যেকোনো কিছু থেকেই সুর সৃষ্টি করা সম্ভব, নিজেদের এই বিশ্বাস শ্রোতাদের মধ্যে ছড়িয়ে দিতে অভিনব এক কাজ করে যাচ্ছে একটি বাদক দল। তারা তাদের ট্যুরে শুধু সবজি দিয়ে তৈরি বাদ্যযন্ত্র বাজিয়ে চলেছে। প্রতিবারই একেবারে নতুন ও সতেজ বাদ্যযন্ত্র।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে ওই বাদক দল দিনের পর দিন এ কাজ করে চলেছে এবং সফল হয়েছে। দলটির নাম ‘দ্য ভেজিটেবল অর্কেস্ট্রা’। ১১ সদস্যের বাদক দলটি গঠিত হয় ১৯৯৮ সালে, অস্ট্রিয়ার ভিয়েনায়।

বাদক দলটি এ পর্যন্ত ৩৪৪টি কনসার্টে তাদের বিশেষভাবে তৈরি বাদ্যযন্ত্র বাজিয়েছে। বাদ্যযন্ত্রগুলো মুলা, গাজর, শসা, বেগুন, কুমড়া ও লিকের মতো সবজি দিয়ে তৈরি।

ভেজিটেবল অর্কেস্ট্রার ওয়েবসাইটে এর ব্যাখ্যায় বলা হয়েছে, ‘আমরা বিশ্বাস করি, আমরা যে ধ্বনি তৈরি করতে পারি, সেই ধ্বনি অন্য কোনো বাদ্যযন্ত্র দিয়ে (সহজে) করা সম্ভব নয়। আপনি শুনেই পার্থক্য বুঝতে পারবেন। এগুলো থেকে কখনো কখনো প্রাণীদের মতো আওয়াজ বের হয়, কখনো কখনো একেবারে বিমূর্ত ধ্বনি।’

বাদক দলটি প্রতিনিয়ত নতুন নতুন বাদ্যযন্ত্র তৈরি করে যাচ্ছে এবং তাদের নতুন সব বাদ্যযন্ত্র তৈরির জন্য সব সময় প্রস্তুত থাকতে হয়। কারণ, মঞ্চে তাদের অনুষ্ঠান চলাকালেই সবজি ভেঙে যেতে পারে বা শুকিয়ে যেতে পারে।

কনসার্ট শেষে দলটি দর্শকদের সবজির স্যুপ খেতে দেয়। বাদ্যযন্ত্র তৈরি করতে গিয়ে যেসব সবজি বেঁচে যায়, সেগুলো দিয়েই ওই স্যুপ তৈরি করা হয়।

ভেজিটেবল বাদক দলটির ওয়েবসাইটে আরও বলা হয়, ‘আপনি প্রায় সবকিছু থেকেই সুর তৈরি করতে পারবেন। প্রতিটি জিনিসের সুর তোলার নিজস্ব ক্ষমতা আছে। সেদিক থেকে দেখলে প্রতিটি জিনিসই বাদ্যযন্ত্র হয়ে উঠতে পারে।’

নিজেদের অভিনব এসব বাদ্যযন্ত্র নিয়ে দলটি পৃথিবীর নানা প্রান্তে কনসার্ট করে বেড়াচ্ছে। তারা তাদের ওয়েবসাইটে শ্রোতাদের শুধু একটি প্রশ্ন করা বন্ধ করতে বলেছে। প্রশ্নটি হলো, তাঁরা সবাই নিরামিষভোজী কি না?

দলটি বলেছে, ‘না আমরা নই। এ প্রশ্ন আর করবেন না। আমরা ৩০ লাখবার এ প্রশ্ন শুনেছি।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব দ যযন ত র ত র

এছাড়াও পড়ুন:

কান উৎসবের মনোনয়নে চমক

ঘোষণা করা হলো ৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত সিনেমাগুলোর তালিকা। গতকাল বৃহস্পতিবার রাতে প্যারিসে এক সংবাদ সম্মেলনে এবারের উৎসবে মনোনীত সিনেমাগুলোর তালিকা প্রকাশ করেন উৎসবের প্রেসিডেন্ট আইরিস নোবলোখ ও আর্টিস্টিক পরিচালক ও জেনারেল ডেলিগেট থিয়েরি ফ্রেমো। খবর এএফপির
সংবাদ সম্মেলনে মনোনীত সিনেমার তালিকা প্রকাশ ছাড়াও যৌন নিপীড়ন নিয়ে ফ্রান্স সরকারের কঠোর অবস্থান তুলে ধরা হয়। এবারের উৎসবে মূল প্রতিযোগিতা কীভাবে জায়গা পেয়েছে ১৯টি সিনেমা, এর মধ্যে মাত্র ছয়টির পরিচালক নারী। তবে সবচেয়ে বড় চমক মূল প্রতিযোগিতা বিভাগে কোনো কোরীয় সিনেমা না থাকা। ২০১৩ সালের পর এই প্রথম স্বর্ণপামের লড়াইয়ে নেই কোনো কোরীয় সিনেমা।

৭৮তম কান উৎসব অবশ্য অভিনেত্রী স্কারলেট জোহানসনের জন্য বড় সুখবর নিয়ে এসেছে। উৎসবে ক্যামেরার সামনে ও পেছনে দুই ভূমিকাতেই পাওয়া যাবে।

স্কারলেট জোহানসন

সম্পর্কিত নিবন্ধ