কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামী লীগের সাবেক অফিস থেকে মাসুম হোসেন (৩২) নামে আওয়ামী লীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। এছাড়াও সেখান থেকে একটি ওয়ান শুটার গান, দুটি শটগানের গুলি, একটি চায়না রাইফেলের গুলি ও দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর মোড় থেকে অস্ত্র-গুলি ও ককটেলসহ তাকে আটক করা হয়। আটক মাসুম চরসাদিপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, চরসাদিপুর মোড়ে আওয়ামী লীগের অফিস গত ৫ আগস্টের পর মানব কল্যাণ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছিল। অফিসটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানানো থাকায় বশির আহমেদ নামের স্থানীয় এক বিএনপি কর্মী প্রতিবাদ করলে মাসুম তাকে মারধর করে ও অস্ত্র দেখিয়ে ভয় দেখায় বলে অভিযোগ ওঠে। 

সোমবার পুলিশে খবর দিলে সেখানে তল্লাশি করে মাসুমকে আটক করে পুলিশ। পরে মাসুমের দেখানো অফিস কক্ষ থেকে দুটি শটগানের গুলি, একটি চায়না রাইফেলের গুলি, একটি ওয়ান শুটার গান ও দুটি ককটেল উদ্ধার করে। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার আলামত ও আটক মাসুমকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: উদ ধ র আটক আওয় ম

এছাড়াও পড়ুন:

ইউনিসেফের ইয়ং লিডারস প্রোগ্রাম, বয়স ৩০-এর নিচে হলে করুন আবেদন

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ শিশুদের নিয়ে নানা ধরনের কাজ করে। ভবিষ্যৎ নেতা গঠন–বিষয়ক এক প্রোগ্রাম শুরু করেছে ইউনিসেফ। এ প্রোগ্রামে নাম ইউনিসেপ লিডারশিপ প্রোগ্রোম (তরুণ নেতৃত্ব কর্মসূচি)। বাংলাদেশের তরুণ নেতৃত্বের জন্য এ কর্মসূচিতে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদন শুরু হয়েছে ৫ মার্চ থেকে। এ কর্মসূচি শুরু হবে আগামী ৪ মে, চলবে ১০ মে পর্যন্ত (ভ্রমণের দিনসহ)।

আবদনের যোগ্যতা

বাংলাদেশের স্বীকৃত কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস।

আবেদনকারীদের ইংরেজিতে সাবলীল হতে হবে।

আবেদনকারীর বয়স ৩০ বছরের কম হতে হবে।

পেশাদার, জনসাধারণ অথবা ব্যক্তিগত ক্ষেত্রে নেতৃত্বের রেকর্ড থাকতে হবে।

আরও পড়ুন৪৮ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, এইচএসসি পাস ১৮-৩৫ বয়সীর সুযোগ, ভাতা দৈনিক ২০০০৬ মার্চ ২০২৫আর্থিক সহায়তা

এ প্রোগ্রামের জন্য সর্বোচ্চ ৩০ জন অংশগ্রহণকারীকে নির্বাচিত করা হবে। প্রোগ্রামের জন্য নির্বাচিতরা আর্থিক সহায়তা পাবেন। এ আর্থিক সহায়তায় প্রোগ্রামের খরচ, বাসস্থান, খাবার ও প্রোগ্রাম ভেন্যু গাজীপুরে যাওয়া এবং সেখান থেকে সংলগ্ন অন্য যেকোনো স্থানে যাতায়াত করা যাবে।

আবেদনপত্র অনলাইনে জমা দিতে হবে। আবেদনের সঙ্গে যা যা জমা দিতে হবে

একটি স্টেটম্যান্ট অব পারপাস (সর্বোচ্চ তিন পৃষ্ঠা) লিখতে হবে।

এ কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে আপনি কী অবদান রাখতে চান এবং কী অর্জন করতে চান তা জানাতে হবে।

নেতৃত্বের ভূমিকা ও উদ্ভাবনের সুনির্দিষ্ট উদাহরণ উল্লেখ করতে হবে।

আপনার সম্প্রদায় বা সমাজে আপনি কী পরিবর্তন আনতে চান।

নেতৃত্ব কর্মসূচি আপনাকে আপনার লক্ষ্য অর্জনে কীভাবে সাহায্য করবে।

জীবনবৃত্তান্ত (সর্বোচ্চ দুই পৃষ্ঠা। লিঙ্কডইন প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইল/সোশ্যাল মিডিয়া লিংক যোগ করতে হবে)।

পাসপোর্ট সাইজের ছবি (Jpg ফাইল)।

আরও পড়ুনদেশের আরও তিনটি মাধ্যমিক বিদ্যালয় সরকারি হলো২১ ঘণ্টা আগে

দুটি রেকমেন্ডেশন (সুপারিশপত্র) লাগবে। সুপারিশে স্বাক্ষর এবং লেটারহেড থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতার সনদের কপি।

ইংরেজিতে আত্মপরিচয়মূলক ভিডিও (সর্বোচ্চ ২ মিনিটের)।

শিক্ষাগত সনদের কপি।

ইংরেজিতে নিজের একটি আত্মপরিচয়মূলক ভিডিও (সর্বোচ্চ ২ মিনিট)।

আবেদনপত্রের পুরো প্যাকেজটি [email protected] ঠিকানায় পাঠাতে হবে। ‘ইয়ং লিডারস ২০২৫’-এর বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আবেদনে গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু: ৫ মার্চ ২০২৫

আবেদন শেষ: ৩০ মার্চ ২০২৫

আরও পড়ুনতুরস্কে বিলকেন্ট ইউনিভার্সিটির বৃত্তি, আইইএলটিএসে ৬.৫ হলে আবেদন ০৮ মার্চ ২০২৫

সম্পর্কিত নিবন্ধ