গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার সকাল ৭টা থেকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে অবরোধ সৃষ্টি করে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।

শ্রমিক সূত্রে জানা যায়, টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বি এইচ আই এস অ্যাপারেলস লিমিটেড কারখানায় প্রায় ১ হাজার ৩০০ শ্রমিক কাজ করেন। সোমবার তাদের ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু বিকেলে মালিকপক্ষ কোনো সিদ্ধান্ত না নিয়েই গোপনে কারখানা ত্যাগ করেন। এরপর শ্রমিকরাও বাসায় ফিরে যান। তবে মঙ্গলবার সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা কারখানার প্রধান ফটকে ‘অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ’ লিখিত নোটিশ দেখতে পান। এতে তারা ক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

মাসুদ নামে এক শ্রমিক সমকালকে বলেন, ‘কিছুদিন পরেই ঈদ। এখন বেতন-ভাতা আটকে রেখে কারখানা বন্ধ ঘোষণা করা মানে আমাদের জীবন ধ্বংস করে দেওয়া। আমরা দিশেহারা— কীভাবে বাসা ভাড়া দেব, দোকানের বাকি শোধ করব, কিছুই বুঝতে পারছি না। দেশবাসীর কাছে আমরা ন্যায্য বিচার ও সাহায্য চাই।’

একইভাবে শ্রমিক শারমিন আক্তার বলেন, ‘গতকাল আমরা দীর্ঘসময় কারখানায় বেতনের জন্য অপেক্ষা করেছিলাম। কিন্তু মালিকপক্ষ কোনো সিদ্ধান্ত না দিয়েই চোরের মতো পালিয়ে গেছে। আমাদের সমস্যার সমাধানের জন্য তারা কোনো চেষ্টাই করেনি।’

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করছেন শ্রমিকরা। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

এদিকে, ঘটনাটির পর বিক্ষুব্ধ শ্রমিকরা আশপাশের কয়েকটি কারখানাও বন্ধ করে দেন। মহাসড়ক অবরোধের ফলে তীব্র যানজট সৃষ্টি হয়েছে, এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ময়মনসিংহে ‘সমন্বয়ক’ পরিচয়ে টাকা আদায়ের ঘটনায় মামলা

ছবি: ভিডিও থেকে নেওয়া

সম্পর্কিত নিবন্ধ

  • গাজীপুরের ২ মহাসড়ক যান চলাচল স্বাভাবিক
  • নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অজ্ঞান পার্টির খপ্পরে, প্রতিবাদে মহাসড়ক অবরোধ
  • ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩
  • ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩
  • ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত
  • ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
  • ঈদে চলবে ৫ জোড়া বিশেষ ট্রেন
  • সৌদিতে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, লাশ আনা নিয়ে দুশ্চিন্তায় পরিবার
  • ময়মনসিংহে ‘সমন্বয়ক’ পরিচয়ে টাকা আদায়ের ঘটনায় মামলা