গতকাল মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল বসুন্ধরা পেপার মিলস
Published: 11th, March 2025 GMT
গতকাল সোমবার ঢাকার শেয়ারবাজারে মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। গতকাল কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১০ শতাংশ। গতকাল এই কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৩৬ টাকা ৩০ পয়সা ও সর্বনিম্ন দাম ছিল ৩৩ টাকা ১০ পয়সা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের তথ্যে দেখা যায়, গতকাল মূল্যবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড। এই কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৪৭ টাকা ৫০ পয়সা ও সর্বনিম্ন দাম ছিল ৪৬ টাকা ৯০ পয়সা।
মূল্যবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে ছিল এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড। এই কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ। এই কোম্পানির শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ২০ টাকা ও সর্বনিম্ন দাম ছিল ১৭ টাকা ৮০ পয়সা। পতিত শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এস আলম গোষ্ঠীর মালিকানাধীন এই কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধি নিয়ে ডিএসই সম্প্রতি জানতে চেয়েছিল। জবাবে কোম্পানিটি জানায়, মূল্যবৃদ্ধির পেছনে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্যের ভূমিকা নেই।
মূল্যবৃদ্ধির তালিকায় চতুর্থ স্থানে ছিল প্রাইম লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ২১ শতাংশ। এই কোম্পানির শেয়ারের সর্বোচ্চ দর ছিল ৩৯ টাকা ৩০ পয়সা ও সর্বনিম্ন দর ছিল ৩৫ টাকা ৩০ পয়সা। পঞ্চম স্থানে ছিল তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ৭ দশমিক ২৮ শতাংশ।
এ ছাড়া তালিকার ৬ষ্ঠ থেকে ১০ম স্থানে আছে যথাক্রমে নর্দার্ন ইনস্যুরেন্স, ওরিয়ন ইনফিউসন লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, শাইন পুকুর সিরামিকস লিমিটেড ও এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এই ক ম প ন র শ য় র র দ ম ব ড় ছ দশম ক গতক ল
এছাড়াও পড়ুন:
মাদারীপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই
মাদারীপুরের কালকিনিতে পুলিশের ওপর হামলা চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুজনকে ছিনিয়ে নিয়েছে তাদের সহযোগীরা।
কালকিনি থানা জানিয়েছে, এই ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে কালকিনি থানা ভবন-সংলগ্ন মাছ বাজারে এই ঘটনা ঘটে।
আরো পড়ুন:
থানায় লাল গালিচা সংবর্ধনা দেওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষোভ
‘ক্রিম আপা’র বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা
যাদের ছিনিয়ে নেওয়া হয়েছে, তারা হলেন- কালকিনি পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রামের সিরাজ খানের ছেলে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. রাসেদ খান এবং একই গ্রামের মো. মোস্তফা সরদারের ছেলে মো. আল আমিন সরদার।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রতক্ষদর্শী জানান, পুলিশ মাদকসহ দুই আসামিকে আটক করে হাতকড়া পরায়। এসময় পুলিশ সদস্য কম ছিলেন। তখন উপজেলার ছাত্রলীগের সভাপতি বাকামিন খানের লোকজন লাঠিসোঁটা নিয়ে হামলা করে পুলিশের কাছ থেকে আসামিদের ছিনিয়ে নিয়ে যান।
কালকিনি থানার এ.এস.আই. সোহেল রানা বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে এস.আই. আবুল বাশারের নেতৃত্বে আমরা বেশ কয়েকজন মিলে থানা ভবন-সংলগ্ন মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে উপজেলার ছাত্রলীগের সভাপতি মো. বাকামিন খানের বড় ভাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেদ খান ও আল আমিনকে পাঁচ পিচ ইয়াবাসহ আটক করি। পরে আটককৃতদের সহযোগীরা আমাদের কাছ থেকে তাদের দুইজনকে ছিনিয়ে নিয়ে যায়।”
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, “দুই মাদক ব্যবসায়ীকে আটকের পর তাদের সহযোগীরা তাদের ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। তখন পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় পৃথক মামলা হচ্ছে।
ঢাকা/বেলাল/রাসেল