বকেয়া বেতন এবং কারখানা শ্রমিককে মারধরের প্রতিবাদে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছিলেন বিক্ষুব্ধ শ্রমিকরা। শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিলে তিন ঘণ্টা পর দুই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৮টার দিকে বিক্ষোভ শুরু করে। এ সময় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে ওই সড়কের উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। সকাল ১১টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

অপরদিকে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলা মৌচাকো অবস্থিত গ্লোবাস কারখানার শ্রমিককে মারধরের ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। সকাল ৮টার দিকে ওই কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে শুরু করেন। শিল্প পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। সকাল ১০টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তাদের আন্দোলনের কারণে আশপাশের অন্তত ১৫ টি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। 

আরো পড়ুন:

গাজীপুরে ২ মহাসড়ক অবরোধ, যানচলাচল বন্ধ 

কমলাপুরে নির্মাণাধীন মেট্রোরেল স্টেশনের ওপর থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

গ্লোবাস কারখানার শ্রমিক রেজাউল ইসলাম বলেন, “আমাদের কারখানার শ্রমিককে অফিসে ডেকে নিয়ে স্টাফরা মারধর করে। এসময় সব শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। কয়েকটি দাবিও তুলে ধরা হয়। সেদিন কর্তৃপক্ষ দাবিগুলো মানলেও এরপর থেকে কারখানা খুলছে না। গায়ে হাত তোলার বিচারও করছে না।” 

মন্ট্রিমস লিমিটেড নামে কারখানার শ্রমিক লাবিব হোসেন বলেন, “মৌচাকের একটি কারখানায় ঝামেলার কারণে কিছু শ্রমিক আমাদের কারখানার সামনে আসে। সকাল ৯ টার দিকে আমাদের কারখানা ছুটি দিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।”

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, “সকাল ১০টার পর মহাসড়ক স্বাভাবিক হয়েছে। মারধরের ঘটনায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গেলে শ্রমিকরা রাস্তা ছেড়ে চলে যায়।”

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, “সকাল ৮টা থেকে শ্রমিকরা গত মাসের বেতনের দাবিতে বিক্ষোভ করেছে। সকাল ১১টা থেকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।”

ঢাকা/রেজাউল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম রধর

এছাড়াও পড়ুন:

ময়মনসিংহে ‘সমন্বয়ক’ পরিচয়ে টাকা আদায়ের ঘটনায় মামলা

ছবি: ভিডিও থেকে নেওয়া

সম্পর্কিত নিবন্ধ

  • নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অজ্ঞান পার্টির খপ্পরে, প্রতিবাদে মহাসড়ক অবরোধ
  • টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
  • ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩
  • ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩
  • ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত
  • ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
  • ঈদে চলবে ৫ জোড়া বিশেষ ট্রেন
  • সৌদিতে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, লাশ আনা নিয়ে দুশ্চিন্তায় পরিবার
  • ময়মনসিংহে ‘সমন্বয়ক’ পরিচয়ে টাকা আদায়ের ঘটনায় মামলা