হয়।

গত বছরের অক্টোবর-নভেম্বর মাসে দেশের ৩২টি জেলায় ৫ হাজার ৩৫৫ জনের মধ্যে অনলাইন-অফলাইনে এই জরিপ চালানো হয়। আজ মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। এ নিয়ে সেন্টার পর অলটারনেটিভস ‘বাংলাদেশে চীনের জাতীয় ভাবমূর্তি’ শিরোনামে তৃতীয়বারের মতো এ জরিপ চালাল।

জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক কেমন চলছে, জানতে চাইলে জরিপে অংশ নেওয়া ৬১ শতাংশ উত্তরদাতা ইতিবাচক মনোভাব পোষণ করেন। আর নিরপেক্ষ মন্তব্য করেন ২৬ শতাংশ উত্তরদাতা।

অনুষ্ঠানে জরিপের ফলাফল উপস্থাপন করেন সেন্টার পর অলটারনেটিভসের নির্বাহী পরিচালক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

দেবদাসে শুরু, প্রথম ছবিতেই বাজিমাত

ফেসবুক

সম্পর্কিত নিবন্ধ