নড়াইলে বিএনপি অফিসে বোমা হামালার ঘটনায় মামলা
Published: 11th, March 2025 GMT
নড়াইলের সিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির অফিসে বোমা হামলা চালিয়ে তিনজনকে আহত করার ঘটনায় মামলা হয়েছে। এতে সিংগাশোলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখসহ ৮ জনকে আসামি করা হয়েছে।
গতকাল সোমবার বিকেলে নড়াইল সদর থানায় বিএনপি নেতা আহত বাবু মোল্যা বাদী হয়ে মামলাটি করেন। মঙ্গলবার (১১ মার্চ) সকালে নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে গোবরা স্টান্ডে ইউনিয়ন বিএনপির অফিসে বসে মিটিং করছিলেন নেতাকর্মীরা। এসময় সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে তিনটি বোমা নিক্ষেপ করে। বোমা বিস্ফোরিত হলে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বাবু মোল্যা (৫৫), গোবরা গ্রামের আবুল হেসেন গাজীর ছেলে নিউটন গাজী (৩৯) ও একই গ্রামের সৈয়দ জাফর আলীর ছেলে সৈয়দ ওয়াজেদ আলী টিটু (৪২) আহত হন। আহতদের মধ্যে সৈয়দ ওয়াজেদ আলী টিটুর অবস্থা আশংখা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
আরো পড়ুন:
চাঁদা না পেয়ে এলজিইডি প্রকৌশলীর ওপর হামলা, থানায় মামলা
মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম
নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম মঙ্গলবার (১১ মার্চ) সকালে বলেন, “বোমা হামলার ঘটনায় সোমবার বিকেলে মামলা হয়েছে। এতে সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখকে প্রধান আসামি করে ৮ জনের নামসহ অজ্ঞাত আরো ৬-৭জনকে আসামি করা হয়েছে। আসামিরা কেউ এলাকায় না থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
ঢাকা/শরিফুল/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ আহত অভ য গ ব এনপ
এছাড়াও পড়ুন:
গোবিন্দকে কেন গালিগালাজ করেছিলেন কাদের খান?
একসময়ের জনপ্রিয় বলিউড অভিনেতা গোবিন্দ। তার নাচের মুদ্রাগুলো ভক্তদের হৃদয়ে এখনো অমলিন। নাচের আলাদা ধরন আর অভিনয় গোবিন্দকে খ্যাতির শীর্ষে নিয়ে যায়। তবে তার এই যাত্রা কণ্টকাকীর্ণ ছিল। অনেক সংগ্রাম করে নিজের অবস্থান তৈরি করেন গোবিন্দ।
দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন গোবিন্দ। বলিউডের তাবড় তাবড় তারকাকে সহশিল্পী হিসেবে পেয়েছেন। প্রয়াত বরেণ্য অভিনেতা কাদের খানের সঙ্গে অনেক কাজের সুযোগ পেয়েছেন গোবিন্দ। শুটিং সেটে একবার গোবিন্দকে গালিগালাজ করেছিলেন কাদের খান।
কয়েক দিন আগে মুকেশ খান্নাকে সাক্ষাৎকার দিয়েছেন গোবিন্দ। এ আলাপচারিতায় পুরোনো সেই ঘটনা ব্যাখ্যা করেন তিনি। ঘটনার বর্ণনা দিয়ে গোবিন্দ বলেন, “সকাল ৭টায় শুটিং সেটে পৌঁছাই। সকাল থেকেই বসেছিলাম, অপেক্ষা করছিলাম। কিন্তু আমার শুটিং দুপুর ১২টা ১০ মিনিটে সেট করেছিল। যার কারণে আমি দুপুরের খাবার দিতে বলি।”
আরো পড়ুন:
ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় না করার কারণ জানালেন কারিনা
আমাকে নিয়ে বলিউডে ষড়যন্ত্র হয়েছে: গোবিন্দ
সেই সময়ে গোবিন্দর সহঅভিনেতা কাদের খান এসে জানতে চান, এখন কি দুপুরের খাবার খাওয়ার সময়? খাবার খাওয়া বাদ দিয়ে গোবিন্দকে শট দিতে বলেন কাদের খান। জবাবে গোবিন্দ বলেন, “সকাল থেকে অপেক্ষা করছি। আমি এখন ক্ষুধার্ত। খাবার খাওয়ার পরই আমি শুটিং শুরু করব। আপনিও আমার সঙ্গে খাবার খেতে বসেন।”
এরপরই কাদের খানের সঙ্গে তর্ক লাগে গোবিন্দর। বরেণ্য তারকা কাদের খান শান্ত হননি। রেগে গিয়ে গোবিন্দকে বলেন, “মানুষকে বলতে শুনেছি, ‘গোবিন্দ নাকি আজকাল কঠিন সময় পার করছে।’ তুমি কি কাউকে ভয় পাও না?” কাদের খানের প্রশ্নের উত্তরে গোবিন্দ বলেন, “আমি কেবল ঈশ্বরকে ভয় পাই। আপনি আমার জন্য অপেক্ষা করুন।”
সেদিন কাদের খান গালিগালাজ করেছিলেন। এ তথ্য উল্লেখ করে গোবিন্দ বলেন, “আমাকে অনেক গালিগালাজ করলেন। সাধারণত, তিনি এটা করেন না। আবার আমাকে অনেক ভালোওবাসতেন তিনি।”
আশির দশকের মাঝামাঝি সময়ে বলিউডে পা রাখেন গোবিন্দ। তার প্রথম ও দ্বিতীয় সিনেমা ‘ইলজাম’ ও ‘লাভ ৮৬’ মুক্তি পায়। বক্স অফিসে দুটো সিনেমাই হিট হয়। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি গোবিন্দকে।
এরপর ‘রাজা বাবু’, ‘কুলি নম্বর ১’, ‘হিরো নম্বর ১’, ‘সাজন চলে সসুরাল’-এর মতো সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন নব্বই দশকের এই ব্যস্ত অভিনেতা গোবিন্দ।
তথ্যসূত্র: পিঙ্কভিলা
ঢাকা/শান্ত