গোলাপি বল, দিবারাত্রির ম্যাচ—টেস্ট ক্রিকেটের ১৫০তম বার্ষিকীর ম্যাচটি রঙিনই হচ্ছে
Published: 11th, March 2025 GMT
২০২৭ সালে টেস্ট ক্রিকেটের ১৫০তম বার্ষিকীতে টেস্ট খেলবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড—এটা পুরোনো খবর। নতুন খবর, টেস্ট ক্রিকেটের আঁতুড়ঘর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) সেই ম্যাচটি হবে গোলাপি বলে দিবারাত্রির। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আজ জানিয়েছে এই খবর। মাঠে বেশি দর্শক টানতেই এই উদ্যোগ।
১৮৭৭ সালের ১৫ মার্চ এমসিজিতে শুরু হয়েছিল ইতিহাসের প্রথম টেস্ট। সেই ম্যাচের ১৫০তম বার্ষিকীতে আয়োজিত হতে যাওয়া একমাত্র টেস্টটি শুরু হবে ২০২৭ সালের ১১ মার্চ। ম্যাচটি পঞ্চম দিনে গড়ালে শেষ হবে ১৫ মার্চ। এমসিজিতে এটাই হবে ছেলেদের ক্রিকেটের প্রথম দিবারাত্রির টেস্ট। এ বছর মেয়েদের অ্যাশেজের একটি দিবারাত্রির টেস্ট হয়েছে এখানে।
ফ্লাডলাইটের নিচে খেলাটা হবে আমাদের খেলাটার সমৃদ্ধ ঐতিহ্য ও টেস্ট ক্রিকেটের আধুনিক রূপের উদ্যাপন। দারুণ এই উপলক্ষে বেশি মানুষের উপস্থিতিও নিশ্চিত করবে এই সিদ্ধান্ত। টড গ্রিনবার্গ, প্রধান নির্বাহী, সিএইংল্যান্ড ও অস্ট্রেলিয়া মেলবোর্নে সর্বশেষ টেস্ট খেলেছে ২০২১ সালে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
১৫০তম বছর পূর্তির অ্যাশেজ হবে পিংক বলে
টেস্ট ক্রিকেটে পিংক বলে সবচেয়ে বেশি খেলে অস্ট্রেলিয়া। দিবা-রাত্রির টেস্টে সফলতাও বেশি অজিদের। অস্ট্রেলিয়া এবার ক্রিকেট ভক্তদের জন্য নিয়ে আসছে একটা চমক। টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে এই দুই দল যে একটা টেস্ট খেলবে বলে ঠিক করে রেখেছিল, সেটা হতে যাচ্ছে পিংক বলে।
১৮৭৭ সালের ১৫ মার্চ যাত্রা শুরু হয়েছিল টেস্ট ক্রিকেটের। এই ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ক্রিকেটের জনক ইংল্যান্ড। টেস্ট ক্রিকেট সিরিজের ১৫০তম বছরের পূর্তি উপলক্ষে দুই দেশের ক্রিকেট বোর্ডই ২০২৭ সালের মার্চে একটা টেস্ট খেলতে রাজি হয়।
আর বড় খবর হচ্ছে এই ম্যাচটা অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ন স্টেডিয়ামের একটি মেলবর্নে। মার্চ ১১-১৫ তারিখে অনুষ্ঠিতব্য এই ম্যাচে বেশি দর্শক টানার জন্য টেস্টটি হবে দিবা-রাত্রির।
আরো পড়ুন:
দুই বছরের জন্য আইপিএল থেকে নিষিদ্ধ হওয়ার পথে ব্রুক
২১ নভেম্বর পার্থে শুরু অ্যাশেজ, ব্রিসবেনে দিবারাত্রি টেস্ট
ঐতিহাসিক ১৮৭৭ সালের প্রথম টেস্ট ও ১৯৭৭ সালের শততম বছর উপলক্ষে আয়োজিত সেন্টেনারি টেস্ট হয়েছিল লাল বলে। মজার বিষয় হচ্ছে ওই দুটি ম্যাচের ফলাফল একই ছিল। অস্ট্রেলিয়া ৪৫ রানে জয়ী হয়েছিল। পিংক বলে ভিন্ন ভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৫০তম বছর পূর্তি উপলক্ষে আয়োজিত টেস্টটি। তবে প্রথম আর সেন্টেনারি ম্যাচে হারার পর ওই আসন্ন ম্যাচটিতে ইংল্যান্ড জিতবে কিনা সেই উত্তর সময়ের হাতে তোলা থাক।
ঢাকা/নাভিদ