মাগুরায় ৮ বছরের শিশুর ধর্ষকদের বিচারের দাবিতে সমাবেশ করেছে মাগুরা জেলা আইনজীবী সমিতি। এসময় তারা ওই ঘটনায় জড়িতদের আইনি সহযোগিতা না দেওয়ার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে জেলা জজ আদালতের সামনে এই কর্মসূচি পালন করেন আইনজীবীরা।  

সমাবেশে বক্তব্য রাখেন- মাগুরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকে শাহেদ হাসান টগর, অ্যাডভোকে রকুনুজ্জামান ও নারী শিশু নির্যাতন ট্রাবুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল।

আরো পড়ুন:

ছেলের পর কিশোরীকে ‘ধর্ষণ’ করেন বাবা

কুমিল্লায় ৪৮ ঘণ্টায় ৩ ঘটনা, ধর্ষণের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থায় ‘ঘাটতি’

বক্তারা বলেন, তারা শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি চান। তারা ধর্ষকদের পক্ষে কোনো আইনি সহযোগিতা প্রদান করবেন না বলেও ঘোষণা দেন। 

ঢাকা/শাহীন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আইনজ ব

এছাড়াও পড়ুন:

মুক্তিযুদ্ধ জাদুঘরে অগ্নিকাণ্ডের নিরপেক্ষ তদন্ত দাবি গণতান্ত্রিক আইনজীবী সমিতির

ঢাকায় মুক্তিযুদ্ধ জাদুঘরে সংঘটিত অগ্নিকাণ্ডের নিরপেক্ষ তদন্ত এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য অধিকতর নিরাপত্তার দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি।

সোমবার সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. ইয়াহিয়া এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরীর পক্ষে পাঠানো বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে তাঁরা বলেছেন, ‘মুক্তিযুদ্ধের মীমাংসিত ন্যারেটিভের বিরুদ্ধে এখন যেভাবে আঘাত হানা হচ্ছে, সে ক্ষেত্রে মুক্তিযুদ্ধ জাদুঘরের ওপর হামলা এবং এর দলিলাদি ধ্বংসের চক্রান্তের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।’

বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট তারজেল হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে বর্তমান পরিস্থিতি বিবেচনায় মুক্তিযুদ্ধ জাদুঘরের নিরাপত্তা আরও বাড়াতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানানো হয়েছে।

মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষিত ইতিহাস ও দলিলাদি কেউ ধ্বংস করলে তার দায়দায়িত্ব বর্তমান অন্তর্বর্তী সরকার কোনোভাবে এড়াতে পারবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • ইসলামী ব্যাংকে এস আলম সংশ্লিষ্ট ২৪ পরিচালকের ব্যাংক হিসাব অবরুদ্ধ
  • এখন দুতার্তেকে কী করা হবে
  • শিশু যৌন নিপীড়ন ধাপাচাপা দিতে সাংবাদিককে আইনজীবীর চাপ
  • ইসলামী ব্যাংকে এস আলম–সংশ্লিষ্ট ২৪ শেয়ারহোল্ডার পরিচালকের ব্যাংক হিসাব অবরুদ্ধ, দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • জামালখানে শিশুকে ধর্ষণের পর হত্যা, তিন বছর ধরে বিচারের জন্য ঘুরছে পরিবার
  • বিচারক নিয়োগ প্রক্রিয়ায় আইনজীবী প্রতিনিধি রাখার দাবি
  • রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানোর বিধান নিয়ে রুল
  • তিন জেলায় ধর্ষণের শিকার তিন স্কুলশিক্ষার্থী
  • মুক্তিযুদ্ধ জাদুঘরে অগ্নিকাণ্ডের নিরপেক্ষ তদন্ত দাবি গণতান্ত্রিক আইনজীবী সমিতির