লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও বিএনপি নেতা নাজিম উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল সোমবার রাত ১২টার দিকে রাজধানীর বনানী এলাকার বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ভাতিজা ও লক্ষ্মীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক হাসিবুল সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসিবুল জানান, নাজিম উদ্দিন বিএনপি জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। তার মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় নেতারা শোক জানিয়েছেন।

পারিবারিক সূত্র জানায়, ১৯৬৮ সালে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের ভাদুর মিয়া বাড়িতে জন্মগ্রহণ করেন নাজিম উদ্দিন। তিনি রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ মঙ্গলবার বেলা ২টায় রামগঞ্জ সরকারি কলেজ মাঠ ও বেলা আড়াইটায় নিজ গ্রামের বাদুর উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স ব ক এমপ ব এনপ র মগঞ জ ব এনপ

এছাড়াও পড়ুন:

দেবদাসে শুরু, প্রথম ছবিতেই বাজিমাত

ফেসবুক

সম্পর্কিত নিবন্ধ