নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অজ্ঞান পার্টির খপ্পরে, প্রতিবাদে মহাসড়ক অবরোধ
Published: 11th, March 2025 GMT
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। ইমাম পরিবহন নামের একটি বাসে অজ্ঞান পার্টি অচেতন করে সঙ্গে থাকা জিনিসপত্র লুটে নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ নগরের দীঘারকান্দা বাইপাস মোড়ে ফেলে যায় তাঁকে। এই খবরে গতকাল সোমবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, গতকাল হালুয়াঘাট থেকে ক্যাম্পাসে ফিরছিলেন ব্যবস্থাপনা বিভাগের ১৭তম ব্যাচের রাহি। ইফতারের সময় ময়মনসিংহ নগরের দীঘারকান্দা বাইপাস এলাকায় ইমাম পরিবহনের একটি বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। বাস থেকে অচেতন অবস্থায় রাহিকে রাস্তায় নামিয়ে চলে যায় বাসটি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ওই খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত সোয়া ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় ইমাম পরিবহনের বাস আটক করেন। তাঁরা ওই ঘটনার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করেন। এ সময় শিক্ষার্থীরা দাবি জানান, আজ মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে জেলা পরিবহন মালিক সমিতি, ইমাম গাড়ির প্রতিনিধি, ওই বাসের চালক, তাঁর সহকারীকে বিশ্ববিদ্যালয়ে হাজির করতে হবে। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বন্ধ করা হবে। ভুক্তভোগী শিক্ষার্থীর চিকিৎসার ব্যয় ইমাম পরিবহনকে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সব রুটে বাসের ভাড়া সমন্বয় করে নির্ধারিত করে দিতে হবে। ত্রিশালে সব বাসের কাউন্টার দিতে হবে।
পরে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপস্থিত হন। তাঁদের কাছ থেকে দাবি পূরণের আশ্বাস পেয়ে দিবাগত রাত পৌনে একটার দিকে মহাসড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাদ কবির বলেন, শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে ময়মনসিংহ পরিবহন মালিক সমিতি আজ ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বসতে রাজি হয়েছে। যদি পরিবহন প্রশাসন আজ দুপুর ১২টার মধ্যে ছাত্রদের সঙ্গে না বসে, তাহলে ছাত্ররা অনির্দিষ্টকালের জন্য ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বন্ধ করে দেবেন।
ত্রিশালের ইউএনও আবদুল্লাহ আল বাকীউল বারী বলেন, হালুয়াঘাট থেকে ক্যাম্পাসের দিকে আসা এক শিক্ষার্থীকে অজ্ঞান করে তাঁর সব জিনিসপত্র লুট করা হয়েছে। পরে তাঁকে রাস্তায় নামিয়ে রেখে চলে যান বাসের লোকজন। এ খবরে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। আজ দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৬ হাজার ৯৭২ জন
সারাদেশের মতো ময়মনসিংহ শিক্ষা বোর্ডেও শুরু হয়েছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। রুটিন অনুযায়ী তত্ত্বীয় অংশের পরীক্ষা চলবে আগামী ১৩মে পর্যন্ত, আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে।
প্রশ্নপত্র ফাঁস ও নিরাপত্তার লক্ষ্যে সরকার ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
ময়মনসিংহের স্কুলগুলোতে সকাল ১০টায় পরীক্ষা শুরু হলেও ৮টা থেকে কেন্দ্রের সামনে অপেক্ষা করতে দেখা যায় পরীক্ষার্থী ও অভিভাবকদের। ৯টার দিকে গেট খুলে দিলে কেন্দ্রে প্রবেশ করেন শিক্ষার্থীরা।
জানা যায়, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এ বছর ১৫৬ পরীক্ষা কেন্দ্রে মোট ১ লাখ ৬ হাজার ৯৭২ জন এসএসসি ও সমমনা পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এর মাঝে বিজ্ঞান শাখায় ৪৪ হাজার ৪৫৩ জন, মানবিক শাখায় ৫৭ হাজার ৭৫ জন, ব্যবসায় শিক্ষা শাখায় ৫ হাজার ৪৪৪ জন। এদের মাঝে ছাত্র সংখ্যা ৫৪ হাজার ৪৬৫ ও ছাত্রী সংখ্যা ৫২ হাজার ৫০৭ জন। গত বছর এই বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ২০ হাজার ৩৪৪ জন।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আবু সায়েম মো. হাসান জানান, পরীক্ষা শান্তিপূর্ণ করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে আমরা খোঁজ খবর রাখছি। প্রশ্নপত্র ফাঁস রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।