টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
Published: 11th, March 2025 GMT
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় পুলিশের গাড়ি ভাঙচুরের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক লিংকন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা পূর্ব পাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক মনির হোসেন জানিয়েছেন, ৫ আগস্ট সরকার পতনের পর গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন লিংকন। সোমবার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গোপনে বাড়িতে যান তিনি। খবর পেয়ে পুলিশের একটি দল তার বাড়িতে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির দেয়াল টপকে পালানোর চেষ্টা করেন লিংকন। পুলিশ ধাওয়া করে তাকে গ্রেপ্তার করে।
তিনি আরো জানান, খান সাহেব স্কুলের সামনে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় টুঙ্গিপাড়া থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারনামীয় আসামি লিংকন মোল্লা। তার বিরুদ্ধে আরো কয়েকটি মামলা আছে।
ঢাকা/বাদল/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দেবদাসে শুরু, প্রথম ছবিতেই বাজিমাত
ফেসবুক