রাজধানীর পল্লবী থানায় ঢুকে এক যুবক হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। এতে থানার ওসিসহ তিনজন আহত হয়েছেন। সোমবার রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে হামলাকারী আবদুর রাজ্জাক ফাহিমসহ চার যুবককে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন- পল্লবী থানার ওসি নজরুল ইসলাম, এসআই শরিফুল ইসলাম ও এএসআই মো. নাসির। তারা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ওসি নজরুল ইসলাম সমকালকে বলেন, ফাহিম নামে ওই যুবক থানায় এসে দাবি করেন, এলাকায় একটি খুন হয়েছে। এরকম ঘটনা আমার জানা নেই- বললে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি বলেন- আপনি এটা নিয়ে লুকোচুরি করছেন কেন? আপনার ডিউটি অফিসার জানে। তখন ওই যুবককে নিয়ে ডিউটি অফিসারের কাছে যায়। সেখানে অন্যরাও বলেন, এরকম ঘটনা তাদের জানা নেই। পরে ওই যুবকের পরিচয় জানতে চাইলে তিনি কিছু বলেন না। একপর্যায়ে আমি তার হাত ধরে নিয়ে যেতে চাইলে তিনি হঠাৎ আমাকে কিল-ঘুষি মারতে শুরু করেন। তখন এএসআই নাসির তা ঠেকাতে এলে ওই যুবক মেরে তার একটি আঙুল ভেঙে দেন। এ ছাড়া এসআই শরিফুলের কপালে ঘুষি মারেন। পরে আমরা তাকে আটক করি।

ওসি জানান, আটকের পর ওই যুবককে জিজ্ঞাসাবাদে জানা যায়, বাইরে একটি গাড়িতে আরও তিনজন রয়েছেন। পরে তাদেরকেও আটক করা হয়। তাদের বাড়ি গাজীপুর। তারা কেন এমন কাণ্ড করেছেন তা জানার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বগুড়ায় ছিনতাইকারীর হামলায় আহত দুই পুলিশ সদস্য হাসপাতালে  

বগুড়ায় ছিনতাইকারীরা পুলিশের ওপর হামলা করেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শহরের ধাওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় নারুলি পুলিশ ফাঁড়ির এটিএসআই ফিরোজ আহমেদ ও কনস্টেবল মাহবুব আলম গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

নারুলি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হক জানান, মঙ্গলবার দুপুরে সারিয়াকান্দি থেকে বালুভর্তি একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। পথে ফুলবাড়ী ফাঁড়ি এলাকায় দ্বিতীয় বাইপাস সড়কে একদল দুর্বৃত্ত ট্রাকটি থামিয়ে চালককে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে চালককে দিয়ে ট্রাকটি নারুলিতে নিয়ে যায়। সেখান থেকে আবার ধাওয়াপাড়ায় একটি মাঠে এনে ট্রাক থেকে বালু নামিয়ে একটি ছ মিলের পাশে রেখে দেয়। এরপর চালককে সুইট নামে এক ব্যক্তির বাড়িতে নিয়ে আটকে রাখা হয় এবং তার মালিকের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ অভিযান চালিয়ে চালক ও ট্রাকটি উদ্ধার করে। এ সময় সুইট পালিয়ে গেলেও প্রাচীরের পাশ থেকে দুর্বৃত্তরা ইটপাটকেল ছুড়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে আহত হন এটিএসআই ফিরোজ ও কনস্টেবল মাহবুব। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন জানান, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • মাদারীপুরে হাতকড়াসহ ২ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আটক ২৭ 
  • হাতকড়াসহ ২ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আটক ২৭ 
  • জিডি করতে তিন প্যাকেট সিগারেট নেওয়া সেই এএসআইকে বদলি
  • পুলিশ কর্মকর্তা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে হুমকি চাঁদা দাবির অভিযোগ
  • এলাকার বাইরে অভিযান, ডিবি পুলিশ কর্মকর্তা বরখাস্ত 
  • জিডি করতে ঘুষ নেওয়ায় এএসআইকে বদলি
  • পুলিশ কর্মকর্তা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ
  • অভিযানকালে যুবদল নেতার নেতৃত্বে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৩
  • বগুড়ায় যুবদল নেতার নেতৃত্বে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২
  • বগুড়ায় ছিনতাইকারীর হামলায় আহত দুই পুলিশ সদস্য হাসপাতালে