স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে কক্সবাজারে মশালমিছিল
Published: 11th, March 2025 GMT
সারা দেশে নারীর প্রতি অব্যাহত সহিংসতা এবং মব (দলবদ্ধ বিশৃঙ্খলা) বন্ধে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন দাবি করে তাঁর পদত্যাগের দাবিতে কক্সবাজারে মশালমিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাতে কক্সবাজার নিপীড়নবিরোধী মঞ্চ ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়। এতে জেলার বিভিন্ন সাংস্কৃতিক-সামাজিক সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।
মশালমিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে ঘুম গাছতলা এলাকার পুরাতন শহীদ মিনার প্রাঙ্গণে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। কর্মসূচিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), উদীচী, খেলাঘর আসর, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, গ্রিন ভয়েস, ডিভা ফাউন্ডেশনসহ কয়েকটি সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করেন। সভাপতিত্ব করেন জেলা খেলাঘরের সভাপতি সুবিমল পাল পান্না।
সমাবেশে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক সৌরভ দেব বলেন, ‘এমন বাংলাদেশ আমরা কখনো চাইনি। পোশাকের নামে নারী লাঞ্ছনাকারী ও নারী নিপীড়নকারীদের বিচারের আওতায় আনতে হবে। সাত মাসে মব জাস্টিসের নামে যেসব বিচারবহির্ভূত কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়েছে, সেসবেরও বিচার নিশ্চিত করতে হবে। ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।’
বাংলাদেশ যুব ইউনিয়ন কক্সবাজার জেলা শাখার নেত্রী ফাতেমা আক্তার বলেন, যে পুরুষ ধর্ষণ করে, সে কখনো মানুষ হতে পারে না। সে বিকৃত মস্তিষ্কের পিশাচ। এমন পিশাচের শাস্তি নিশ্চিত করতে হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দেবদাসে শুরু, প্রথম ছবিতেই বাজিমাত
ফেসবুক