ঢাকায় যাত্রাবাড়িতে হামলায় মামলা, ৩৫৭ আসামির ১৬০ জনই হবিগঞ্জের
Published: 11th, March 2025 GMT
ঢাকায় যাত্রাবাড়ি থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলার অভিযোগে হবিগঞ্জের সাবেক তিন সংসদ সদস্যসহ ৩৫৭ জনের নাম উল্লেখ ও ২ থেকে ৩ হাজার অজ্ঞাত লোকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
মামলার এজাহারে নাম উল্লেখ করা ৩৫৭ আসামির মধ্যে ১৬০ জনই হবিগঞ্জ জেলার বাসিন্দা।
সোমবার (১০ মার্চ) টাঙ্গাইল জেলার চরাঞ্চল উপজেলার চরশুশুয়া গ্রামের মো.
এতে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আসামিদের বিরুদ্ধে গত ৫ আগস্ট যাত্রাবাড়ি পুলিশ ফাঁড়ির সামনে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলার অভিযোগ আনা হয়েছে।
হবিগঞ্জের আসামিদের মধ্যে রয়েছেন, সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, গাজী মোহাম্মদ শাহনওয়াজ এবং এমএ মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জের বাসিন্দা পুলিশের সাবেক ডিআইজি কৃষ্ণপদ রায়, ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ, তাজ উদ্দিন আহমেদ, সৈয়দ খালেদুর রহমান, মাহবুব রহমান চৌধুরী রুমান, শাহাবুদ্দিন আহমেদ, কামরুজ্জামান বশির, মুদ্দত আলী, নলিউর রহমান তালুকদার, হাফেজ শামরুল ইসলাম, খোকন চন্দ্র গোপ, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান শামীম প্রমুখ।
ঢাকা/মামুন/টিপু
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দেবদাসে শুরু, প্রথম ছবিতেই বাজিমাত
ফেসবুক