চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা-ছেলে দগ্ধ
Published: 11th, March 2025 GMT
চট্টগ্রাম মহানগরীর নন্দনকানন এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও তার ৩ বছর বয়সী ছেলে দগ্ধ হয়েছেন।
সোমবার (১০ মার্চ) রাত ১০টার দিকে নগরীর কোতোয়ালী থানার নন্দনকানন তিন নম্বর গলির হোসেন মঞ্জিল ভবনের একট ফ্ল্যাটে ঘটনাটি ঘটে। কোতোয়ালী থানার ওসি আবদুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রাতে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে গৃহিণী নাসরিন আক্তার (৩২) ও তার তিন বছর বয়সী ছেলে আবদুল্লাহ তায়িফ দগ্ধ হয়। পরে প্রতিবেশিরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। তারা বর্তমানে চমেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
আরো পড়ুন:
সাঁথিয়ায় ককটেল বিস্ফোরণে যুবক আহত, ১১ বোমা জব্দ
মুন্সীগঞ্জে দুই পক্ষের গোলাগুলি, ককটেল বিস্ফোরণ
ঢাকা/রেজাউল/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ট্রাম্পের যত বড় বড় ‘ডিগবাজি’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের ওপর নতুন করে উচ্চমাত্রায় পাল্টা শুল্ক (রিসিপ্রোক্যাল ট্যারিফ) আরোপ করে হইচই ফেলে দেন।
ট্রাম্পের এই সিদ্ধান্তের কারণে বাণিজ্যযুদ্ধ শুরু হয়ে যায়। বিভিন্ন শেয়ারবাজারে ধস নামে। বিশ্ববাজারে দেখা দেয় চরম অস্থিরতা। সামগ্রিকভাবে বাজার অর্থনীতিতে শুরু হয় কাঁপন।
গত বুধবার ট্রাম্প নাটকীয়ভাবে আরেকটি সিদ্ধান্ত নেন। তিনি বিভিন্ন দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেন। তবে চীনের প্রায় সব পণ্যে শুল্ক বাড়িয়ে ১৪৫ শতাংশ করেন তিনি।
বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ট্রাম্পের এমন ‘ইউটার্ন’ নতুন কিছু নয়। তিনি আগেও নানা বিষয়ে এমন ‘ডিগবাজি’ দিয়েছেন। তেমন কিছু বড় ঘটনার উদাহরণ দেওয়া হলো।
গর্ভপাতের অধিকারগর্ভপাতের অধিকার বিষয়ে ট্রাম্প তাঁর অবস্থান বারবার পরিবর্তন করেছেন