ভারতের প্রথম নারী ‘সুপারস্টার’, ‘জুবিলি গার্ল’ মমতাজকে চেনেন কি
Published: 11th, March 2025 GMT
ভারতীয় চলচ্চিত্রের ইতিহাস অনেক পুরোনো। উনিশ শতকের শুরুর দিকে দাদাসাহেব ফালকের হাত ধরে মোশন পিকচারের যাত্রা শুরু হয়। ভারতীয় চলচ্চিত্রে এই ধারার পথপ্রদর্শক মনে করা হয় তাঁকে। দাদাসাহেবের এই নতুন পথের যাত্রা চলচ্চিত্র ইতিহাসের বাঁক বদলে দিয়েছিল। ওই সময়ের তারকাদের মধ্যে ছিলেন কে এল সায়গল, করণ দেওয়ান, অশোক কুমার প্রমুখ। জেনে আশ্চর্য হতে হয়, তাঁদের বিপরীতে ছিলেন একজন কিশোরী। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ১৬ বছর বয়সে অভিনয় শুরু করেন তিনি। পরপর তাঁর চারটি ছবি জুবিলি হিট হয়। চলচ্চিত্র অঙ্গনে তাঁর সাফল্যে রীতিমতো সাড়া পড়ে যায়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই ২৬ বছর বয়সে সবাইকে অবাক করে দিয়ে আকাশছোঁয়া খ্যাতি, স্বর্ণখচিত ক্যারিয়ারকে ‘বাই’ বলে দেন তিনি। চলচ্চিত্র অঙ্গন থেকে গুটিয়ে নেন নিজেকে। নাম তাঁর মমতাজ, পুরো নাম মমতাজ শান্তি।
বলা হয়ে থাকে, ১৬ বছর বয়সে তিনি অভিনয় শুরু করেন। কিন্তু এটা ছিল প্রধান চরিত্রে অর্থাৎ নায়িকা হিসেবে। এর আগে পাঞ্জাবি চলচ্চিত্রে ১৯৩৭ সালে শিশুশিল্পী হিসেবে অভিষেক হয় তাঁর। প্রধান চরিত্রে অভিনয় করেন ১৯৪২ সালে। তখন তাঁর বয়স ১৬ বছর। রূপ কে.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: চলচ চ ত র মমত জ র বয়স
এছাড়াও পড়ুন:
গোবিন্দকে কেন গালিগালাজ করেছিলেন কাদের খান?
একসময়ের জনপ্রিয় বলিউড অভিনেতা গোবিন্দ। তার নাচের মুদ্রাগুলো ভক্তদের হৃদয়ে এখনো অমলিন। নাচের আলাদা ধরন আর অভিনয় গোবিন্দকে খ্যাতির শীর্ষে নিয়ে যায়। তবে তার এই যাত্রা কণ্টকাকীর্ণ ছিল। অনেক সংগ্রাম করে নিজের অবস্থান তৈরি করেন গোবিন্দ।
দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন গোবিন্দ। বলিউডের তাবড় তাবড় তারকাকে সহশিল্পী হিসেবে পেয়েছেন। প্রয়াত বরেণ্য অভিনেতা কাদের খানের সঙ্গে অনেক কাজের সুযোগ পেয়েছেন গোবিন্দ। শুটিং সেটে একবার গোবিন্দকে গালিগালাজ করেছিলেন কাদের খান।
কয়েক দিন আগে মুকেশ খান্নাকে সাক্ষাৎকার দিয়েছেন গোবিন্দ। এ আলাপচারিতায় পুরোনো সেই ঘটনা ব্যাখ্যা করেন তিনি। ঘটনার বর্ণনা দিয়ে গোবিন্দ বলেন, “সকাল ৭টায় শুটিং সেটে পৌঁছাই। সকাল থেকেই বসেছিলাম, অপেক্ষা করছিলাম। কিন্তু আমার শুটিং দুপুর ১২টা ১০ মিনিটে সেট করেছিল। যার কারণে আমি দুপুরের খাবার দিতে বলি।”
আরো পড়ুন:
ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় না করার কারণ জানালেন কারিনা
আমাকে নিয়ে বলিউডে ষড়যন্ত্র হয়েছে: গোবিন্দ
সেই সময়ে গোবিন্দর সহঅভিনেতা কাদের খান এসে জানতে চান, এখন কি দুপুরের খাবার খাওয়ার সময়? খাবার খাওয়া বাদ দিয়ে গোবিন্দকে শট দিতে বলেন কাদের খান। জবাবে গোবিন্দ বলেন, “সকাল থেকে অপেক্ষা করছি। আমি এখন ক্ষুধার্ত। খাবার খাওয়ার পরই আমি শুটিং শুরু করব। আপনিও আমার সঙ্গে খাবার খেতে বসেন।”
এরপরই কাদের খানের সঙ্গে তর্ক লাগে গোবিন্দর। বরেণ্য তারকা কাদের খান শান্ত হননি। রেগে গিয়ে গোবিন্দকে বলেন, “মানুষকে বলতে শুনেছি, ‘গোবিন্দ নাকি আজকাল কঠিন সময় পার করছে।’ তুমি কি কাউকে ভয় পাও না?” কাদের খানের প্রশ্নের উত্তরে গোবিন্দ বলেন, “আমি কেবল ঈশ্বরকে ভয় পাই। আপনি আমার জন্য অপেক্ষা করুন।”
সেদিন কাদের খান গালিগালাজ করেছিলেন। এ তথ্য উল্লেখ করে গোবিন্দ বলেন, “আমাকে অনেক গালিগালাজ করলেন। সাধারণত, তিনি এটা করেন না। আবার আমাকে অনেক ভালোওবাসতেন তিনি।”
আশির দশকের মাঝামাঝি সময়ে বলিউডে পা রাখেন গোবিন্দ। তার প্রথম ও দ্বিতীয় সিনেমা ‘ইলজাম’ ও ‘লাভ ৮৬’ মুক্তি পায়। বক্স অফিসে দুটো সিনেমাই হিট হয়। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি গোবিন্দকে।
এরপর ‘রাজা বাবু’, ‘কুলি নম্বর ১’, ‘হিরো নম্বর ১’, ‘সাজন চলে সসুরাল’-এর মতো সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন নব্বই দশকের এই ব্যস্ত অভিনেতা গোবিন্দ।
তথ্যসূত্র: পিঙ্কভিলা
ঢাকা/শান্ত