তাদের বাদ্যযন্ত্র তৈরি হয় সবজি দিয়ে
Published: 11th, March 2025 GMT
যেকোনো কিছু থেকেই সুর সৃষ্টি করা সম্ভব, নিজেদের এই বিশ্বাস শ্রোতাদের মধ্যে ছড়িয়ে দিতে অভিনব এক কাজ করে যাচ্ছে একটি বাদক দল। তারা তাদের ট্যুরে শুধু সবজি দিয়ে তৈরি বাদ্যযন্ত্র বাজিয়ে চলেছে। প্রতিবারই একেবারে নতুন ও সতেজ বাদ্যযন্ত্র।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে ওই বাদক দল দিনের পর দিন এ কাজ করে চলেছে এবং সফল হয়েছে। দলটির নাম ‘দ্য ভেজিটেবল অর্কেস্ট্রা’। ১১ সদস্যের বাদক দলটি গঠিত হয় ১৯৯৮ সালে, অস্ট্রিয়ার ভিয়েনায়।
বাদক দলটি এ পর্যন্ত ৩৪৪টি কনসার্টে তাদের বিশেষভাবে তৈরি বাদ্যযন্ত্র বাজিয়েছে। বাদ্যযন্ত্রগুলো মুলা, গাজর, শসা, বেগুন, কুমড়া ও লিকের মতো সবজি দিয়ে তৈরি।
ভেজিটেবল অর্কেস্ট্রার ওয়েবসাইটে এর ব্যাখ্যায় বলা হয়েছে, ‘আমরা বিশ্বাস করি, আমরা যে ধ্বনি তৈরি করতে পারি, সেই ধ্বনি অন্য কোনো বাদ্যযন্ত্র দিয়ে (সহজে) করা সম্ভব নয়। আপনি শুনেই পার্থক্য বুঝতে পারবেন। এগুলো থেকে কখনো কখনো প্রাণীদের মতো আওয়াজ বের হয়, কখনো কখনো একেবারে বিমূর্ত ধ্বনি।’
বাদক দলটি প্রতিনিয়ত নতুন নতুন বাদ্যযন্ত্র তৈরি করে যাচ্ছে এবং তাদের নতুন সব বাদ্যযন্ত্র তৈরির জন্য সব সময় প্রস্তুত থাকতে হয়। কারণ, মঞ্চে তাদের অনুষ্ঠান চলাকালেই সবজি ভেঙে যেতে পারে বা শুকিয়ে যেতে পারে।
কনসার্ট শেষে দলটি দর্শকদের সবজির স্যুপ খেতে দেয়। বাদ্যযন্ত্র তৈরি করতে গিয়ে যেসব সবজি বেঁচে যায়, সেগুলো দিয়েই ওই স্যুপ তৈরি করা হয়।
ভেজিটেবল বাদক দলটির ওয়েবসাইটে আরও বলা হয়, ‘আপনি প্রায় সবকিছু থেকেই সুর তৈরি করতে পারবেন। প্রতিটি জিনিসের সুর তোলার নিজস্ব ক্ষমতা আছে। সেদিক থেকে দেখলে প্রতিটি জিনিসই বাদ্যযন্ত্র হয়ে উঠতে পারে।’
নিজেদের অভিনব এসব বাদ্যযন্ত্র নিয়ে দলটি পৃথিবীর নানা প্রান্তে কনসার্ট করে বেড়াচ্ছে। তারা তাদের ওয়েবসাইটে শ্রোতাদের শুধু একটি প্রশ্ন করা বন্ধ করতে বলেছে। প্রশ্নটি হলো, তাঁরা সবাই নিরামিষভোজী কি না?
দলটি বলেছে, ‘না আমরা নই। এ প্রশ্ন আর করবেন না। আমরা ৩০ লাখবার এ প্রশ্ন শুনেছি।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব দ যযন ত র ত র
এছাড়াও পড়ুন:
গোবিন্দকে কেন গালিগালাজ করেছিলেন কাদের খান?
একসময়ের জনপ্রিয় বলিউড অভিনেতা গোবিন্দ। তার নাচের মুদ্রাগুলো ভক্তদের হৃদয়ে এখনো অমলিন। নাচের আলাদা ধরন আর অভিনয় গোবিন্দকে খ্যাতির শীর্ষে নিয়ে যায়। তবে তার এই যাত্রা কণ্টকাকীর্ণ ছিল। অনেক সংগ্রাম করে নিজের অবস্থান তৈরি করেন গোবিন্দ।
দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন গোবিন্দ। বলিউডের তাবড় তাবড় তারকাকে সহশিল্পী হিসেবে পেয়েছেন। প্রয়াত বরেণ্য অভিনেতা কাদের খানের সঙ্গে অনেক কাজের সুযোগ পেয়েছেন গোবিন্দ। শুটিং সেটে একবার গোবিন্দকে গালিগালাজ করেছিলেন কাদের খান।
কয়েক দিন আগে মুকেশ খান্নাকে সাক্ষাৎকার দিয়েছেন গোবিন্দ। এ আলাপচারিতায় পুরোনো সেই ঘটনা ব্যাখ্যা করেন তিনি। ঘটনার বর্ণনা দিয়ে গোবিন্দ বলেন, “সকাল ৭টায় শুটিং সেটে পৌঁছাই। সকাল থেকেই বসেছিলাম, অপেক্ষা করছিলাম। কিন্তু আমার শুটিং দুপুর ১২টা ১০ মিনিটে সেট করেছিল। যার কারণে আমি দুপুরের খাবার দিতে বলি।”
আরো পড়ুন:
ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় না করার কারণ জানালেন কারিনা
আমাকে নিয়ে বলিউডে ষড়যন্ত্র হয়েছে: গোবিন্দ
সেই সময়ে গোবিন্দর সহঅভিনেতা কাদের খান এসে জানতে চান, এখন কি দুপুরের খাবার খাওয়ার সময়? খাবার খাওয়া বাদ দিয়ে গোবিন্দকে শট দিতে বলেন কাদের খান। জবাবে গোবিন্দ বলেন, “সকাল থেকে অপেক্ষা করছি। আমি এখন ক্ষুধার্ত। খাবার খাওয়ার পরই আমি শুটিং শুরু করব। আপনিও আমার সঙ্গে খাবার খেতে বসেন।”
এরপরই কাদের খানের সঙ্গে তর্ক লাগে গোবিন্দর। বরেণ্য তারকা কাদের খান শান্ত হননি। রেগে গিয়ে গোবিন্দকে বলেন, “মানুষকে বলতে শুনেছি, ‘গোবিন্দ নাকি আজকাল কঠিন সময় পার করছে।’ তুমি কি কাউকে ভয় পাও না?” কাদের খানের প্রশ্নের উত্তরে গোবিন্দ বলেন, “আমি কেবল ঈশ্বরকে ভয় পাই। আপনি আমার জন্য অপেক্ষা করুন।”
সেদিন কাদের খান গালিগালাজ করেছিলেন। এ তথ্য উল্লেখ করে গোবিন্দ বলেন, “আমাকে অনেক গালিগালাজ করলেন। সাধারণত, তিনি এটা করেন না। আবার আমাকে অনেক ভালোওবাসতেন তিনি।”
আশির দশকের মাঝামাঝি সময়ে বলিউডে পা রাখেন গোবিন্দ। তার প্রথম ও দ্বিতীয় সিনেমা ‘ইলজাম’ ও ‘লাভ ৮৬’ মুক্তি পায়। বক্স অফিসে দুটো সিনেমাই হিট হয়। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি গোবিন্দকে।
এরপর ‘রাজা বাবু’, ‘কুলি নম্বর ১’, ‘হিরো নম্বর ১’, ‘সাজন চলে সসুরাল’-এর মতো সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন নব্বই দশকের এই ব্যস্ত অভিনেতা গোবিন্দ।
তথ্যসূত্র: পিঙ্কভিলা
ঢাকা/শান্ত