টঙ্গীতে বকেয়া বেতনের দাবি: ৪ ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা
Published: 11th, March 2025 GMT
গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা শ্রমিকরা সরে গেছেন। মঙ্গলবার সকাল ৭টা থেকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে অবরোধ সৃষ্টি করে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে, এরপর সকাল ১১টার দিকে তারা সড়ক থেকে সরে যান।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম সমকালকে বলেন, যৌথবাহিনী শ্রমিকদের সঙ্গে কথা বলে বোঝানোর পর তারা সড়ক থেকে সরে গেছে। তারা সরে যাওয়ার পরেই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
শ্রমিকরা জানান, টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বি এইচ আই এস অ্যাপারেলস লিমিটেড কারখানায় প্রায় ১ হাজার ৩০০ শ্রমিক কাজ করেন। সোমবার তাদের ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু বিকেলে মালিকপক্ষ কোনো সিদ্ধান্ত না নিয়েই গোপনে কারখানা ত্যাগ করেন। এরপর শ্রমিকরাও বাসায় ফিরে যান। তবে মঙ্গলবার সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা কারখানার প্রধান ফটকে ‘অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ’ লিখিত নোটিশ দেখতে পান। এতে তারা ক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
এর আগে বিক্ষুব্ধ শ্রমিকরা মঙ্গলবার সকালে আশপাশের কয়েকটি কারখানাও বন্ধ করে দেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের ফলে তীব্র যানজট সৃষ্টি হয়, চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে যান চলাচল স্বাভাবিক হলে যাত্রীদের মধ্যে প্রশান্তি দেখা দেয়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: অবর ধ
এছাড়াও পড়ুন:
মোহামেডানের হোঁচটের দিনে আবাহনীর জয়
ঢাকা প্রিমিয়ার লিগে সুপার লিগের প্রথম ম্যাচে জয় পেয়েছে আবাহনী লিমিটেড। তবে হারের তিক্ত স্বাদ পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
আবাহনী ৪ উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে। মোহামেডানকে ৯ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। এছাড়া জয় পেয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। তারা ৩ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে।
বৃষ্টির কারণে তিন ম্যাচেই প্রভাব পড়েছিল। প্রতিটি ম্যাচ বৃষ্টি আইনে হয়েছে নিষ্পত্তি। বিকেএসপির-৩ নম্বর মাঠে আগে ব্যাটিংয়ে নেমে অগ্রণী ব্যাংক ৩ উইকেটে ১০৯ রান করে। এরপর বৃষ্টির বাগড়ায় তারা আর ব্যাটিংয়ে নামতে পারেনি। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে আবাহনী ২২ ওভারে ১৫৭ রানের টার্গেট পায়।
আরো পড়ুন:
ঢাবিতে কোভিডবিষয়ক সেমিনার অনুষ্ঠিত
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল সড়ক
১৯.২ ওভারে সেই লক্ষ্য ছুঁয়ে ফেলে আবাহনী। তাদের জয়ের নায়ক জিসান আলম ২৭ বলে ৪৬ রান করেন ৩ চার ও ৪ ছক্কায়। ব্যাটিংয়ের শুরুটা ভালো ছিল না। পারভেজ হোসেন ইমন ও শাহরিয়ার কমল রানের খাতা খোলার আগেই আউট হন। সেই ধাক্কা সামলে নেন জিসান ও মিঠুন। তারা ৫৬ রানের জুটি গড়েন। মিঠুন ২২ বলে ১৮ করে ফিরে গেলেও জিসান ফিফটির পথে এগিয়ে যান। তবে হাফ সেঞ্চুরি থেকে ৪ রান দূরে থাকতে জিসানও ধরেন সাজঘরের পথ।
এরপর মেহরবের ২৫ বলে ৩০, শামসুলের ১৮ বলে ২৫ ও মাহফুজুরের ১২ বলে ২০ রানে অনায়েসে জয় পায় আবাহনী। এর আগে প্রথম ইনিংসে ইমরুল কায়েস ৪৮ রানে অপরাজিত থাকেন। এছাড়া ইমরানজ্জামান ২৯ ও অমিত ১৫ রান করেন। এই জয়ে আবাহনী ২ পয়েন্ট নিশ্চিত করে ২০ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। ১৮ পয়েন্ট নিয়ে মোহামেডানের অবস্থান দুইয়ে।
এদিকে, নাঈম ইসলাম জিতিয়েছেন গুলশান ক্রিকেট ক্লাবকে। ৩৩ বলে অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলেন নাঈম। ২২ ওভারে ১৬২ রানের লক্ষ্য তাড়ায় গুলশান ম্যাচ জেতে ২ বল আগে, ৩ উইকেট হাতে রেখে। ৬ চার ও ২ ছক্কায় ৫৬ রান করে নাঈম দলের জয়ের নায়ক। এছাড়া ৩৩ বলে ৩৫ করেন আলিফ হাসান ইমন। মেহেদী হাসানের ব্যাট থেকে ২৪ বলে ৪৩ রান আসে ১ চার ও ৫ ছক্কায়।
গাজী গ্রুপ বৃষ্টির আগে ভালোভাবেই ম্যাচে আগাচ্ছিল। ২৩.৩ ওভারে ১১০ রান তোলেন। শামসুর রহমান ৩২ ও সাদিকুর রহমান ৩৬ রান করেন। বেরসিক বৃষ্টিতে থেমে যায় তাদের ইনিংস। এরপর ম্যাচটাও হাতছাড়া করে গাজী গ্রুপ।
ঢাকা/ইয়াসিন