Samakal:
2025-04-12@10:05:49 GMT

পিএসজির আজ লিভারপুল পরীক্ষা

Published: 11th, March 2025 GMT

পিএসজির আজ লিভারপুল পরীক্ষা

খেলার ধারার বিপরীতে হার্ভি এলিয়টের গোলে পার্ক দ্য প্রিন্সেসে হাসে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে পরাজয়কে ‘অন্যায়’ বলে দাবি করেছিলেন প্যারিস সেইন্ট জার্মইয়ের কোচ লুইস এনরিকে। লিভারপুল কোচ আর্নে স্লটও ১-০ গোলের সেই জয়কে সৌভাগ্য হিসেবে নিয়েছেন। 

একচেটিয়া ফুটবল খেলা পিএসজির সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ এবার দ্বিতীয় লেগে। অ্যানফিল্ডে আজ ইংলিশ ক্লাবটির বিপক্ষে ঘুরে দাঁড়াতে হলে প্রথম লেগের মতো শুধু পারফরম্যান্সই করতে হবে না, গোল যে লাগবে পিএসজির। হার এড়ালে গত আট মৌসুমে পঞ্চমবারের মতো ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতার সর্বোচ্চ আসরের কোয়ার্টার ফাইনালে নাম লেখাবে লিভারপুল। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল-পিএসজি মহারণের সঙ্গে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে বার্সেলোনাও। ন্যু ক্যাম্পে কাতালান ক্লাবটি আতিথ্য দিবে বেনফিকাকে। প্রথম লেগে বার্সা জিতেছিল ১-০ গোলে। 

প্যারিসে প্রথম লেগে পিএসজি যেখানে শট নিয়েছিল ২৮টি, সেখানে দুই শট নেওয়া লিভারপুল গোল করে একটি। প্যারিসের ক্লাবটি গোল বঞ্চিত হয়েছে মূলত লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকারের অসাধারণ নৈপুণ্যের কারণে। একাই ৯টি সেভ করা এ ব্রাজিলিয়ান নিজের সেরা ম্যাচ খেলেছিলেন সেদিন। ইংলিশ প্রিমিয়ার লিগেও এবার শিরোপার খুব কাছে চলে যাওয়া লিভারপুলকে হারাতে হলে কঠিন চ্যালেঞ্জে পড়তে হবে এনরিকের দলকে। 

সেই চ্যালেঞ্জ জিততে আশাবাদী দলটির কোচ, ‘প্রথম লেগের মতোই আমাদের দ্বিতীয় লেগে খেলতে হবে। আমরা এমন একটি দল যাদের পরাজয়ে কিছু যায় আসে না। যদি আমরা প্রথম লেগের পারফরম্যান্স পুনরাবৃত্তি করতে পারি, তাহলে অবশ্যই কোয়ার্টার ফাইনালে উঠব। এটা ঠিক সেখানে (অ্যানফিল্ডে) এমন খেলাটা কঠিন হবে। তবে আমরা সেই খেলাটাই খেলার চেষ্টা করব।’

নিজের দল নিয়ে পিএসজি কোচ যেমন আশাবাদী, তেমনি করে প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে জিতেও খুব একটা উচ্ছ্বাসে ভাসছেন না লিভারপুল কোচ স্লট, ‘প্রথম লেগের ফলটি অবশ্যই আমাদের জন্য ইতিবাচক। তবে এটাও মনে রাখতে হবে পিএসজি কতটা মানসম্পন্ন দল।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প এসজ প রথম ল গ র প এসজ

এছাড়াও পড়ুন:

ক্রিকেটারদের ‘সন্দেহজনক’ পারফরম্যান্স, গুরুতর অভিযোগ পারটেক্স কোচের

এ মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে পারটেক্সের অধিনায়কত্ব করা সাব্বির রহমানকে নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ওদিকে পারটেক্সের ক্রিকেটাররা পারিশ্রমিক না পাওয়ায় বিসিবিতে অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছেন। এসবের মধ্যেই বড় বোমা ফাটিয়েছেন পারটেক্সের কোচ আনোয়ারুল মোস্তাকিম। তাঁর দাবি, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কিছু কিছু খেলোয়াড় এমন নেতিবাচক ক্রিকেট খেলছেন, যা সন্দেহজনক। অনেকেই নাকি তাঁর কাছে সন্দেহ প্রকাশ করেছেন, ‘ম্যাচ ফিক্সিং’ করছেন পারটেক্সের ক্রিকেটাররা।

আনোয়ারুল মোস্তাকিমের অভিযোগ, ‘আমাদের অফিশিয়ালরা ইনস্ট্রাকশন দিয়েছে একরকম। তারা (ক্রিকেটাররা) খেলছে আরেক রকম। আমাদের অফিশিয়ালরা ইনস্ট্রাকশন দিচ্ছে, আমার দল ১০০ রানে অলআউট হয়ে যাক, কিন্তু ইতিবাচক খেলা চাই। কিন্তু ওরা গিয়ে নেগেটিভ ক্রিকেট খেলেছে।’

আবাহনীর বিপক্সে পারটেক্স অধিনায়ক সাব্বির রহমান

সম্পর্কিত নিবন্ধ

  • বার্সেলোনা নয়, মেসি মায়ামিতেই থাকছেন
  • ‘ফুটবল ইশ্বর আমাদের সঙ্গে নেই’- স্পার্স কোচ
  • ওনানার মারাত্মক দুই ভুলে ইউরোপায় ড্র করল ইউনাইটেড
  • আবাহনীর জয়ে উজ্জ্বল অলরাউন্ডার মোসাদ্দেক
  • ক্রিকেটারদের ‘সন্দেহজনক’ পারফরম্যান্স, গুরুতর অভিযোগ পারটেক্স কোচের